নিহত যুবদল কর্মী রাজা আহমেদ শাওনের গায়েবানা জানাজার মধ্য দিয়ে গণতন্ত্রের জন্য তার আত্মত্যাগকে স্মরণ করার কথা জানায় বিএনপি।
শুক্রবার জুমার নামাজের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে গায়েবানা জানাজা (নিহতের মরদেহের অনুপস্থিতিতে পড়া জানাজা) অনুষ্ঠিত হয়।
জানাজার আগে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সম্প্রতি ভোলায় নূরেআলম ও আবদুর রহিমকে একইভাবে হত্যার পর বৃহস্পতিবার নারায়ণগঞ্জে শাওনকেও গুলি করে হত্যা করেছে পুলিশ।
তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের কর্মসূচি ছিল, সরকারের বিরুদ্ধে নয়। কিন্তু আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের পুলিশ বাহিনী সারাদেশে অনেক জায়গায় গুলি চালায়। শাওন নারায়ণগঞ্জে শাহাদাত বরণ করেন।’
আরও পড়ুন: 'ব্রেভহার্ট': বঙ্গবন্ধুকে গ্যালারি কসমসের শৈল্পিক শ্রদ্ধা নিবেদন
গণতন্ত্র ও জনগণের অধিকারের জন্য শাওন নিজের জীবন উৎসর্গ করেছেন উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, এটা বৃথা যাবে না।
ফখরুল বলেন, ‘তার আত্মত্যাগ আমাদেরকে আরও শক্তিশালী করে তুলবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির (নিঃশর্ত) জন্য যে সংগ্রাম শুরু করেছিলাম তাকে আরও জোরদার করতে উৎসাহিত করবে। আমরা শান্তিপূর্ণভাবে দেশের মানুষকে এই সংগ্রামে সম্পৃক্ত করব এবং রাজপথে আন্দোলনের মাধ্যমে আমরা বিজয় অর্জন করব।’
তিনি বলেন, শাওনের আত্মত্যাগ তাদের দল চিরকাল মনে রাখবে। ‘আমরা সকল রাজনৈতিক ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে তাদের (সরকারকে) পরাজিত করার জন্য আমাদের শোককে শক্তিতে পরিণত করব। আসুন আমরা সবাই শাওনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।’
ফখরুল অভিযোগ করেন, শাওনের লাশ পরিবারের কাছে হস্তান্তর না করে পুলিশের উপস্থিতিতে রাত ২টায় তাকে দাফন করা হয়েছে। ‘তার দলীয় সহকর্মী, পরিবারের সদস্য ও বন্ধুদের কাউকেই তার নামাজে জানাজায় অংশ নিতে দেয়া হয়নি।’
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই গুম-খুনের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে। ‘তারা বিরোধী দলগুলোকে নির্মূল করতে চায়। বিশেষ করে তারা বিএনপি ও খালেদা জিয়াসহ এর নেতাদের নির্মূল করতে চায়।’
আরও পড়ুন: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন
এর আগে বৃহস্পতিবার শাওন হত্যার প্রতিবাদে এবং দেশের বিভিন্ন স্থানে দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে হামলার প্রতিবাদে শুক্রবার গায়েবানা জানাজাসহ দুই দিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।
এছাড়া সারাদেশে দলের সকল কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়।
শনিবারও সারাদেশের সব শহর ও জেলা শহরে বিক্ষোভ করবে বিএনপি।
বৃহস্পতিবার, নারায়ণগঞ্জে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে যুবদল কর্মী শাওন নিহত এবং ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিএনপির দাবি, আইনশৃঙ্খলা বাহিনী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সমাবেশ করতে বাধা দেয়াকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত ঘটে।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন