চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ‘ইস্টার্ন রিফাইনারি’তে শনিবার সকালে অগ্নিকাণ্ড ঘটে। তবে আগুনে মূল শোধনাগারটির কোনো ক্ষতি হয়নি।
ঢাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক কর্মকর্তা ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।
বিপিসির ওই কর্মকর্তা ইউএনবিকে বলেন, ‘প্রধান শোধনাগারটি নয়, অগ্নিকাণ্ডে ড্রেনেজ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।’
নাম না প্রকাশ করার শর্তে তিনি আরও বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়, তাই আগুন ছড়িয়ে পড়তে পারেনি।’
চট্টগ্রামের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা আবদুল হামিদ ইউএনবিকে বলেন, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি।
আরও পড়ুন: বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড: আরও ২ লাশ শনাক্ত