সিদ্ধিরগঞ্জ
সিদ্ধিরগঞ্জে আরাকান আর্মির পাঁচ সদস্যসহ গ্রেপ্তার ৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিকসহ মিয়ানমারের রোহিঙ্গা বিদ্রোহীদের সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব–১১।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে সিদ্ধিরগঞ্জে ভূমি পল্লী আবাসন এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন— ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আতিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান। আরসার পাঁচ সদস্য হলেন— মিয়ানমারের আরাকান রাজ্যের আতাউল্লা আবু আম্মার ওরফে জুনুনী, মোশতাক আহমেদ, সলিমুল্লাহ, সলিমুল্লাহর স্ত্রী আসমাউল হোসনা ও হাসান।
মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঈনুদ্দিন কাদির আসামিদের ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরির্দশক কাউয়ুম খান।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মঙ্গলবার এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।
ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে দুটি মামলা করেছে।’
তিনি আরও বলেন, ‘মামলার অধিকতর তদন্তের স্বার্থে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য দুটি মামলায় ২০ দিনের রিমান্ডের চেয়ে তাদের আদালতে পাঠায় পুলিশ। পরে বিচারক ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
৪৬ দিন আগে
বাস ডিপোর দখল নিয়ে সিদ্ধিরগঞ্জ বিএনপি-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবাসিক এলাকার নীলাচল বাস ডিপোর দখল নেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষের অন্তত সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১৫ মার্চ) রাতে মৌচাক মুক্তাঝিল আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমানের অনুসারীরা এ সময়ে মুখোমুখি অবস্থান নেয়।
স্থানীয়রা জানান, নীলাচল পরিবহনের বাসের ধাক্কায় মুক্তাঝিল এলাকার একটি মসজিদের দেওয়াল ক্ষতিগ্রস্ত হলে লোকজন নিয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুর রহমান নীলাচল বাস কর্তৃপক্ষকে বাস ডিপো সরিয়ে নিতে বলেন।
এ সময় তাদের মধ্যে এই মর্মে সমঝোতা হয় যে, দুই মাসের মধ্যে ডিপোটি সরিয়ে নেওয়া হবে। এরপর রাতেই বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব পাপ্পু বলেন, ‘মসজিদের কার্নিশ বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে আমরা ডিপো সরিয়ে নেওয়ার দাবি জানালে বিএনপির বহিষ্কৃত নেতা ইকবাল বাহিনীর ক্যাডারদের হামলার শিকার হয়েছি।’
অভিযোগ করে তিনি বলেন, ‘নাসিক ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক পলাশের নেতৃত্বে ৫০-৬০ জন সন্ত্রাসী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ফিরোজ নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে জখম করা হয় এবং ইসমাইল নামের একজনকে তুলে নিয়ে মারধর করা হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।’
আরও পড়ুন: মসজিদের চাঁদা তোলা নিয়ে সংঘর্ষ, সিরাজগঞ্জে নিহত ১
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন বলেন, ‘আমি অসুস্থ থাকার কারণে এ ঘটনার কিছুই জানি না। তবে শুনেছি, স্বেচ্ছাসেবক দলের নেতারা নীলাচল বাস কর্তৃপক্ষের কাছে মসজিদের ক্ষতিপূরণের জন্য টাকা চেয়েছে।’
নীলাচল পরিবহনের কর্মকর্তা আবুল হাশেম বলেন, ‘নীলাচল পরিবহনের গাড়ি চলাচলের সময় মসজিদের লাইট ও কার্নিশ ভেঙে যায়। এরপর মিস্ত্রি এনে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে গেলে মসজিদ কমিটির সভাপতি মাহমুদ হাসান পাটোয়ারীর সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুর রহমান বাবুর লোকজন হামলা চালায়। এতে আবুল হাশেম, হাসান মাহমুদ, আবু সিদ্দিক ও বিল্লাল হোসেন আহত হন।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘সংঘর্ষের ঘটনায় এক পক্ষ থানায় অভিযোগ দিয়েছে।’
৪৮ দিন আগে
সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে হত্যা মামলায় স্বামী নুরুল আমিন সবুজকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।
সবুজ সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার মৃত রুস্তম আলী ছেলে। নিহত বিবি ফাতেমা নোয়াখালী সদর উপজেলার শ্রীপুরের সফি উল্লার মেয়ে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে জোড়া খুন: ৪ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২১ সালের ১৪ মে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় পারিবারিক কলহের জের ধরে নুরুল আমিন সবুজ তার স্ত্রী ফাতেমাকে গলা কেটে হত্যা করে। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়। হত্যার ঘটনা স্বীকার করে আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেই সঙ্গে ১৪ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।
৯৬ দিন আগে
সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাই শ্বশুরের মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের তিনতলায় মালামাল উঠাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাই ও শ্বশুরের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে কদমতলী বড় পুকুরপাড় এলাকায় ফয়সাল আহমেদের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারীর ডিমলা থানার দক্ষিণ তিতপাড়া গ্রামের বাসিন্দা ছায়াপদ এবং একই থানার পাথরখুড়া গ্রামের বাসিন্দা নীলদাস। তারা দুজনই কদমতলী এলাকার মনিরের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
আরও পড়ুন: শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
বাড়ির মালিক ফয়সাল আহমেদ বলেন, নির্মাণাধীন ভবনের কাজের জন্য দুটি ভ্যানগাড়ি দিয়ে লোহার অ্যাঙ্গেল আনা হয়। ছায়াপদ ও নীলদাস সেগুলো ভবনের তিনতলার ছাদে উঠাচ্ছিলেন। এ সময় অসাবধানবশত লোহার অ্যাঙ্গেলগুলো বিদ্যুতের তারে লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাই ও শ্বশুর ছিটকে নিচে পড়ে যান। পরে তাদের দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, নিহতের স্বজনদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১২৯ দিন আগে
সিদ্ধিরগঞ্জে জিএম কাদের ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, জাপার চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুসহ আওয়ামী লীগের ১৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।
এছাড়া মামলায় ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
ভুক্তভোগী আরিফ মিয়া গত শুক্রবার (১৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
অন্য আসামিরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি আসিব হাসান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯ জুলাই সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে ছাত্র-জনতা একত্রিত হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন।
আরও পড়ুন: দুই দিনের অভিযানে ১৭৯৯ মামলা দিল ডিএমপির ট্রাফিক বিভাগ
এ সময় আসামিরা আন্দোলনকারীদের গুলিবর্ষণ শুরু করেন। তখন আরিফ গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে ইসলামিয়া হাসপাতালে নিয়ে যান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আদালতের নির্দেশ মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
১৪০ দিন আগে
নারায়ণগঞ্জে আইভীসহ ৪৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মিনারুল ইসলাম নিহতের ঘটনায় সাবেক সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ ৪৩০ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলায় আইভী ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগ নেতা শামীম ওসমানসহ ১৩০ জনকে এবং অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়।
আরও পড়ুন: সাবেক স্থানীয় সরকার মন্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
মামলার অন্য আসামিরা হলেন- নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসানাত, আজমেরী ওসমান, অয়ন ওসমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, কাউন্সিলর মতি, নূর উদ্দিন মিয়া, শাহজালাল বাদল, শাহ নিজাম, আইভীর ভাই শহর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জল, সাংবাদিক রাজু আহাম্মদ, আইনজীবী সুইটি ইয়াসমিন, কাউন্সিলর এনায়েত হোসেন, আতাউর রহমান মুকুল।
আরও পড়ুন: পৃথক হত্যা মামলায় আবদুল্লাহ আল–মামুন ও শহীদুল হক রিমান্ডে
মামলার বাদী এজাহারে উল্লেখ করেছেন, ওবায়দুল কাদেরের নির্দেশে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মী ও সন্ত্রাসীরা ছাত্র-আন্দোলনকে প্রতিহত করতে আদমজী রোডে আল আমিন নগর পাওয়ার হাউজের সামনে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এসময় শটগান, পিস্তল, তলোয়ার, রামদা, চাপাতিসহ দেশি ও বিদেশি অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে চারিদিকে গুলি ছুড়তে থাকে। তখন তার ভাই মিনারুল মুজিব ফ্যাশনের সামনে এলে শামীম ওসমান তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে তার ভাইকে লক্ষ্য করে গুলি ছোড়েন। সঙ্গে সঙ্গে তার ভাই মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে সাইদুল, কাওসার ও ডালিম অটোতে করে খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিনারুলকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সিলেটে শেখ হাসিনাসহ ৯১ জনের নামে হত্যা মামলা
২৪১ দিন আগে
সিদ্ধিরগঞ্জ থানার লুট হওয়া মালামাল-অস্ত্র উদ্ধার করেছে শিক্ষার্থীরা
আওয়ামী লীগ সরকারের পতনের পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া মালামাল ও অস্ত্র উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের ৬ ও ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। এসময় দুটি অস্ত্র ও একটি হ্যান্ডকাপসহ প্রায় চার পিকআপ মালামাল উদ্ধার হয়।
আরও পড়ুন: শেরপুর শহর পরিষ্কার করতে রাস্তায় শিক্ষার্থীরা
সরেজমিনে থানা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা উদ্ধার হওয়া বিভিন্ন মালামাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বুঝিয়ে দিচ্ছেন।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এখন পর্যন্ত চার পিকআপ মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন তারা। বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে তারা থানা পরিষ্কারের কার্যক্রম পরিচালনার পাশাপাশি লুট মালামাল উদ্ধারেও কাজ করছেন।
মেহরাব হোসেন প্রভাত নামের এক সমন্বয়ক বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সবসময় আছি। লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য আমরা মসজিদ থেকে মাইকিং করেছি। মানুষ তাদের ভুল বুঝতে পেরে স্বেচ্ছায় মালামালগুলো দিয়ে যাচ্ছে।’
