দাদা
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে দাদা-নাতির মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন কান্দারপাড়া গ্রামের মজিবর রহমান (৬০) ও তার নাতি আলামিন কাউসার (৪)।
আরও পড়ুন: যশোরে ট্রান্সমিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কান্দারপাড়া গ্রামের মৃত আলী আকন্দের ছেলে মজিবর রহমান (৬০) মঙ্গলবার তার বাড়ির পশ্চিম পাশে বিদ্যুৎ চালিত সেচ পাম্প চালাতে যান।
সেচ পাম্প চালিয়ে সঙ্গে থাকা রাজু মিয়ার চার বছর বয়সী শিশুপুত্র কাউছারকে বাড়ি ফেরার জন্য কাধে তুলে নেন।
হঠাৎ লিকেজ তারে স্পর্শ লেগে দাদা-নাতি উভয়েই বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে।
এ ঘটনা স্থানীয় লোকজন দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কামরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম দাদা-নাতির বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দেবাশীষ রাজবংশী বলেন, দুপুরে দু’জনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত কবীর জানান, বিদ্যুৎপৃষ্টে মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না পাওয়ায় লাশের দাফন করার অনুমতি দেয়া হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে বৈদ্যুতিক ট্রান্সর্ফমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক আহত!
ময়মনসিংহে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
১ বছর আগে
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে দাদা-নাতির মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দের ঢাকা-ঈশ্বরদী রেলপথের জামতৈল রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে দাদা-নাতির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার কাজিপুরা গ্রামের মৃত আয়নাল হকের ছেলে আব্দুল মান্নান (৭২) ও তার নাতি জুনায়েত হোসেন (৭)।
সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ মৃধা এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে দাদা আব্দুল মান্নান তার শিশু নাতিকে নিয়ে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশ এলাকা দিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পরিবারের লোকজন লাশ নিয়ে গেছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাথমিক শিক্ষক নিয়োগের দুই পরীক্ষার্থী নিহত, আহত ২
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী নিহত
২ বছর আগে
শাহরাস্তিতে নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার
চাঁদপুরের শাহরাস্তিতে নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা দুলাল হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হলে তাকে জেলে পাঠানো হয়।
গ্রেপ্তার দুলাল শাহরাস্তি পৌর এলাকার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ির মৃত আম্বর আলীর ছেলে। সে নিজ এলাকায় কনফেকশনারি ব্যবসা করেন।
আরও পড়ুন: শিশু ধর্ষণের অভিযোগে সিরাজগঞ্জে রিকশাচালক গ্রেপ্তার
মামলার বিবরণ থেকে জানা গেছে, দুলাল ভুক্তভোগীর (১১) দূর সম্পর্কীয় দাদা। ভুক্তভোগী স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। বিভিন্ন সময়ে অভিযুক্তের দোকানে চকলেট ও চিপস কিনতে গেলে তাকে নানাভাবে যৌন হয়রানি করতো। গত ১৪ মে বিকেলে ভুক্তভোগী ক্লাস শেষে দুলালের দোকানের সামনে দিয়ে বাড়ি যাওয়ার সময় সে শিশুটিকে ডেকে নিয়ে দোকানের পিছনের কক্ষে ছুরি দেখিয়ে ধর্ষণ করে। পরদিনও একই সময়ে একই ঘটনার পুনরাবৃত্তি করে। এতে ভুক্তভোগী বিচলিত হয়ে পড়লে তার মায়ের নজরে পড়ে। মা জিজ্ঞেস করলে সে মাকে সবকিছু খুলে বলে। সব শোনার পর ১৬ মে বিকেলে ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন। যার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, অভিযুক্ত দুলাল হোসেনকে গ্রেপ্তার করে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। ওদিকে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আলাপকালে এক প্রতিক্রিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ইউএনবিকে বলেন, ‘এ ঘটনাটি খুবই মর্মান্তিক। শিশুরা কোথায় নিরাপদ!’
আরও পড়ুন: লক্ষ্মীপুরে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
২ বছর আগে