শাওন
মাথায় আঘাতজনিত কারণেই মারা গেছেন শাওন: পুলিশ
মুন্সীগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত যুবদল কর্মী শাওন বুলেটে নয়, মাথায় আঘাতজনিত কারণেই মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন ময়নাতদন্ত রিপোর্টের বরাতে প্রেসব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, পুলিশের গুলিতে শাওনের মৃত্যু হয়েছে এটি সত্য নয়, তবে মৃত্যু সনদে কেন বুলেটের আঘাতের কথা লেখা হয়েছিল তা নিয়ে তদন্ত চলছে।
জেলা পুলিশ সুপার আরও বলেন, মঙ্গলবার সরবরাহ করা ময়নাতদন্ত এবং ভিসেরা প্রতিবেদন উল্লেখ করা হয় যে শাওন ‘সংঘর্ষের সময় মাথায় আঘাতের কারণে’ মারা গিয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী বাংলার মানুষের অধিকার আদায়ে আপোষ করেননি: নৌপ্রতিমন্ত্রী
গত ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের মুক্তারপুরে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির এবং ভোলাও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে বিরোধী দলের তিন নেতাকে হত্যার প্রতিবাদে বিএনপির সমাবেশে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্যসহ ৫০ জন আহত হন।
পুলিশ বিক্ষোভ মিছিল থামাতে গেলে সংঘর্ষের সময় শাওন গুরুতর আহত হন।
পরের দিন তিনি তার আঘাতজনিত কারণে মারা যান।
এসপি মাহফুজুর রহমান আরও জানান, সংঘর্ষের সময় শাওনসহ অন্যরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
তিনি আরও দাবি করেন, ‘একপর্যায়ে শাওন লাঠি আনতে গিয়ে পড়ে যান। সেই মুহুর্তে ধোঁয়া উঠছিল যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যুবদলের অন্য নেতাকর্মীদের ছোড়া ইটের আঘাতে তিনি আহত হয়েছেন ‘
আরও পড়ুন: জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আ.লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে: মোশাররফ
বিএনপি নেতা হান্নান শাহের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী কাল
২ বছর আগে
মুন্সীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত শাওনের লাশ দাফন
মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় নিহত শহিদুল ইসলাম শাওনের লাশ দাফন করা হয়েছে। শুক্রবার রাত ১০ টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমের মুরমা মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে মুরমা সামাজিক কবরাস্থানে তার লাশ দাফন করা হয়।
জানাজায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবরি রিজভীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ঢাকায় বিএনপির নায়া পল্টনস্থ কার্যালয়ে শাওনের প্রথম নামাযে জানাজা হয়। পরে সেখান থেকে শাওনের লাশবাহী গাড়ি রাত সাড়ে ৮টা ৩৫ মিনিটে তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের মুরমায় পৌঁছে। রাত ৯ টা ১০ মিনিটের দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শাওনের বাড়িতে আসেন এবং শাওনের ৮ মাস বয়সী ছেলেসহ পরিবারের দায়িত্ব নেয়ার ঘোষণা দেন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, দলীয় ফোরামে আলোচনা শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, প্রতিটি হত্যার বিচার হবে।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ: ঢামেক হাসপাতালে আহত যুবদল কর্মীর মৃত্যু
শুক্রবার রাত ১০ টার দিকে মিরকাদিমের মুরমা জামে মসজিদের ঈদগাহে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তার রাশ দাফন করা হয়।
এর আগে শুক্রবার বিকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে শাওনের লাশ হস্তান্তর শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে লাশ নিয়ে রওয়ানা হয় নেতাকর্মীরা। সন্ধ্যায় ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির সিনিয়র নেতাকর্মীরা অংশ নেয়।
উল্লেখ্য, গত বুধবার বিএনপি-পুলিশের সংঘর্ষে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত শাওনকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ঢামেক হাসপাতালের আইসিউতে (নিবিড় পরিচর্চা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শাওন মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমের মুরমা গ্রামের অটো চালক সোয়াব আলী ভূইয়ার ছেলে। মৃত্যুকালে পিতা-মাতা এবং স্ত্রী ছাড়াও আট মাসের একমাত্র পুত্র সন্তান রেখে যান।
আরও পড়ুন: আ.লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করে শাওন হত্যার জবাব দেয়া হবে: ফখরুল
মুন্সীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত শাওনের লাশ দাফন
২ বছর আগে
গণতন্ত্রের জন্য শাওনের আত্মত্যাগ স্মরণে বিএনপির শ্রদ্ধা নিবেদন
নিহত যুবদল কর্মী রাজা আহমেদ শাওনের গায়েবানা জানাজার মধ্য দিয়ে গণতন্ত্রের জন্য তার আত্মত্যাগকে স্মরণ করার কথা জানায় বিএনপি।
শুক্রবার জুমার নামাজের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে গায়েবানা জানাজা (নিহতের মরদেহের অনুপস্থিতিতে পড়া জানাজা) অনুষ্ঠিত হয়।
জানাজার আগে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সম্প্রতি ভোলায় নূরেআলম ও আবদুর রহিমকে একইভাবে হত্যার পর বৃহস্পতিবার নারায়ণগঞ্জে শাওনকেও গুলি করে হত্যা করেছে পুলিশ।
তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের কর্মসূচি ছিল, সরকারের বিরুদ্ধে নয়। কিন্তু আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের পুলিশ বাহিনী সারাদেশে অনেক জায়গায় গুলি চালায়। শাওন নারায়ণগঞ্জে শাহাদাত বরণ করেন।’
আরও পড়ুন: 'ব্রেভহার্ট': বঙ্গবন্ধুকে গ্যালারি কসমসের শৈল্পিক শ্রদ্ধা নিবেদন
গণতন্ত্র ও জনগণের অধিকারের জন্য শাওন নিজের জীবন উৎসর্গ করেছেন উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, এটা বৃথা যাবে না।
ফখরুল বলেন, ‘তার আত্মত্যাগ আমাদেরকে আরও শক্তিশালী করে তুলবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির (নিঃশর্ত) জন্য যে সংগ্রাম শুরু করেছিলাম তাকে আরও জোরদার করতে উৎসাহিত করবে। আমরা শান্তিপূর্ণভাবে দেশের মানুষকে এই সংগ্রামে সম্পৃক্ত করব এবং রাজপথে আন্দোলনের মাধ্যমে আমরা বিজয় অর্জন করব।’
তিনি বলেন, শাওনের আত্মত্যাগ তাদের দল চিরকাল মনে রাখবে। ‘আমরা সকল রাজনৈতিক ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে তাদের (সরকারকে) পরাজিত করার জন্য আমাদের শোককে শক্তিতে পরিণত করব। আসুন আমরা সবাই শাওনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।’
ফখরুল অভিযোগ করেন, শাওনের লাশ পরিবারের কাছে হস্তান্তর না করে পুলিশের উপস্থিতিতে রাত ২টায় তাকে দাফন করা হয়েছে। ‘তার দলীয় সহকর্মী, পরিবারের সদস্য ও বন্ধুদের কাউকেই তার নামাজে জানাজায় অংশ নিতে দেয়া হয়নি।’
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই গুম-খুনের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে। ‘তারা বিরোধী দলগুলোকে নির্মূল করতে চায়। বিশেষ করে তারা বিএনপি ও খালেদা জিয়াসহ এর নেতাদের নির্মূল করতে চায়।’
আরও পড়ুন: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন
এর আগে বৃহস্পতিবার শাওন হত্যার প্রতিবাদে এবং দেশের বিভিন্ন স্থানে দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে হামলার প্রতিবাদে শুক্রবার গায়েবানা জানাজাসহ দুই দিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।
এছাড়া সারাদেশে দলের সকল কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়।
শনিবারও সারাদেশের সব শহর ও জেলা শহরে বিক্ষোভ করবে বিএনপি।
বৃহস্পতিবার, নারায়ণগঞ্জে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে যুবদল কর্মী শাওন নিহত এবং ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিএনপির দাবি, আইনশৃঙ্খলা বাহিনী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সমাবেশ করতে বাধা দেয়াকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত ঘটে।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
২ বছর আগে
শাওন গণতান্ত্রিক অধিকারের জন্য প্রাণ দিয়েছে: ফখরুল
নারায়ণগঞ্জের শাওন গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি করে যুবদল কর্মী শাওনকে হত্যা করেছে। শাওন গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য প্রাণ দিয়েছে। সে যুবদলের প্রমাণিত ও পরীক্ষিত একজন সক্রিয় কর্মী। দলীয় কর্মসূচিতে তার অংশগ্রহণের অনেক ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। তার চাইতে বড় পরিচয় সে এদেশের নাগরিক। তাকে পুলিশ এভাবে গুলি করে মারতে পারে না। অবিলম্বে শাওনের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পূর্ব গোপালনগর এলাকায় নিহত শাওনের বাড়িতে পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পরে মির্জা ফখরুল নিহতের পরিবারকে এক লাখ টাকা অনুদান প্রদান করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সালাউদ্দিন টুকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম রবি, জেলা যুবদলের আহবায়ক খোকন, সদস্য সচিব মশিউর রহমান রনিসহ জেলা ও মহানগর অঙ্গসংগঠনের নেতারা।
পড়ুন: যুবদল কর্মী নিহত: দুই দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
নিহত শাওন প্রসঙ্গে মির্জা ফখরুল আরও বলেন, সে যুবদলের কর্মী নয় বলে পুলিশ ও সরকার এখন মিথ্যাচার করছে। সরকার সারা দেশে বিএনপির কর্মসূচিতে গুলি করে মানবাধিকার লঙ্ঘন করছে। আমরা সন্ত্রাসে বিশ্বাস করিনা, বিশৃঙ্খলায় বিশ্বাস করিনা, আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি। নারায়ণগঞ্জে একটা শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ যেভাবে গুলি চালিয়েছে একটা স্বাধীন দেশে তা চলতে পারে না।
এসময় পুলিশকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, পুলিশ আমাদের শত্রু নয়, আপনারা কারো হুকুম পালন করবেন না। নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে হবে। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে। অন্যথায় অচিরেই দেশব্যাপি সরকার পতনের আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল।
আরও পড়ুন: ক্ষমতায় গেলে জিয়া হত্যার বিচারে কমিশন গঠন করবে বিএনপি: ফখরুল
নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, নিহত ১
২ বছর আগে