শোধনাগার
ইস্টার্ন রিফাইনারিতে অগ্নিকাণ্ডে মূল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়নি: কর্মকর্তা
চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ‘ইস্টার্ন রিফাইনারি’তে শনিবার সকালে অগ্নিকাণ্ড ঘটে। তবে আগুনে মূল শোধনাগারটির কোনো ক্ষতি হয়নি।
ঢাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক কর্মকর্তা ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।
বিপিসির ওই কর্মকর্তা ইউএনবিকে বলেন, ‘প্রধান শোধনাগারটি নয়, অগ্নিকাণ্ডে ড্রেনেজ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।’
নাম না প্রকাশ করার শর্তে তিনি আরও বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়, তাই আগুন ছড়িয়ে পড়তে পারেনি।’
চট্টগ্রামের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা আবদুল হামিদ ইউএনবিকে বলেন, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি।
আরও পড়ুন: বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড: আরও ২ লাশ শনাক্ত
চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ২৪ বসতঘর পুড়ে ছাই
যশোরে অগ্নিকাণ্ডে ১১ দোকান ভস্মীভূত
২ বছর আগে
রাশিয়ার ৩টি তেল শোধনাগারের নিয়ন্ত্রণ নিল জার্মানি
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দেশটিতে থাকা রাশিয়ার মালিকানাধীন তিনটি তেল শোধনাগারের নিয়ন্ত্রণ নিয়েছে জার্মানি। শুক্রবার দেশটির কর্মকর্তারা জানিয়েছে, আগামী বছর রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আগেই এই নিয়ন্ত্রণ নেয়া হলো।
দেশটির অর্থমন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রোজনেফট ডাচল্যান্ড জিএমবিএইচ ও আরএন রিফাইনিং অ্যান্ড মার্কেটিং জিএমবিএইচ-কে জার্মানির ফেডারেল নেটওয়ার্ক এনার্জি’র প্রশাসনের অধীনে রাখা হবে।
আরও পড়ুন: তৃতীয় দেশের মাধ্যমে রাশিয়ার তেল কিনতে পারে বাংলাদেশ
ফলে এই সংস্থাটি দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলে অবস্থিত তিনটি রুশ তেল শোধনাগার যথা পিসিকে সেডেট, মিরো ও বেরিনঅয়েল- কোম্পানির শেয়ার নিয়ন্ত্রণ করবে।
মন্ত্রণালয় জানায়, রোজনেফট রাশিয়া থেকে প্রতিমাসে কয়েকশ’ মিলিয়ন ইউরো মূল্যের অপরিশোধিত তেল আমদানি করে। যার জার্মানির চাহিদার ১২ শতাংশ তেল পরিশোধনের ক্ষমতা রয়েছে।
এতে বলা হয়, এই পদক্ষেপের মাধ্যমে প্রাথমিকভাবে আগামী ছয় মাসের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত হবে।
রোজনেফট আগেই বলেছে যে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের কোনো পরিকল্পনা তাদের নেই। যদিও আগামী ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে তাদের ওপর ইউ’র দেয়া নিষেধাজ্ঞা কার্যকর হবে।
মন্ত্রণালয় আরও জানায়, পিসিকে সেডেট এর জন্য ভবিষ্যতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ঘোষণা করা হবে। যেখানে ১২ হাজার মানুষ কর্মরত এবং এটি বার্লিনসহ জার্মানির উত্তর-পূর্বাঞ্চলে পেট্রোলিয়াম সরবরাহ করে থাকে।
আরও পড়ুন: খালি হাতে ফিরিনি, তেল-গ্যাসের নিশ্চয়তা বড় অর্জন: প্রধানমন্ত্রী
জ্বালানির মূল্যবৃদ্ধি, কম দামে রাশিয়ার তেল কেনার কথা ভাবছে ইন্দোনেশিয়া
২ বছর আগে
৮ ভোজ্যতেল শোধনাগারের বিরুদ্ধে বিসিসির মামলা
ভোজ্যতেলের দাম বাড়ানোর অসৎ উদ্দেশ্যের অভিযোগে আটটি ভোজ্যতেল পরিশোধন কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি)।
বুধবার প্রতিযোগিতা কমিশন আইনের ১৫ ও ১৫ (২) ধারায় জাতীয় স্বার্থে মামলাটি দায়ের করেছে কমিশন।
আরও পড়ুন: খুলনায় সয়াবিন ও পাম তেল জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
বিসিসি সূত্র জানায়, প্রতিযোগিতা কমিশন আইনের ১৫ (২) (বি) ধারায় আটটি কোম্পানির বিরুদ্ধে উৎপাদন, সরবরাহ, বাজার, কারিগরি উন্নয়ন, বিনিয়োগ বা পরিষেবার বিধান সীমাবদ্ধ বা নিয়ন্ত্রণের অভিযোগ আনা হয়েছে।
আটটি কোম্পানি হলো: সিটি এডিবল অয়েল লিমিটেড, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বিইওএল), মেঘনা অ্যান্ড ইউনাইটেড এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড, বসুন্ধরা অয়েল রিফাইনারি মিল, শবনম ভেজিটেবল অয়েল, প্রাইম এডিবল অয়েল লিমিটেড ও গ্লোব এডিবল অয়েল লিমিটেড।
২ বছর আগে