সিদ্ধিরগঞ্জ
নারায়ণগঞ্জে আইভীসহ ৪৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মিনারুল ইসলাম নিহতের ঘটনায় সাবেক সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ ৪৩০ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলায় আইভী ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগ নেতা শামীম ওসমানসহ ১৩০ জনকে এবং অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়।
আরও পড়ুন: সাবেক স্থানীয় সরকার মন্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
মামলার অন্য আসামিরা হলেন- নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসানাত, আজমেরী ওসমান, অয়ন ওসমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, কাউন্সিলর মতি, নূর উদ্দিন মিয়া, শাহজালাল বাদল, শাহ নিজাম, আইভীর ভাই শহর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জল, সাংবাদিক রাজু আহাম্মদ, আইনজীবী সুইটি ইয়াসমিন, কাউন্সিলর এনায়েত হোসেন, আতাউর রহমান মুকুল।
আরও পড়ুন: পৃথক হত্যা মামলায় আবদুল্লাহ আল–মামুন ও শহীদুল হক রিমান্ডে
মামলার বাদী এজাহারে উল্লেখ করেছেন, ওবায়দুল কাদেরের নির্দেশে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মী ও সন্ত্রাসীরা ছাত্র-আন্দোলনকে প্রতিহত করতে আদমজী রোডে আল আমিন নগর পাওয়ার হাউজের সামনে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এসময় শটগান, পিস্তল, তলোয়ার, রামদা, চাপাতিসহ দেশি ও বিদেশি অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে চারিদিকে গুলি ছুড়তে থাকে। তখন তার ভাই মিনারুল মুজিব ফ্যাশনের সামনে এলে শামীম ওসমান তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে তার ভাইকে লক্ষ্য করে গুলি ছোড়েন। সঙ্গে সঙ্গে তার ভাই মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে সাইদুল, কাওসার ও ডালিম অটোতে করে খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিনারুলকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সিলেটে শেখ হাসিনাসহ ৯১ জনের নামে হত্যা মামলা
১ মাস আগে
সিদ্ধিরগঞ্জ থানার লুট হওয়া মালামাল-অস্ত্র উদ্ধার করেছে শিক্ষার্থীরা
আওয়ামী লীগ সরকারের পতনের পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া মালামাল ও অস্ত্র উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের ৬ ও ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। এসময় দুটি অস্ত্র ও একটি হ্যান্ডকাপসহ প্রায় চার পিকআপ মালামাল উদ্ধার হয়।
আরও পড়ুন: শেরপুর শহর পরিষ্কার করতে রাস্তায় শিক্ষার্থীরা
সরেজমিনে থানা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা উদ্ধার হওয়া বিভিন্ন মালামাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বুঝিয়ে দিচ্ছেন।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এখন পর্যন্ত চার পিকআপ মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন তারা। বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে তারা থানা পরিষ্কারের কার্যক্রম পরিচালনার পাশাপাশি লুট মালামাল উদ্ধারেও কাজ করছেন।
মেহরাব হোসেন প্রভাত নামের এক সমন্বয়ক বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সবসময় আছি। লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য আমরা মসজিদ থেকে মাইকিং করেছি। মানুষ তাদের ভুল বুঝতে পেরে স্বেচ্ছায় মালামালগুলো দিয়ে যাচ্ছে।’
নাহিদ নামের আরেক সমন্বয়ক বলেন, ‘সিদ্ধিরগঞ্জ থানা পরিষ্কারের কার্যক্রম প্রায় শেষের পথে। শনিবার (১০ আগস্ট) সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর মালামাল উদ্ধারে আমরা এখনও কাজ করে যাচ্ছি।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, ‘শিক্ষার্থীরা এখন পর্যন্ত দুটি অস্ত্রসহ কয়েক গাড়ি মালামাল উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে।’
অতি শিগগিরই থানা পুলিশের কার্যক্রম চালু হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ঝিনাইদহে হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা
২ মাস আগে
সিদ্ধিরগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজের চার দিন পর মো. মহসিন (৩৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছেন পুলিশ।
শনিবার (১ জুন) ভোরে সিআই খোলা মোড় এলাকায় ডিএনডি লেক থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি তিন দিন ধরে লেকে পড়েছিল বলে পুলিশ ধারণা।
নিহত যুবক সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকার ৫ নম্বর রোডের ভাঙারি ব্যবসায়ী মুজিবুরের ছেলে।
তার বড় ভাইয়ের স্ত্রী বলেন, মহসিনের সঙ্গে চার দিন আগে তার শেষবারের মতো কথা হয়েছিল। এরপর থেকে মহসিন নিখোঁজ ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, শনিবার ভোরে ডিএনডি লেকের পাড় থেকে পচা দুর্গন্ধ ছড়ালে আশপাশের লোকজন থানা পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ গিয়ে তল্লাশি করে এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
