র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন
আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় পুলিশ পরিদর্শক গ্রেপ্তার
রাজধানীর আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পরিদর্শক (তদন্ত) আরাফাত হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩ এর সদস্যরা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরাফাত হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (মিডিয়া উইং) ইমরান খান।
২৩২ দিন আগে
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার
ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান জানান, মঙ্গলবার রাতে দিলীপকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, তার বিরুদ্ধে স্বর্ণ ও হীরা আমদানির সঙ্গে সংশ্লিষ্ট অর্থ পাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: স্বর্ণ বনাম হীরা: কোন বিনিয়োগটি বেশি লাভজনক?
২৪১ দিন আগে
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের নতুন পরিচালক মুনীম ফেরদৌস
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
সোমবার (৮ জুলাই) র্যাবের মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার হারুন-অর-রশীদের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, র্যাব-৮ এ বদলি হওয়া কমান্ডার আরাফাত ইসলামের স্থলাভিষিক্ত হলেন মুনীম ফেরদৌস।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, র্যাব-৪ এর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমানকে র্যাব সদর দপ্তরের অপারেশন উইংয়ে, লেফটেন্যান্ট কর্নেল কাজী যুবায়ের আলম শোভনকে র্যাব-৮ থেকে র্যাব-৩-এ এবং লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবিরকে র্যাব-৩ থেকে র্যাব-৫ এ বদলি করা হয়েছে।
আরও পড়ুন: দায়িত্ব নিলেন র্যাবের নতুন ডিজি
২৯৯ দিন আগে
র্যাবের নতুন ডিজি হারুন-অর-রশিদ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার হারুন-অর-রশীদ।
বুধবার (২৯ মে) এ নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপন জারি করা হয়।
আগামী ৫ জুন থেকে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
র্যাবের বর্তমান মহাপরিচালক এম খুরশীদ হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন হারুন-অর-রশিদ।
৩৩৯ দিন আগে
ট্রেনের টিকিট কালোবাজারির মূলহোতাসহ ৯ জন গ্রেপ্তার
ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তাররা হলেন- দলীয় সিন্ডিকেটের মূলহোতা মো. মিজান ঢালী (৪৮), তার সহযোগী মো. সোহেল ঢালী (৩০), মো. সুমন (৩৯), মো. জাহাঙ্গীর আলম (৪৯), মো. শাহজাহান হোসেন (৪২), মো. রাসেল (২৪), মো. জয়নাল আবেদীন (৪৬), মো. সবুর হাওলাদার (৪০) ও নিউটন বিশ্বাস (৪০)।
শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, অনলাইনে টিকিট বিক্রেতা প্রতিষ্ঠান সহজডটকমের সহযোগিতায় ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগ পেয়ে র্যাব-৩ এর বেশ কয়েকটি দল ঢাকার সবুজবাগ ও কমলাপুর এলাকায় অভিযান চালায়।
আরও পড়ুন: রাজধানীর রেলস্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারি করার অভিযোগে আটক ৫
সহজডটকমের কমলাপুর রেলস্টেশনের সার্ভার অপারেটর গ্রেপ্তার নিউটন বিশ্বাস, স্টেশন রিপ্রেজেন্টেটিভ সবুর হাওলাদার, পলাতক আসামি আব্দুল মোত্তালিব, আশিকুর রহমানসহ অন্যরা কালোবাজারির সঙ্গে জড়িত।
তাদের কাছ থেকে দেশের বিভিন্ন অঞ্চলের বিপুল পরিমাণ ট্রেনের টিকিট, ৮টি মোবাইল, একটি এনআইডি, একটি ড্রাইভিং লাইসেন্স ও নগদ ১১ হাজার ৪২২ টাকা উদ্ধার করে র্যাব।
কমান্ডার মঈন বলেন, গ্রেপ্তার মিজান ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত সব সিন্ডিকেটের মাস্টারমাইন্ড এবং সহজডটকমের অফিস ও বাংলাদেশ রেলওয়ের সঙ্গে জড়িত অন্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন।
অপারেটর নিউটন মিজানকে ট্রেনের শিডিউল ও টিকিটসংক্রান্ত সব তথ্য দিতেন বলে জানান তিনি।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান কমান্ডার মঈন।
আরও পড়ুন: ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে রেলের নিরাপত্তা বাহিনীর ২ সদস্য আটক
৪০৬ দিন আগে
২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে র্যাব
‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট র্যাব’ স্লোগানে বৃহস্পতিবার (৭ মার্চ) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এর আগে বুধবার রাজধানীর কুর্মিটোলায় র্যাবের সদর দপ্তরে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এলিট ফোর্সের ১২০ জন কর্মকর্তাকে তাদের বীরত্বপূর্ণ পারফরম্যান্স ও বিশেষ সেবার জন্য ‘র্যাব মহাপরিচালক পুরস্কার’ দেওয়া হয়েছে।
২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্মৃতি দিবস-২০২৪ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর র্যাব সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
দায়িত্ব পালনকালে নিহত ৩৩ র্যাব সদস্যের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তাও দেওয়া হয়।
৪২২ দিন আগে
নির্বাচনের আগে সারাদেশে ২৫টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে: র্যাব
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সারাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মোতায়েন করা হয়েছে।
র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী ১০ জানুয়ারি পর্যন্ত র্যাব সদস্যরা সব সংসদীয় আসনে মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে তাদের দায়িত্ব পালন করবেন।
এছাড়া সারাদেশে ২৫টি অস্থায়ী র্যাব ক্যাম্প স্থাপন করা হবে বলেও জানান তিনি।
তারা ভোটকেন্দ্রে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও ভোট গণনায় ভূমিকা রাখবে। এরই ধারাবাহিকতায় নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রতিটি আসনে কমপক্ষে দুটি করে টহল দল মোতায়েন করা হবে এবং প্রতিটি ব্যাটালিয়নে রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স হিসেবে দুটি করে টহল দল রাখা হবে।
এ ছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় মোট ৭০০টির বেশি টহল দল দায়িত্ব পালন করবে।
আরও পড়ুন: রাজধানীতে র্যাবের অভিযানে ছাত্রদলের ২ নেতা-কর্মী গ্রেপ্তার
গোয়েন্দা বাহিনীর মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে এবং নিজস্ব সুইপিং ও বোমা নিষ্ক্রিয়কারী দল প্রস্তুত রাখা হবে।
এছাড়া, প্রয়োজনে হেলিকপ্টার ও ডগ স্কোয়াড মোতায়েন করা হবে।
র্যাব ফোর্সেস হেডকোয়ার্টার্সের বিশেষ বাহিনী যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত থাকবে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
৭টি জোনে বিভক্ত র্যাব ফোর্সেস হেড কোয়ার্টার্সের বোমা ডিসপোজাল ইউনিট মোতায়েনের জন্য সর্বদা প্রস্তুত থাকবে।
ডগ স্কোয়াডের ১০টি দলকে র্যাব ফোর্স হেড কোয়ার্টারে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে।
সারাদেশে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা জোরদার করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নাশকতাকারীদের চিহ্নিত করা হয়েছে: র্যাব
রাজনৈতিক সহিংসতার অভিযোগে ৮ জন গ্রেপ্তার: র্যাব
৪৯০ দিন আগে
দুর্গাপূজাকে সামনে রেখে সারাদেশে র্যাবের ১০০টি বিশেষ চেকপোস্ট
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানী ঢাকাসহ সারাদেশে গুরুত্বপূর্ণ পয়েন্টে ১০০টি বিশেষ চেকপোস্ট স্থাপন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ২০ অক্টোবর ষষ্ঠী পূজা দিয়ে শুরু হবে এবং ২৪ অক্টোবর শুভ বিজয়ার মাধ্যমে শেষ হবে।
র্যাব সদর দপ্তর সূত্র জানায়, প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজা ঘিরে নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব।
র্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক (মিডিয়া উইং) এএসপি ইমরান খান বলেছেন, দুর্গা পূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে, র্যাব বাহিনী ১৬ অক্টোবর থেকে সারাদেশে চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও টহল বাড়িয়েছে।
আরও পড়ুন: কেসিসি নির্বাচন: ট্রাফিকের চেকপোস্টে ৯০ লাখ টাকা জরিমানা
দুর্গাপূজা উপলক্ষে যে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে এলিট ফোর্স ইতোমধ্যে রাজধানীর প্রবেশপথসহ সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট তৎপরতা জোরদার করেছে।
চেকপোস্ট স্থাপন ও টহল বাড়ানোসহ ২৫ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে র্যাব ব্যাটালিয়নের নিজ নিজ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে।
দুর্গাপূজা চলাকালে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, পূজা মণ্ডপ ভাঙচুর বা সুবিধাবাদী, দুর্বৃত্ত ও অশুভ চক্রের যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাবের চেকপোস্ট ও তৎপরতা অব্যাহত থাকবে।