নাহিদ নামের আরেক সমন্বয়ক বলেন, ‘সিদ্ধিরগঞ্জ থানা পরিষ্কারের কার্যক্রম প্রায় শেষের পথে। শনিবার (১০ আগস্ট) সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর মালামাল উদ্ধারে আমরা এখনও কাজ করে যাচ্ছি।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, ‘শিক্ষার্থীরা এখন পর্যন্ত দুটি অস্ত্রসহ কয়েক গাড়ি মালামাল উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে।’
অতি শিগগিরই থানা পুলিশের কার্যক্রম চালু হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ঝিনাইদহে হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা
২৬৭ দিন আগে
সিদ্ধিরগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজের চার দিন পর মো. মহসিন (৩৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছেন পুলিশ।
শনিবার (১ জুন) ভোরে সিআই খোলা মোড় এলাকায় ডিএনডি লেক থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি তিন দিন ধরে লেকে পড়েছিল বলে পুলিশ ধারণা।
নিহত যুবক সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকার ৫ নম্বর রোডের ভাঙারি ব্যবসায়ী মুজিবুরের ছেলে।
তার বড় ভাইয়ের স্ত্রী বলেন, মহসিনের সঙ্গে চার দিন আগে তার শেষবারের মতো কথা হয়েছিল। এরপর থেকে মহসিন নিখোঁজ ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, শনিবার ভোরে ডিএনডি লেকের পাড় থেকে পচা দুর্গন্ধ ছড়ালে আশপাশের লোকজন থানা পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ গিয়ে তল্লাশি করে এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
তিনি জানান, মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, লাশের সুরতহাল করে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তার পরনের প্যান্টের পকেট থেকে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। সেই লাইসেন্স দেখে পরিচয় জানা গেছে। লাশ উদ্ধারের পর তার বড় ভাইয়ের স্ত্রী এসে শনাক্ত করলে লাশটি ময়নাতদন্তের জন্য সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
৩৩৬ দিন আগে
সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় অনি রানী (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গাড়ির চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
রবিবার সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ-আদমজী-চিটাগং রোড সড়কের পাঠানটুলী জামে মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অনি রানী রংপুরের কাউনিয়ার ব্রাহ্মণপাড়া এলাকার ববেন চন্দ্রের মেয়ে। তিনি বর্তমানে ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকার প্রদীপবাবুর বাড়িতে ভাড়া থাকতেন। সিদ্ধিরগঞ্জে নিট কনসার্ন গার্মেন্টে চাকরি করতেন।
আরও পড়ুন: ভূমিধসে পাপুয়া নিউগিনিতে মৃত্যুর সংখ্যা ৬৭০ জন ছাড়িয়েছে
আটক গাড়িচালক ইকবাল (৩৫) নারায়ণগঞ্জের খানপুর এলাকার খোকনের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, সকালে কর্মস্থলে যাওয়ার পথে ওই নারীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি ময়লার পিকআপ পেছন থেকে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় গাড়িটি জব্দের পাশাপাশি একজনকে আটক করা হয়েছে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নিয়ে আসে।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
আরও পড়ুন: ভূমিধসে পাপুয়া নিউগিনিতে মৃত্যুর সংখ্যা ৬৭০ জন ছাড়িয়েছে
৩৪২ দিন আগে
সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর লাশ উদ্ধার
নিখোঁজের ৩ দিন পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বপ্না আক্তার নামের এক স্কুলছাত্রীর অর্ধগলিত বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের কদমতলী পশ্চিম পাড়া এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেনের বাড়ির পিছনে খালি মাঠের ময়লার স্তুপের ভেতর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
নিহত স্বপ্না কদমতলী পশ্চিমপাড়া এলাকার মো. দেলোয়ার হোসেনের মেয়ে এবং এমডব্লিউ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।
নিহতের পিতা দেলোয়ার বলেন, গত ৩০ এপ্রিল সকালে স্কুল ড্রেস পড়ে আমার মেয়ে বাসা থেকে বের হয়। এরপর থেকে আর বাসায় ফিরেনি। অনেক জায়গা খোঁজ করেও তার কোন সন্ধান পাইনি। লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় গিয়ে স্কুল ড্রেস দেখে লাশ সনাক্ত করি। চেহারা বিকৃত হয়ে গেছে। তবে এটা আমারই মেয়ে।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শওকত জামিল বলৈন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তা বন্দি লাশটি উদ্ধার করি। লাশটি কাঁথা দিয়ে মোড়ানো। গলার তিন জায়গায় কাটা রয়েছে এবং লাশে পঁচন ধরে গেছে। চেহারা দেখে চিনার উপায় নেই।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে তিনদিন আগে হত্যা করে লাশ বস্তায় ভরে ওই ময়লার স্তুপের ভেতর রেখে দেওয়া হয়েছে। তাকে কারা কেন হত্যা করেছে তার রহস্য উদঘাটন ও খুনিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: হবিগঞ্জে খোয়াই নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
গাজীপুরে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
৩৬৫ দিন আগে