ফরিদপুরের নগরকান্দা উপজেলায় চাচার দেশীয় অস্ত্রের আঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল পাঁচটার দিকে উপজেলার ঈশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওবায়দুর রহমান (৪৩) ঈশ্বরদী গ্রামের মৃত আলাউদ্দিন কারিকরের ছেলে। তিনি ঢাকায় একটি মেসে রান্নার কাজ করতেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধে দক্ষিণ সুনামগঞ্জে চাচা-ভাতিজার মৃত্যু
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, সুন্নতের খাতনা অনুষ্ঠানের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে উপজেলার কোদালিয়া শহিদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের মো. সিরাজুর রহমানের (চাচা) সঙ্গে ভাতিজা ওবায়দুরের কথা কাটাকাটি হয়।
তিনি আরও বলেন, এ সময় চাচার দেশীয় অস্ত্রের আঘাতে ভাতিজা ওবায়দুর গুরুতর আহত হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার পর থেকেই চাচা পলাতক রয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানান তিনি।
ওসি বলেন, আমরা অপরাধীকে ধরার চেষ্টা করছি।