ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তাররা হলেন- দলীয় সিন্ডিকেটের মূলহোতা মো. মিজান ঢালী (৪৮), তার সহযোগী মো. সোহেল ঢালী (৩০), মো. সুমন (৩৯), মো. জাহাঙ্গীর আলম (৪৯), মো. শাহজাহান হোসেন (৪২), মো. রাসেল (২৪), মো. জয়নাল আবেদীন (৪৬), মো. সবুর হাওলাদার (৪০) ও নিউটন বিশ্বাস (৪০)।
শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, অনলাইনে টিকিট বিক্রেতা প্রতিষ্ঠান সহজডটকমের সহযোগিতায় ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগ পেয়ে র্যাব-৩ এর বেশ কয়েকটি দল ঢাকার সবুজবাগ ও কমলাপুর এলাকায় অভিযান চালায়।
আরও পড়ুন: রাজধানীর রেলস্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারি করার অভিযোগে আটক ৫
সহজডটকমের কমলাপুর রেলস্টেশনের সার্ভার অপারেটর গ্রেপ্তার নিউটন বিশ্বাস, স্টেশন রিপ্রেজেন্টেটিভ সবুর হাওলাদার, পলাতক আসামি আব্দুল মোত্তালিব, আশিকুর রহমানসহ অন্যরা কালোবাজারির সঙ্গে জড়িত।
তাদের কাছ থেকে দেশের বিভিন্ন অঞ্চলের বিপুল পরিমাণ ট্রেনের টিকিট, ৮টি মোবাইল, একটি এনআইডি, একটি ড্রাইভিং লাইসেন্স ও নগদ ১১ হাজার ৪২২ টাকা উদ্ধার করে র্যাব।
কমান্ডার মঈন বলেন, গ্রেপ্তার মিজান ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত সব সিন্ডিকেটের মাস্টারমাইন্ড এবং সহজডটকমের অফিস ও বাংলাদেশ রেলওয়ের সঙ্গে জড়িত অন্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন।
অপারেটর নিউটন মিজানকে ট্রেনের শিডিউল ও টিকিটসংক্রান্ত সব তথ্য দিতেন বলে জানান তিনি।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান কমান্ডার মঈন।
আরও পড়ুন: ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে রেলের নিরাপত্তা বাহিনীর ২ সদস্য আটক