মেসেঞ্জার
এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা: আটক ৩
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দারা। রবিবার দেশের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছে বলে জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকালে ঢাকার উত্তরা, গাজীপুরের পুবাইল ও নেত্রকোনার মোহনগঞ্জ এলাকায় একাধিক অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন, টঙ্গী সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র করিমুল্লাহ, মোহনগঞ্জ সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আল রাফি টুটুল ও হাবিবুল্লাহ বাহার কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আবদুল্লাহ আল মারুফ।
আরও পড়ুন: ছয়তলা ভবন থেকে লাফ দিয়ে এসএসসি পরীক্ষার্থী’র আত্মহত্যা
দলটি বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রশ্ন প্রদানের জন্য মেসেঞ্জার ও ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট থেকে বিজ্ঞাপন দিত।
এই প্রতারক চক্রের বিভিন্ন পেজ ও গ্রুপের ফলোয়ারের সংখ্যা ৪৭ হাজার বলে বিবৃতিতে জানানো হয়েছে।
আটককৃতরা পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের ৫০০-২০০০ টাকার বিনিময়ে প্রশ্নপত্র দেয়ার আশ্বাস দেয় এবং এই আশ্বাসে তারা নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে অগ্রিম টাকা গ্রহণ করে।
এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: হলে স্মাটফোন ব্যবহার: এসএসসি পরীক্ষা থেকে ৪ শিক্ষক বহিষ্কার
৩ বছর আগে
নাম পরিবর্তন করে ফেসবুক ইনক এখন ‘মেটা’
সমস্যায় থাকা অনেক কোম্পানির মতো ফেসবুকও তার নাম ও লোগো পরিবর্তন করছে। ফেসবুক ইনকরপোরেশন কে এখন মেটা প্লাটফর্ম ইনক বা সংক্ষেপে ‘মেটা’ বলা হবে। তবে সামাজিক নেটওয়ার্ক ফেসবুকের নাম অপরিবর্তীত থাকবে।
এছাড়াও এর প্রধান নির্বাহীও সিনিয়র নেতৃত্ব, এর কর্পোরেট কাঠামো ও সংকট যা কোম্পানিকে আচ্ছন্ন করেছে তা অপরিবর্তিত থাকবে।
সন্দেহবাদীরা কোম্পানিটিকে ফেসবুক পেপারস এর বিষয়টি পরিবর্তন করার চেষ্টা করার জন্য অভিযুক্ত করেছে। ফাঁস হওয়া নথিগুলির ভাণ্ডার যা এটি ১৭ বছর আগে জুকারবার্গের হার্ভার্ড ডর্ম রুমে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এটিকে সবচেয়ে বড় সংকটে ফেলেছে। নথিতে ফেসবুককে বিশ্বজুড়ে ঘৃণা, রাজনৈতিক বিবাদ ও ভুল তথ্যের প্ল্যাটফর্ম থেকে মুক্তি দেয়ার জন্য মুনাফাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: বন্ধ হয়ে যাওয়া পরিসেবা পুনরুদ্ধার করেছে ফেসবুক
তবে ফেসবুক অ্যাপ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের নাম পরিবর্তন হচ্ছে না। কোম্পানির কর্পোরেট কাঠামোও পরিবর্তন হবে না। কিন্তু ১ ডিসেম্বর থেকে এর স্টক একটি নতুন টিকার প্রতীক এমভিআারএসের অধীনে ব্যবসা শুরু করবে৷
রিব্র্যান্ড ব্যাখ্যা করতে গিয়ে জুকারবার্গ বলেছেন ফেসবুক নামটি আর কোম্পানির সমস্ত কিছুকে অন্তর্ভুক্ত করে না। তিনি বলেন, আজকে আমাদের একটি সোশ্যাল মিডিয়া কোম্পানি হিসেবে দেখা হচ্ছে। কিন্তু আমাদের ডিএনএ-তে আমরা এমন একটি কোম্পানি যা মানুষকে সংযুক্ত করার জন্য প্রযুক্তি তৈরি করে।
আরও পড়ুন: ফেসবুকে চাকরির সুযোগ পেলেন শাবিপ্রবির দুই শিক্ষার্থী
৩ বছর আগে
বন্ধ হয়ে যাওয়া পরিসেবা পুনরুদ্ধার করেছে ফেসবুক
বিশ্বব্যাপী ফেসবুকের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন মেসেঞ্জার,ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে ঘণ্টার পর ঘণ্টা নেটওয়ার্ক বিভ্রাট থাকার পর পরিসেবাটি সোমবার রাতে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে ফেসবুক।
ফেসবুক একটি পোস্টে বলেছে,‘আমরা আমাদের অ্যাপস এবং পরিসেবার অ্যাক্সেস পুনরুদ্ধার করার জন্য কঠোর পরিশ্রম করেছি এবং এগুলো সক্রিয় হয়েছে তা জানাতে পেরে খুশি।’
আরও পড়ুন: আসছে ফেসবুকের বিকল্প দেশি সোশ্যাল মিডিয়া ‘যোগাযোগ’
বিভ্রাটের সময় ফেসবুক বলেছিল,‘দুঃখিত,কিছু সমস্যা হয়েছে। আমরা এটি নিয়ে কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটি ঠিক করে নেব।এসময় ইনস্টাগ্রাম একটি ‘ফাইভএক্সএক্স সার্ভার ত্রুটি’ দেখিয়েছে।
টেকক্রাঞ্চের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ডিএনএস (ডোমেইন নেইম সার্ভার) ব্যর্থতার কারণে বিভ্রান্তিটি হয়েছিল।
দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রযুক্তি প্রতিবেদক রায়ান ম্যাক একটি টুইটে বলেন,‘শুধু ফেসবুকের পরিসেবা এবং অ্যাপই জনসাধারণের জন্য বন্ধ নয়,এর অভ্যন্তরীণ সরঞ্জাম এবং যোগাযোগের প্ল্যাটফর্মগুলিও বন্ধ রয়েছে,এবং কেউ কাজ করতে পারছে না।
আরও পড়ুন: ফেসবুকে জানা যাবে নিকটস্থ টিকাকেন্দ্রের খোঁজ
৩ বছর আগে
হোয়াটসঅ্যাপে চালু হতে যাচ্ছে কাঙ্ক্ষিত ‘ডার্ক মোড’
বিশ্বজুড়ে যোগাযোগের জন্য অন্যতম জনপ্রিয় মেসেঞ্জার অ্যাপলিকেশন হোয়াটসঅ্যাপে কবে থেকে ‘ডার্ক মোড’ থিম চালু হবে, অনেকদিন ধরেই নেট দুনিয়ায় ঘোরাফেরা করছে এই প্রশ্ন। এবার এর সঠিক উত্তর মিলবে বলে আশা করা যাচ্ছে।
৪ বছর আগে
স্মার্টফোনের পুরানো ভার্সনে চলবে না হোয়াটসঅ্যাপ!
উইনডোজ ফোনে ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে বিশ্বজুড়ে যোগাযোগের জন্য অন্যতম জনপ্রিয় মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ। ১ ফেব্রুয়ারি থেকে এবার অ্যান্ড্রয়েডের বেশ কিছু ফোন থেকেও এই অ্যাপটি তুলে নেওয়া হবে। একইসঙ্গে অ্যাপেলের ডিভাইসেও বন্ধ হয়ে যাবে অ্যাপটি।
৪ বছর আগে