পারিবারিক বিরোধের জের ধরে শুক্রবার কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে তার ২৩ বছর বয়সী স্ত্রী কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
এপিবিএন-১৬ এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকে এ ঘটনা ঘটে। পরে মো. সাইদুর রহমানের লাশ উদ্ধার ও তার স্ত্রী সানজিদা বেগমকে আটক করে পুলিশ।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে বর-কনে পক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ২
তিনি জানান, এই দম্পতির দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল এবং প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার সন্ধ্যায় সাইদুর ঘুমিয়ে পড়লে সানজিদা একটি ছুরি নিয়ে তাকে নির্মমভাবে কুপিয়ে জখম করে। এতে সাইদুরের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সানজিদা পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে ধাওয়া করে ধরে ফেলে। আহত ব্যক্তিকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তরিকুল বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এ সময় স্থানীয়রা আটক স্ত্রী সানজিদাকে পুলিশের কাছে তুলে দেয়। পরে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে ‘কথিত’ আরসা নেতা হাসিমের লাশ উদ্ধার
তিনি বলেন, আটক সানজিদাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন জন্য অপেক্ষা করছি। তাহলে আরও বিস্তারিত জানা যাবে।