সাইদা মুনা তাসনীম
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনাকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমকে শিগগিরই ঢাকায় ফিরতে বলেছে সরকার।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নোটিশে বলা হয়, মুনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঢাকা সদর দপ্তরে বদলির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়, সাঈদা মুনা ও তার পরিবারের যাতায়াতের খরচ এবং অন্যান্য ভাতা বিধি মোতাবেক সরকার বহন করবে।
আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আনুগত্য জানিয়েছেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার
৩ মাস আগে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আনুগত্য জানিয়েছেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার
নিকটবর্তী সময়ে গঠিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আগাম আনুগত্য প্রকাশ করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।
তিনি বলেন, কূটনৈতিক বিষয়ে একটি প্রোটোকল অনুসরণ করতে হয় বলে তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
গত ১৬ জুলাই থেকে ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাইদা মুনা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নতুন প্রজন্মের আন্দোলনে অনুপ্রাণিত হয়ে ন্যায়ভিত্তিক দেশ গঠনের আশাবাদ ব্যক্ত করেন।
জনপ্রিয় সাপ্তাহিক সুরমার সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী শামসুল আলম লিটন লন্ডনে হাইকমিশনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন সাইদা মুনা।
আরও পড়ুন: যুক্তরাজ্যের চ্যানেল এসের বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন সাঈদা মুনা তাসনীম
গত ১৭ বছর ধরে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে গেছেন লিটন।
লিটনের এই কাজের ভিডিও শেয়ার করে ইকবাল ফেরদৌস বলেন, অসম্ভব মেধাবী, মানবিক ও নিবেদিতপ্রাণ মানুষ লিটনের সঙ্গে প্রায় ৭-৮ বছর ধরে ঘনিষ্ঠভাবে কাজ করার সৌভাগ্য হয়েছে তার।
৫ মাস আগে
দেশ-বিদেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করছে সশস্ত্র বাহিনী
বঙ্গবন্ধুর হাতে গড়া সশস্ত্র বাহিনী আজ দেশ-বিদেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতার পর পরই যুদ্ধ-বিধস্ত দেশ পুনর্গঠনের পাশাপাশি সশস্ত্র বাহিনীকেও একটি আধুনিক ও চৌকষ বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেন। তারই হাতে গড়া সশস্ত্র বাহিনী আজ দেশ-বিদেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করছে।’
৫০তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সশস্ত্রবাহিনীর সদস্যসহ বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে লন্ডনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মঙ্গলবার (২৩ নভেম্বর) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সাইদা মুনা তাসনীম বলেন, ‘বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য এবং দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনীও একটি আধুনিক, সুসজ্জিত ও সুদক্ষ সশস্ত্র বাহিনীতে রূপান্তরিত হয়েছে - যারা স্থল, আকাশ ও সমুদ্রসহ সর্বক্ষেত্রে একুশ শতকের প্রতিরক্ষা ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম।’
হাইকমিশনার ‘ফোর্সেস গোল ২০৩০’ বাস্তবায়নসহ প্রতিরক্ষা ক্ষেত্রে যুক্তরাজ্যের সাথে বহুমাত্রিক সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার করার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, দুদেশের মধ্যে শিগগিরই প্রতিরক্ষা সংলাপ শুরু হবে।’
আরও পড়ুন: সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
লন্ডন হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ স্বাগত বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যুক্তরাজ্যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ৫০তম দিবস পালন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’
তিনি বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রেও বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ও আন্তরিক। এ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও সুদৃঢ় হবে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি গেভিন রিচার্ডসন ‘ফোর্সেস গোল ২০৩০’ বাস্তবায়নে যুক্তরাজ্য বাংলাদেশের সাথে কাজ করার ব্যাপারে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠা ও দেশে-বিদেশে এর বিশেষ ভূমিকা সম্বলিত বর্ণিল ব্যানারে সুসজ্জিত অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ওপর একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।
পড়ুন: বাংলাদেশ সেনাবাহিনীকে জনগণের বাহিনী হতে হবে: প্রধানমন্ত্রী
সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত স্বাধীনতা বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী
৩ বছর আগে
আরও জলবায়ু সহযোগিতা চায় ঢাকা
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বলেছেন, কমনওয়েলথ এবং এর জলবায়ু ক্ষতিগ্রস্ত ফোরামের (সিভিএফ) মাধ্যমে বৃহত্তর সহযোগিতা ও সংযোগ তৈরির প্রত্যাশা করে বাংলাদেশ।
৪ বছর আগে
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে যুক্তরাজ্যে বছরব্যাপী বর্ণাঢ্য আয়োজন
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের জন্য বছরব্যাপী বর্ণাঢ্য আয়োজন করবে যুক্তরাজ্য।
৫ বছর আগে