মোশাররফ হোসেন
মিতু হত্যা মামলায় বাদী মোশাররফ হোসেনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
চট্টগ্রামে চাঞ্চল্যকর সাবেক পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় মিতুর বাবা মোশাররফ হোসেনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) দুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে রাষ্ট্রপক্ষের পুনঃতলব আবেদনে মোশাররফকে হাজির করা হয় এবং তার সাক্ষ্য সম্পন্ন করা হয়।
এদিন আলামত হিসেবে জমা দেওয়া দুটি বই ও ২৯টি এসএমএস নিয়ে জেরা করা হয় মোশাররফকে।
আরও পড়ুন: মিতু হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু
পরে আদালত আগামী ১১ জুন মামলায় পরবর্তী শুনানির দিন ঠিক করেছে।
আসামি বাবুল আকতারের আইনজীবী কফিল উদ্দিন জানান, মঙ্গলবার বিদেশি নারী এনজিওকর্মীর উপহারের দুটি বই ও ২৯টি এসএমএসের বিষয়ে মোশাররফ হোসেনকে জেরা করা হয়।
তিনি আরও বলেন, জেরা শেষে ১১ জুন মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন আদালত।
এর আগে, গত ১৩ মার্চ বাবুলসহ সাতজনের বিচার শুরুর আদেশ দেন তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালত।
সেদিন ৯ এপ্রিল সাক্ষগ্রহণের দিন নির্ধারণ করা হয়। পরবর্তীতে ৯ এপ্রিল মোশাররফ হোসেনের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে মামলার বিচারকাজ শুরু হয়।
২০১৬ সালের ৫ জুন সকালে নগরের জিইসি মোড়ের কাছে ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন মাহমুদা খানম মিতু।
ওই ঘটনায় পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন তার স্বামী তৎকালীন এসপি বাবুল আক্তার।
মামলাটি তদন্ত করছিল নগর ডিবি পুলিশ। পরে ২০২০ সালের জানুয়ারিতে ‘আদালতের নির্দেশে’ মামলার তদন্তভার পায় পিবিআই।
এরপরই ঘুরতে থাকে মামলার গতিপ্রকৃতি। পিবিআইয়ের তদন্তে উঠে আসতে থাকে স্ত্রী হত্যার সঙ্গে বাবুল আক্তারের সম্পৃক্ততার নানা দিক।
২০২১ সালের ১০ মে মামলার বাদী হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য বাবুল আক্তারকে পিবিআই চট্টগ্রাম মেট্রো কার্যালয়ে ডেকে নেয়া হয়। এরপরই তাকে হেফাজতে নেয় পিবিআই।
পরে ১২ মে দুপুরে বাবুল আক্তারকে প্রধান আসামি করে নগরের পাঁচলাইশ থানায় আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন।
আরও পড়ুন: মিতু হত্যা মামলা: অভিযোগ গঠন চ্যালেঞ্জের আবেদন খারিজ
মিতু হত্যা মামলায় জামিন পাননি বাবুল আক্তার
১ বছর আগে
পাল্টা কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আ.লীগ: বিএনপি
পাল্টা কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
রবিবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
খন্দকার মোশাররফ বলেন, শনিবার দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ের পদযাত্রা কর্মসূচি পালনকালে ৪৩ জেলায় তাদের দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ পাল্টা কর্মসূচির নামে সহিংসতা উসকে দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
এছাড়া আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে সর্বত্র বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সহিংসতার উসকানি দিচ্ছে।
তিনি বলেন, বিএনপির চলমান আন্দোলনে আতঙ্কিত হওয়ায় ক্ষমতাসীনরা পাল্টা কর্মসূচি নিয়ে আসছে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বিএনপির কোনো আগ্রহ নেই: মোশাররফ
মোশাররফ বলেন, আওয়ামী লীগ যে কোনো দিন বিরোধীদের প্রতিবাদ না করে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে। আমরা যেদিন কোনো কর্মসূচি ঘোষণা করি সেদিন তাদের কর্মসূচি দিতে হবে কেন? এটা প্রমাণ করে যে, সরকার ব্যর্থতা ও অপকর্ম ঢাকতে নারাজ হওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পাল্টা কর্মসূচি ঘোষণা করছে।