তিনি জানান, মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, লাশের সুরতহাল করে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তার পরনের প্যান্টের পকেট থেকে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। সেই লাইসেন্স দেখে পরিচয় জানা গেছে। লাশ উদ্ধারের পর তার বড় ভাইয়ের স্ত্রী এসে শনাক্ত করলে লাশটি ময়নাতদন্তের জন্য সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
৫ মাস আগে
সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় অনি রানী (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গাড়ির চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
রবিবার সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ-আদমজী-চিটাগং রোড সড়কের পাঠানটুলী জামে মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অনি রানী রংপুরের কাউনিয়ার ব্রাহ্মণপাড়া এলাকার ববেন চন্দ্রের মেয়ে। তিনি বর্তমানে ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকার প্রদীপবাবুর বাড়িতে ভাড়া থাকতেন। সিদ্ধিরগঞ্জে নিট কনসার্ন গার্মেন্টে চাকরি করতেন।
আরও পড়ুন: ভূমিধসে পাপুয়া নিউগিনিতে মৃত্যুর সংখ্যা ৬৭০ জন ছাড়িয়েছে
আটক গাড়িচালক ইকবাল (৩৫) নারায়ণগঞ্জের খানপুর এলাকার খোকনের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, সকালে কর্মস্থলে যাওয়ার পথে ওই নারীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি ময়লার পিকআপ পেছন থেকে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় গাড়িটি জব্দের পাশাপাশি একজনকে আটক করা হয়েছে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নিয়ে আসে।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
আরও পড়ুন: ভূমিধসে পাপুয়া নিউগিনিতে মৃত্যুর সংখ্যা ৬৭০ জন ছাড়িয়েছে
৫ মাস আগে
সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর লাশ উদ্ধার
নিখোঁজের ৩ দিন পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বপ্না আক্তার নামের এক স্কুলছাত্রীর অর্ধগলিত বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের কদমতলী পশ্চিম পাড়া এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেনের বাড়ির পিছনে খালি মাঠের ময়লার স্তুপের ভেতর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
নিহত স্বপ্না কদমতলী পশ্চিমপাড়া এলাকার মো. দেলোয়ার হোসেনের মেয়ে এবং এমডব্লিউ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।
নিহতের পিতা দেলোয়ার বলেন, গত ৩০ এপ্রিল সকালে স্কুল ড্রেস পড়ে আমার মেয়ে বাসা থেকে বের হয়। এরপর থেকে আর বাসায় ফিরেনি। অনেক জায়গা খোঁজ করেও তার কোন সন্ধান পাইনি। লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় গিয়ে স্কুল ড্রেস দেখে লাশ সনাক্ত করি। চেহারা বিকৃত হয়ে গেছে। তবে এটা আমারই মেয়ে।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শওকত জামিল বলৈন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তা বন্দি লাশটি উদ্ধার করি। লাশটি কাঁথা দিয়ে মোড়ানো। গলার তিন জায়গায় কাটা রয়েছে এবং লাশে পঁচন ধরে গেছে। চেহারা দেখে চিনার উপায় নেই।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে তিনদিন আগে হত্যা করে লাশ বস্তায় ভরে ওই ময়লার স্তুপের ভেতর রেখে দেওয়া হয়েছে। তাকে কারা কেন হত্যা করেছে তার রহস্য উদঘাটন ও খুনিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: হবিগঞ্জে খোয়াই নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
গাজীপুরে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
৫ মাস আগে
সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ২
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে সানারপাড় এলাকার নুরুল ইসলামের বাড়ির রান্নাঘরে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ১১
শুক্রবার বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম
দগ্ধরা হলেন, মোছা. আইরিন (৩২) ও মোছা. জান্নাত (২৪)।
ডা. তরিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে সানারপাড় এলাকার নুরুল ইসলামের বাড়ির রান্নাঘরে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ ওই দুই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আইরিনের স্বামী রুবেল বলেন, রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার স্ত্রীসহ জান্নাত নামে এক প্রতিবেশীর স্ত্রীও দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানে তাদের ভর্তি করানো হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন ভুঁইয়া বলেন, খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। এতে দুইজন দগ্ধ হয়েছেন। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন: খুলনায় ৬০০ টাকায় গরুর মাংস বিক্রি
মালিবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩
৭ মাস আগে
সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় নারী নিহত, আহত ৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময়ে (ঢাকা মেট্টো-ট ১৬-৩৩৫৬) একটি ট্রাকের ধাক্কায় হনুফা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।
এ সময় ঘাতক ট্রাকটি সড়কের পাশে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাচালক হেলালসহ দুই নারী যাত্রী ও শিশু আহত হন।
আরও পড়ুন: সিলেটে ট্রাকের ধাক্কায় যুবক নিহত, পুলিশ সদস্য আহত
শুক্রবার (১ মার্চ) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডেমরামুখী শিমরাইল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের চালক মোজাম্মেলকে আটক করেছে পুলিশ।
হনুফা বেগমের বাড়ি মুন্সীগঞ্জে। তবে আহত দুই নারী ও শিশুর নাম পরিচয় জানা যায়নি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ (টিআই) একেএম শরিফুউদ্দিন জানান, ধারণা করা হচ্ছে দ্রুতগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটায়। ট্রাকটি ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলাসহ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: ফতুল্লায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত
গাজীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
৮ মাস আগে
সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় সবজি বিক্রেতার মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে আদমজী-নারায়ণগঞ্জ নাগিনা জোহা মহাসড়কের শিমুলপাড়া পূর্ব মুনলাইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মজনু মিয়া (৪৮) পূর্ব শিমুলপাড়া আইলপাড়া এলাকার আরশাদ আলীর ছেলে।
স্থানীয়রা অটোচালক শাওনকে (১৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে। তিনি একই এলাকার মোশারফ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সিদ্ধিরগঞ্জ থানা তাঁতি লীগের আহ্বায়ক লিটন আহমেদ জানান, নাগিনা জোহা সড়ক পার হওয়ার সময় দ্রতগামী একটি ইজিবাইক ধাক্কা দিলে মজনু ছিটকে গিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: যশোরে মোটরসাইকেলে বাসের ধাক্কা, সাবেক সেনা সদস্য নিহত
শেরপুরে ট্রাক উল্টে সিএনজিকে চাপা দেওয়ায় নিহত ১, আহত ২
৮ মাস আগে
সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ে ৮টি ছাগলের মৃত্যু
নারায়ণগঞ্জে আগুনে একটি ছাগলের খামারে আগুন লেগে আটটি ছাগল পুড়ে মারা যায়।
শনিবার দিবাগত রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জে গ্যাসলাইন এলাকার রুপালী বেগমের ছাগলের খামারে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: পিরোজপুরে ৩টি বসতঘর আগুনে পুড়ে ছাই
রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে আদমজী ফায়ার স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই এই ঘটনা নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রুপালীর খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে খামারে। খবর পেয়ে রাত সোয়া ১টার দিকে আদমজী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় খামারের আটটিটি ছাগল পুড়ে ছাই হয়ে যায়।
মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীর জুরাইনে গ্যাসের চুলার আগুনে নারীসহ ৩ জন দগ্ধ
মণিরামপুরে চায়ের দোকানে আগুনে নিহত ১
৮ মাস আগে
সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ: ২ বোনের মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাসায় লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ জান্নাতি আক্তার নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল দুইজনে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ভোটকেন্দ্রে ককটেলের বিস্ফোরণ, যুবক আটক
এর আগে একই ঘটনায় সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার বড় বোন রহিমা বেগম।
জান্নাতি আক্তার পটুয়াখালীর গলাচিপা উপজেলার দক্ষিণ চরখালি গ্রামের মো. মোতালেব মিয়ার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।
ডা. তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জান্নাতি আক্তার ১৫ শতাংশ দগ্ধ শরীর নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই ঘটনায় সোমবার তার বড় বোন রহিমা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আরও পড়ুন: সিলেটে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ, আগুন
গত ২৪ জানুয়ারি দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বাগপাড়া এলাকায় একটি টিনশেডের বাড়িতে মশার কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে।
এতে পুরো বাড়িতে আগুন ধরে যায়। ওই ঘটনায় পরিবারের এক শিশুসহ ছয়জন দগ্ধ হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।
দগ্ধরা হলেন- বাঘপাড়া এলাকার নূর মোহাম্মদের স্ত্রী সুখী আক্তার, তার মেয়ে সাদিয়া, বোন জান্নাতি আক্তার, ভাই আরিফ হাওলাদার, ফুপাতো বোন রহিমা আক্তার ও রহিমার মেয়ে ঋতু আক্তার।
আরও পড়ুন: হাজারীবাগে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৪
৯ মাস আগে