কোনো টেন্ডার প্রক্রিয়া ছাড়া সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কানাডার দুটি কোম্পানি থেকে ৩৩ মিলিয়ন (৩ দশমিক ৩০ কোটি) লিটার সয়াবিন তেল আমদানি করবে রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) সভায় এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকে কমিটির সদস্যরা যোগ দেন।
প্রস্তাব অনুযায়ী, ইউএই’র ফেরানি পোলাস্কা স্পিজু ফুড স্টাফ ট্রেডিং এলএলসি (স্থানীয় এজেন্ট: শান ট্রেডিং লিমিটেড, ঢাকা) থেকে ২২ মিলিয়ন লিটার এবং কানাডার কানাডা আইএনসি (স্থানীয় এজেন্ট: হক গ্রুপ, ঢাকা) থেকে ১১ মিলিয়ন লিটার ভোজ্যতেল ক্রয় করা হবে।
আরও পড়ুন: সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমেছে
সম্পূর্ণ আমদানি খরচ হবে ৪৪৮ দশমিক ৮২ কোটি টাকা। প্রতি মার্কিন ডলার ৯৪ দশমিক ৪৫ টাকা ধরে প্রতি লিটার তেলের দাম এক দশমিক ৪৪ মার্কিন ডলার (১৩৬ টাকা)। ভোজ্যতেল বোতলজাত করে বিক্রি করবে টিসিবি। প্রতি বোতলে দুই লিটার তেল থাকবে।
এছাড়া সার আমদানির বিষয়ে দুটি পৃথক প্রস্তাবও অনুমোদন করেছে সিসিজিপি।