তিনি বলেন, তাদের দল শান্তিপূর্ণভাবে জনসাধারণের ইস্যুতে আন্দোলন করছে। সরকার যেভাবে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে তা জনগণ মেনে নেবে না।
শনিবার সারাদেশে ইউনিয়ন পর্যায়ে দলের মার্চ কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাসীন দলের হামলা ও বাধার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিরোধীরা যে কোনো সড়ক কর্মসূচি দিলে আওয়ামী লীগ ‘শান্তি মিছিল ও শান্তি সমাবেশ’ করছে।
তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতারা বলেছেন, নির্বাচন পর্যন্ত বছরব্যাপী কর্মসূচি দেবেন।
আমি আওয়ামী লীগ নেতাকে অনুরোধ করতে চাই যে আপনারা অনুগ্রহ করে এখনই আপনার কর্মসূচির সময়সূচি ঘোষণা করুন যাতে আমরা পরবর্তীতে শান্তিপূর্ণভাবে নিরাপদ স্থানে আমাদের কর্মসূচি পালন করতে পারি।
কিন্তু আওয়ামী লীগ যদি আমাদের কর্মসূচি ঘোষণার পর পাল্টা কর্মসূচি দেয়, তাহলে বুঝতে হবে তারা ইচ্ছাকৃতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান নরসিংদীর পলাশ উপজেলায় পুলিশের বাধার মুখে পড়েন। আমি স্পষ্ট করে বলতে চাই, এই সরকার আমাদের ওপর হামলা করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। বাংলাদেশের জনগণই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
মোশাররফ বলেন, শনিবার সিরাজগঞ্জ, জামালপুর, ফেনী, নওগাঁ, কুষ্টিয়া, পটুয়াখালী, পিরোজপুর, মানিকগঞ্জ, নোয়াখালী, ঝালকাঠি, গাজীপুর, চট্টগ্রাম, নেত্রকোণা, বরগুনা, বাগেরহাট, মেহেরপুর, চুয়াডাঙ্গাসহ ৪৩ জেলায় তাদের দলের নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন।
ঠাকুরগাঁও, নাটোর, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ভোলা, বরিশাল, খুলনা, লক্ষ্মীপুর, নরসিংদী, মাগুরা, যশোর, রাজশাহী, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা, পঞ্চগড়, কক্সবাজার, পাবনা, রংপুর, লালমনিরহাট, নওগাঁ ও চট্টগ্রাম।
তিনি দাবি করেন, ওই হামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং শনিবার বিরোধী দলের দুই শতাধিক নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মোশাররফ বলেন, ক্ষমতাসীন দলের ‘ক্যাডাররা’ বিরোধী নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালিয়েছে।
এছাড়া বিভিন্ন বাধা বিপত্তি উপেক্ষা করে বিপুল অংশগ্রহণে তাদের ইউনিয়ন পর্যায়ের কর্মসূচি সফল করার জন্য তিনি জনগণকে অভিনন্দন জানান।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে দুই মামলা, গ্রেপ্তার ১০
সিরাজগঞ্জে বিএনপির ৩৭ নেতাকর্মী গ্রেপ্তার
১ বছর আগে
ক্যানসারের কাছে হার মানলেন ক্রিকেটার মোশাররফ
ব্রেন ক্যান্সারের কাছে চিরদিনের জন্য হার মানলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে তার পরিবারের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স ছিল ৪০।
২০১৯ সালে রুবেলের প্রথম ব্রেন টিউমার ধরা পড়ে। ওই বছরের মার্চ মাসে সিঙ্গাপুরে তার একটি অপারেশন করা হয়েছিল এবং কেমোথেরাপির সম্পূর্ণ চিকিৎসা সম্পন্ন করা হয়।
কিন্তু ২০২১ সালের জানুয়ারিতে তার আবারও ক্যান্সার ধরা পরে।
আরও পড়ুন: খালেদকে জরিমানা করল আইসিসি
গত মাসে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
অনবদ্য পারফরম্যান্স সত্ত্বেও মোশাররফ বাংলাদেশের হয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন।
তার শেষ আন্তর্জাতিক উপস্থিতি ছিল ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে।
বাঁহাতি অলরাউন্ডার মোশাররফ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৩-এর ফাইনালের সেরা খেলোয়াড় ছিলেন। ১৫ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে ঘরোয়া স্তরে তার অসংখ্য ম্যাচ জয়ী পারফরম্যান্স ছিল।
মোশাররফ প্রতিযোগিতামূলক ক্রিকেটে ৫০০-এর বেশি উইকেট শিকার করেছেন।
আরও পড়ুন: দ.আফ্রিকার বিপক্ষে ৩৩২ রানের হার বাংলাদেশের
২ বছর আগে