লুটেরা
দেশ এখন মাফিয়া-লুটেরাদের কবলে: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, বাংলাদেশ এখন পুরোপুরি মাফিয়া ও লুণ্ঠনকারীদের কবলে।
তিনি বলেন, ‘বাংলাদেশ এখন সম্পূর্ণভাবে অপরাধী, লুণ্ঠনকারী ও মাফিয়াদের নিয়ন্ত্রণে। একদিকে তারা (সরকার) মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নিচ্ছে, অন্যদিকে অর্থনীতিকে ধ্বংস করছে।’
বৃহস্পতিবার (৩০ মে) শহীদ জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই নেতা আরও বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে সম্পদ নষ্ট করে বাংলাদেশকে করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা।
ফখরুল বলেন, তাদের দল ও অন্যান্য বিরোধী দল বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রেখেছে। ‘ইনশাল্লাহ এই সংগ্রামে আমরা বিজয়ী হব।’
এর আগে মির্জা ফখরুল বিএনপির নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
আরও পড়ুন: জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
পরে নেতাকর্মীরা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।
তিনি বলেন, বাংলাদেশে যখন গণতন্ত্র সম্পূর্ণরূপে নির্বাসিত, তখন তারা তাদের দলের প্রতিষ্ঠাতা ও মহান নেতা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন।
বিএনপির এই নেতা আরও বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ নানা কৌশল অবলম্বন করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং একদলীয় শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য ভিন্ন কায়দায় ক্ষমতা দখল করেছে।
ফখরুল বলেন, ‘তাই তার (জিয়া) শাহাদাতবার্ষিকীতে আমরা শপথ নিয়েছি যে, দেশের অধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য এখন যে আন্দোলন চলছে তা আমরা তরুণ, বৃদ্ধ ও নারীদের সঙ্গে নিয়ে আরও বেগবান করব। এই আন্দোলনের মাধ্যমে এই ভয়ংকর দানবীয় সরকারকে পরাজিত করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব।’
১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করা জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে নিহত হন।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা, সেমিনার, আলোকচিত্র প্রদর্শনী, কালো ব্যাজ ধারণ, সংবাদপত্রের ক্রোড়পত্র প্রকাশ, দুস্থদের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এ উপলক্ষে সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কার্যালয়সহ দলের কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
আরও পড়ুন: আজিজ-বেনজীরের অপকর্মের দায় সরকারকে নিতে হবে: ফখরুল
৬ মাস আগে
সরকার জনগণের কাছে সিন্ডিকেট ও লুটেরা হিসেবে পরিচিত: রিজভী
আওয়ামী লীগ সরকার জনগণের কাছে সিন্ডিকেট ও লুটেরা হিসেবে পরিচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে না পেরে আওয়ামী লীগ মুসলমানদের ইফতারের আয়োজনে উপর হামলা চালিয়েছে।
রিজভী বলেন, মুসলমানদের ধর্মীয় বিশ্বাস ও তাদের সংস্কৃতিকে দুর্বল করে এবং আলেম-ওলামাদের (ইসলামি পণ্ডিত) সম্প্রদায়কে দমন করে আওয়ামী লীগ ক্ষমতায় আসে।
তিনি দাবি করেন, তারা তাদের প্রভুকে খুশি করার জন্য এটি করে।
আরও পড়ুন: বিডিআর বিদ্রোহের পেছনে ছিল আ. লীগ সরকার: রিজভী
শুক্রবার (১৫ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, ইফতার ছাড়া সব ধরনের অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে, যেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও হাছান মাহমুদ উপস্থিত ছিলেন। কিন্তু ইফতার আয়োজকরা আওয়ামী লীগের হামলার শিকার হয়েছেন। এটা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ।
মুসলমানরা যখন কোনো অনুষ্ঠান উদযাপন করতে চায়, তখন কাদের ও তার দলের নেতারা কেন লজ্জিত হন বলে প্রশ্ন তোলেন বিএনপি নেতা।
