সিসিজিপি
১ লাখ ১৫ হাজার টন সার আমদানি করা হবে
এক লাখ ১৫ হাজার টন সার আমদানিসহ বেশ কয়েকটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় এ অনুমোদন জানানো হয়।
আরও পড়ুন: আজ মুস্তফা কামালের প্রথম বাজেট
শিল্প মন্ত্রণালয়ের দেওয়া প্রস্তাব অনুযায়ী, এর অধীনস্থ সংস্থা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ৬০ হাজার টন সার কিনবে।
অন্যদিকে, রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরবভিত্তিক এসএবিআইসি এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৩ লাখ টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে আরও ৩০ হাজার টন বাল্ক গ্রানুলার ইউরিয়া আমদানি করা হবে।
কৃষিমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, এর অধীনস্থ সংস্থা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) তিউনিসিয়ার জিসিটি থেকে ২৫ হাজার টন এবং রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন (প্রোডিন্টর্গ) থেকে ৩০ হাজার টন এমওপি সার আমদানি করবে।
আরও পড়ুন: জাতীয় বাজেট উপস্থাপন ৯ জুন: মুস্তফা কামাল
বৈদেশিক ঋণ প্রাপ্তিতে নিরাপদ অবস্থানে বাংলাদেশ: অর্থমন্ত্রী
১ বছর আগে
৩.৩০ কোটি লিটার সয়াবিন তেল আমদানি করবে টিসিবি
কোনো টেন্ডার প্রক্রিয়া ছাড়া সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কানাডার দুটি কোম্পানি থেকে ৩৩ মিলিয়ন (৩ দশমিক ৩০ কোটি) লিটার সয়াবিন তেল আমদানি করবে রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) সভায় এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকে কমিটির সদস্যরা যোগ দেন।
প্রস্তাব অনুযায়ী, ইউএই’র ফেরানি পোলাস্কা স্পিজু ফুড স্টাফ ট্রেডিং এলএলসি (স্থানীয় এজেন্ট: শান ট্রেডিং লিমিটেড, ঢাকা) থেকে ২২ মিলিয়ন লিটার এবং কানাডার কানাডা আইএনসি (স্থানীয় এজেন্ট: হক গ্রুপ, ঢাকা) থেকে ১১ মিলিয়ন লিটার ভোজ্যতেল ক্রয় করা হবে।
আরও পড়ুন: সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমেছে
সম্পূর্ণ আমদানি খরচ হবে ৪৪৮ দশমিক ৮২ কোটি টাকা। প্রতি মার্কিন ডলার ৯৪ দশমিক ৪৫ টাকা ধরে প্রতি লিটার তেলের দাম এক দশমিক ৪৪ মার্কিন ডলার (১৩৬ টাকা)। ভোজ্যতেল বোতলজাত করে বিক্রি করবে টিসিবি। প্রতি বোতলে দুই লিটার তেল থাকবে।
এছাড়া সার আমদানির বিষয়ে দুটি পৃথক প্রস্তাবও অনুমোদন করেছে সিসিজিপি।
২ বছর আগে