বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘ভারত লুটেরা ও দেশদ্রোহীদের আশ্রয় দিয়েছে।’
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ভারতে আশ্রয়কারীরা এদেশে বহু হত্যাকাণ্ড ও লুটপাট করেছিলেন। বিচারের জন্য এদেশের জনগণ তাদের ফেরত চায়।’
মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান মুফাচ্ছির হিসাবে বক্তব্য দেন মাওলানা ক্বারী আল আমিন।
আরও পড়ুন: বিএনপির সঙ্গে দুরুত্ব নয়, সুসম্পর্ক রয়েছে জামায়াতের: ডা. তাহের
বিশেষ মুফাচ্ছির হিসাবে বক্তব্য দেন ড. মাওলানা সাদিকুর রহমান আজহারী ও মাওলানা মুফতি লোকমান হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার জামায়াতের নেতাকর্মীরা।