৯ লাখ টাকা
বগুড়ায় ব্যাংকের ভল্ট ভেঙে ৯ লাখ টাকা চুরি
বগুড়া সদরে এনআরবিসি ব্যাংকের উপশাখায় ভল্ট ভেঙে ৯ লাখ টাকা চুরি হয়েছে।
উপজলার শাখায়িরা ইউনিয়নের পল্লীমঙ্গল হাটে ব্যাংকের ভবনটির সিঁড়িঘরের তালা কেটে চুরির এই ঘটনা ঘটিয়েছে দুর্বত্তরা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাতে কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে। শনিবার সকালে জাতীয় পরিসেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
আরও পড়ুন: কুড়িগ্রাম-রংপুর রেললাইন থেকে বোল্ট চুরি
ব্যাংকটির ব্যবস্থাপক রাশেদুল ইসলাম জানান, বৃহস্পতিবার হিসাব-নিকাশ করে ব্যাংক বন্ধ করা হয়। শনিবার সকালে তারা বাড়িটির মালিকের কাছে জানতে পারেন সেখানে চুরির ঘটনা ঘটেছে। সিন্দুক কেটে সব টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, তবে এই ঘটনায় কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।
ওসি আরও জানান, দুইতলা বিশিষ্ট একটি বাড়ির নিচে বাম পাশে এনআরবিসি ব্যাংকের উপশাখার কার্যক্রম চলে। সকালে ব্যাংকের কক্ষ খোলা দেখে বাড়িওয়ালা ৯৯৯ কল দিয়ে পুলিশকে জানায়।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ছাদ দিয়ে প্রবেশ করে ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা চুরি করেছে। এই উপশাখায় নিরাপত্তা কর্মী নেই। এছাড়া পর্যাপ্ত সিসি ক্যামেরাও নেই। যে ক্যামেরা আছে তার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে ও জড়িতদের ধরতে চেষ্টা চলছে।
আরও পড়ুন: নন্দীগ্রামে ‘চিরকুট’ লিখে মিটার চুরি, মূলহোতা গ্রেপ্তার
চমেকে চুরি যাওয়া নবজাতক ফেনী থেকে উদ্ধার, আটক ২
১০ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে ৯ লাখ টাকার কচ্ছপের হাড় উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দাদনচক মাঠ এলাকা থেকে ৯ লাখ টাকার কচ্ছপের হাড় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে ৯ লাখ টাকার ৬ কেজি ওজনের কচ্ছপের হাড়গুলো উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকেলে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিজস্ব তথ্যের ভিত্তিতে চৌকা বিওপির নায়েক নূর ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সোমবার রাত দেড়টার দিকে দাদনচক মাঠ এলাকায় তিনজন চোরাকারবারীকে দেখে ধাওয়া করলে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে বস্তা থেকে ৬ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করে। যার মুল্য ৯ লাখ টাকা। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
এ ব্যাপরে প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:বরগুনায় ‘জিপিএস ট্র্যাকার’ সহ কচ্ছপ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৮ কেজি কচ্ছপের হাড় উদ্ধার
ফরিদপুরে বিরল প্রজাতির হলুদ কচ্ছপ উদ্ধার
২ বছর আগে