ভারতের ক্ষমতাসীন বিজেপির দুই নেতার নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জুমার নামাজের পর ঢাকায় বায়তুল মোকাররম মসজিদ থেকে কয়েক হাজার মুসল্লি রাস্তায় নেমে আসে এবং বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে কাকরাইলের নাইটিংগেল পর্যন্ত মিছিল করে।
এর মধ্যে একটি সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সমাবেশ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে আগামী ১৬ জুন ঢাকাস্থ ভারতীয় দূতাবাস ঘেরাও ও স্মারকলিপি পেশ করার কর্মসূচি ঘোষণা করেছেন নেতারা।
কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পীর চরমোনাই।
তিনি এ ঘটনায় বর্তমান সংসদের অধিবেশনে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ এবং ভারতীয় হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানানোর দাবি জানান।
ফয়জুল করীম বলেন, নয়াদিল্লি যদি বিজেপির অপরাধীদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হয় তবে তাদের দল ১৬ জুন বারিধারায় ভারতীয় হাইকমিশন অভিমুখে একটি গণমিছিল করবে।
পড়ুন: মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য: ভারতে মুসলমানদের ব্যাপক বিক্ষোভ