দুর্গাপূজার সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে সুবিধাবাদী ও দুর্বৃত্তদের দ্বারা পূজামণ্ডপ ভাঙচুরসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি র্যাব কঠোরভাবে প্রতিরোধ করবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
আরও পড়ুন: করোনার নতুন উপধরন বিএফ-৭ ঠেকাতে সতর্ক দর্শনা চেকপোস্ট
দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত গেল সেনাবাহিনীর সাইক্লিং দল
৫৬৩ দিন আগে
দেশের বিভিন্ন স্থান থেকে পলাতক ৩ আসামি গ্রেপ্তার
দেশের বিভিন্ন এলাকা থেকে পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার হওয়া ৩ আসামি হলেন- কুড়িগ্রামের মজিত বসুনিয়ার ছেলে মিন্টু মিয়া (৩৫), মিন্টু মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (৩০) ও ভোলা জেলার হাবিবুর রহমানের ছেলে আবুল কালাম আজাদ (৫৩)।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৬৫ বছরের বৃদ্ধ নিহত
তারা সবাই হত্যা মামলার আসামি।
র্যাব সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ৩ এর একটি দল দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।
আরও পড়ুন: নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে র্যাব: মহাপরিচালক
সিরাজগঞ্জে জুয়া চক্রের ৬ সদস্য গ্রেপ্তার: র্যাব
৫৭০ দিন আগে
সিরাজগঞ্জে ৭ জেলার ৩১৫ জন চরমপন্থীর আত্মসমর্পণ
সিরাজগঞ্জের সলঙ্গায় রবিবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কাছে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে সক্রিয় জঙ্গি সংগঠনের প্রায় ৩১৫ জন সদস্য স্বেচ্ছায় অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন।
আত্মসমর্পণকারীরা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা), পূর্ব বাংলা সর্বহারা পার্টি (এমবিআরএম) এবং পূর্ব বাংলা সর্বহারা পার্টি’র (জনযুদ্ধ)। সদস্য।
র্যাব-১২ সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিতিতে সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, মেহেরপুর, কুষ্টিয়া, রাজবাড়ী ও টাঙ্গাইল- এই ৭ জেলার জঙ্গিরা ২১৬টি অস্ত্র হস্তান্তর করে।
আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আশ্বস্ত করেন, বর্তমান সরকার আত্মসমর্পণকারী চরমপন্থীদের পুনর্বাসনের জন্য কাজ করছে। তাদের স্বাভাবিক জীবনে ফিরতে আইনগত সহযোগীতাসহ স্বাভাবিক জীবনযাপন করার প্রয়োজনীয় সহযোগীতা করা হবে।
আরও পড়ুন: ঝালকাঠিতে স্বামীকে খুন, ৯৯৯-এ ফোন করে স্ত্রীর আত্মসমর্পণ!
তিনি আরও বলেন, এ অনুষ্ঠানে আসার আগে প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, আপনারা যারা অন্ধকার পথ ছেড়ে আত্মসমর্পণ করে আজ আলোর পথে ফিরে আসছেন, তাদের আর্থিক সহযোগিতাসহ সার্বিক সহযোগিতা করা হবে।
আসাদুজ্জামান বলেন, আপনারা জানেন ৮০'র দশক থেকে এই এলাকার কয়েকটি জেলায় যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় সর্বহারা ও চরমপন্থীরা ঘাঁটি তৈরি করে। পরবর্তীতে ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ‘সন্ত্রাসের জীবন ছাড়ি, আলোকিত জীবন গড়ি’ স্লোগানে অনেক সর্বহারা চরমপন্থী আলোর পথে ফিরে আসে। কেউ যদি মনে করেন আমরা দেশের চরাঞ্চল বা দুর্গম এলাকায় বসে অপরাধ করবো। আমাদের কেউ ধরতে পারবে না। তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। তাদের আলোর পথে ফেরাতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে এবং আর্থিক সহযোগিতা থেকে শুরু করে কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হচ্ছে।’
তিনি বলেন, আপনারা জানেন প্রধানমন্ত্রী সুন্দরবনকেও দস্যু মুক্ত ঘোষণা করেছেন। র্যাব নানাবিধ ভালো কাজ করে আস্থা অর্জন করেছে। এ জন্যই চরমপন্থীরা আত্মসমর্পণের জন্য র্যাবের সঙ্গে যোগাযোগ করেছিলেন। র্যাব আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি মাদক ও সন্ত্রাস নির্মুলে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, পুলিশ মহা-পরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিআইজি (রাজশাহী রেঞ্জ) মো. আব্দুল বাতেন, র্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন প্রমুখ।
আরও পড়ুন: দিনাজপুরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ
ঝালকাঠিতে স্ত্রীকে খুনের পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মসমর্পণ!
৭১২ দিন আগে