কখনো আওয়ামী লীগ তাদের স্বার্থে ইসলামকে ব্যবহার করে, আবার কখনো ছুঁড়ে ফেলে দেয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণ তাদের সংস্কৃতি ও মূল্যবোধ হারাতে যাচ্ছে, কারণ তারা ইতোমধ্যেই তাদের ভোটাধিকার হারিয়েছে।
তিনি বলেন, ‘ডামি আওয়ামী লীগ সরকার গরিব মানুষের কণ্ঠস্বরকে ন্যূনতম পাত্তা দেয় না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের রমজানে ক্ষুধার্ত মানুষের ‘এসওএস বার্তা’ শুনতে পাচ্ছেন না বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের পথ বেছে নিয়েছে। তাদের একজন সাবেক মন্ত্রীর লন্ডনে ২০০ মিলিয়ন পাউন্ডের ৩৫০ টিরও বেশি সম্পদ রয়েছে। এছাড়া তারা দুবাই, কুয়ালালামপুর, ইউরোপ, অস্ট্রেলিয়া ও আমেরিকায় অর্থ পাচার করেছে।
রিজভী আরও বলেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচনের পর আওয়ামী লীগের একমাত্র এজেন্ডা হচ্ছে বিএনপিকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করা।
তিনি বলেন, পরিকল্পনার অংশ হিসেবে তারা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছেন না, পাশাপাশি তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার করছে।
কয়েকটি গণমাধ্যম হিতাহিত জ্ঞান হারিয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সুষ্ঠু তদন্ত ও ফ্যাক্ট চেক ছাড়া শুধু শেখ হাসিনাকে খুশি করার জন্য তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাকে অভ্যাসে পরিণত করেছে।
রিজভী বলেন, একটি গোয়েন্দা সংস্থার ব্যবস্থাপত্র মেনে গতকাল বৃহস্পতিবার একটি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলে জনগণ এখন বিশ্বাস করে।
প্রতিষ্ঠান হিসেবে পত্রিকাটি নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: বিরোধী দলকে ঘায়েল করতে সিএসএ-কে অস্ত্র বানিয়েছে আ. লীগ: রিজভী
বিদ্যুৎ খাত গভীর সংকটে: রিজভী
৯ মাস আগে
আ’লীগের লুটেরাদের কারসাজিতে চালের দাম বাড়ছে: বিএনপি
ক্ষমতাসীন দলের ‘লুটেরাদের কারসাজির’ কারণে ফের চালের দাম বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘চালের দাম আবার বাড়তে শুরু করেছে। বোরো ধানের ভরা মৌসুমে চালের দাম কমে আসার কথা। কিন্তু আবারও দাম বাড়ছে। তারা কারসাজি করছে।’
বুধবার এক সেমিনারে ফখরুল বলেন, আওয়ামী চোর-লুটেরাদের ষড়যন্ত্রে দাম বাড়ছে। তাদের লক্ষ্য সাধারণ মানুষের পকেট কেটে টাকা নিয়ে যাওয়া।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের কৃষি বিপ্লব: শহীদ রাষ্ট্রপতি জিয়ার নীতি ও কর্মসূচি’ শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।
সেমিনারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি কৃষির উন্নয়নে জিয়ার গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
দেশের ইতিহাস থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার জন্য ক্ষমতাসীন দলের নেতারা প্রায়ই জিয়াউর রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করে বলে ক্ষোভ প্রকাশ করেন ফখরুল।
তিনি বলেন, ‘তথ্যমন্ত্রী গতকাল (মঙ্গলবার) বলেছেন, জিয়া একজন বিশ্বাসঘাতক ও খুনি। আমি জানি না তিনি (মন্ত্রী) সেই সময়ে জন্মেছিলেন কি না।’
বিএনপি নেতা আরও বলেন, তথ্যমন্ত্রীর মন্তব্যে তার সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। আমরা কখনই তাদের নেতাদের অবমূল্যায়ন করি না। জিয়াউর রহমান ও খালেদা জিয়া আমাদের এই সংস্কৃতি শিখিয়েছেন।
তিনি অভিযোগ করেন বলেন, ক্ষমতাসীন দলের নেতারা সব সময় বিএনপি ও জাতীয় নেতাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। ওবায়দুল কাদের (আ.লীগ সাধারণ সম্পাদক) গতকাল (মঙ্গলবার) যেভাবে হুমকি দিয়েছেন, এটা রাজনীতির ভাষা নয় এবং এটা গণতন্ত্রের ভাষা নয়।
দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সারাদেশের কৃষকদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে কৃষকদল নেতাদের প্রতি আহ্বান জানান ফখরুল।
পড়ুন: জনকল্যাণকর রাজনীতির পথে ফিরে আসুন: বিএনপিকে কাদের
গণসংহতি আন্দোলনের সঙ্গে বিএনপির সংলাপ
২ বছর আগে