ভোজ্যতেলের দাম বাড়ানোর অসৎ উদ্দেশ্যের অভিযোগে আটটি ভোজ্যতেল পরিশোধন কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি)।
বুধবার প্রতিযোগিতা কমিশন আইনের ১৫ ও ১৫ (২) ধারায় জাতীয় স্বার্থে মামলাটি দায়ের করেছে কমিশন।
আরও পড়ুন: খুলনায় সয়াবিন ও পাম তেল জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
বিসিসি সূত্র জানায়, প্রতিযোগিতা কমিশন আইনের ১৫ (২) (বি) ধারায় আটটি কোম্পানির বিরুদ্ধে উৎপাদন, সরবরাহ, বাজার, কারিগরি উন্নয়ন, বিনিয়োগ বা পরিষেবার বিধান সীমাবদ্ধ বা নিয়ন্ত্রণের অভিযোগ আনা হয়েছে।
আটটি কোম্পানি হলো: সিটি এডিবল অয়েল লিমিটেড, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বিইওএল), মেঘনা অ্যান্ড ইউনাইটেড এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড, বসুন্ধরা অয়েল রিফাইনারি মিল, শবনম ভেজিটেবল অয়েল, প্রাইম এডিবল অয়েল লিমিটেড ও গ্লোব এডিবল অয়েল লিমিটেড।