ভাতিজার মৃত্যু
ফরিদপুরে চাচার দেশীয় অস্ত্রের আঘাতে ভাতিজার মৃত্যু
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় চাচার দেশীয় অস্ত্রের আঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল পাঁচটার দিকে উপজেলার ঈশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওবায়দুর রহমান (৪৩) ঈশ্বরদী গ্রামের মৃত আলাউদ্দিন কারিকরের ছেলে। তিনি ঢাকায় একটি মেসে রান্নার কাজ করতেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধে দক্ষিণ সুনামগঞ্জে চাচা-ভাতিজার মৃত্যু
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, সুন্নতের খাতনা অনুষ্ঠানের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে উপজেলার কোদালিয়া শহিদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের মো. সিরাজুর রহমানের (চাচা) সঙ্গে ভাতিজা ওবায়দুরের কথা কাটাকাটি হয়।
তিনি আরও বলেন, এ সময় চাচার দেশীয় অস্ত্রের আঘাতে ভাতিজা ওবায়দুর গুরুতর আহত হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার পর থেকেই চাচা পলাতক রয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানান তিনি।
ওসি বলেন, আমরা অপরাধীকে ধরার চেষ্টা করছি।
আরও পড়ুন: চাঁদপুরে চাচার ঘুষিতে ভাতিজার মৃত্যুর অভিযোগ!
বান্দরবানে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু
১ বছর আগে
চাচার লাঠিপেটায় যুবকের মৃত্যু!
খুলনায় বটিয়াঘাটায় শুক্রবার চাচার লাঠিপেটায় ৩০ বছর বয়সী ভাতিজার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার রাত ১০টার দিকে হালিম ফকির গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত ভাতিজা হালিম ফকির (৩০) উপজেলার সুরখালি বাজার এলাকার আকবর ফকিরের ছেলে।
অভিযুক্ত বাবুল ফকির একই এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় আহত ইবি শিক্ষার্থীর মৃত্যু
নিহত হালিমের পরিবার জানান, শুক্রবার সন্ধ্যায় রাস্তার পাশে ভ্যান গাড়ি রাখাকে কেন্দ্র করে বাবুল ফকির তার স্ত্রী ও দুই জামাই মিলে হালিমের ওপর হামলা করেন। বাবুল ফকির লাঠি নিয়ে হালিমকে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় হালিম ফকিরকে উদ্ধার করে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন: বাবার বকেয়া টাকার জন্য ছেলেকে গাছে বেঁধে নির্যাতন
এদিকে এলাকাবাসী হামলাকারীদের আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ মামলা করতে আসেননি।
২ বছর আগে