জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন কান্দারপাড়া গ্রামের মজিবর রহমান (৬০) ও তার নাতি আলামিন কাউসার (৪)।
আরও পড়ুন: যশোরে ট্রান্সমিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কান্দারপাড়া গ্রামের মৃত আলী আকন্দের ছেলে মজিবর রহমান (৬০) মঙ্গলবার তার বাড়ির পশ্চিম পাশে বিদ্যুৎ চালিত সেচ পাম্প চালাতে যান।
সেচ পাম্প চালিয়ে সঙ্গে থাকা রাজু মিয়ার চার বছর বয়সী শিশুপুত্র কাউছারকে বাড়ি ফেরার জন্য কাধে তুলে নেন।
হঠাৎ লিকেজ তারে স্পর্শ লেগে দাদা-নাতি উভয়েই বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে।
এ ঘটনা স্থানীয় লোকজন দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কামরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম দাদা-নাতির বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দেবাশীষ রাজবংশী বলেন, দুপুরে দু’জনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত কবীর জানান, বিদ্যুৎপৃষ্টে মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না পাওয়ায় লাশের দাফন করার অনুমতি দেয়া হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে বৈদ্যুতিক ট্রান্সর্ফমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক আহত!