নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান বাজানোর ঘটনায় প্রতিবেশীর মারপিটে কামাল ব্যাপারী (৫০) নামে একজন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মাকিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজশাহীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নারীসহ নিহত ২
এলাকাবাসী জানায়, শনিবার রাতে কামাল ব্যাপরীর ভাতিজা সুমন ব্যাপরীর বিয়ের আয়োজন চলছিল।এ উপলক্ষে বাড়িতে সাউন্ড বক্স লাগিয়ে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। রাত ১১টার দিকে ক্ষুদ্ধ হয়ে প্রতিবেশী শাহাদৎ ব্যাপারী ও তার দুই ভাই বিয়ে বাড়িতে গিয়ে কামাল ব্যাপারীকে এলোপাতারি মারপিট শুরু করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানান তিনি।