মুন্সীগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত যুবদল কর্মী শাওন বুলেটে নয়, মাথায় আঘাতজনিত কারণেই মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন ময়নাতদন্ত রিপোর্টের বরাতে প্রেসব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, পুলিশের গুলিতে শাওনের মৃত্যু হয়েছে এটি সত্য নয়, তবে মৃত্যু সনদে কেন বুলেটের আঘাতের কথা লেখা হয়েছিল তা নিয়ে তদন্ত চলছে।
জেলা পুলিশ সুপার আরও বলেন, মঙ্গলবার সরবরাহ করা ময়নাতদন্ত এবং ভিসেরা প্রতিবেদন উল্লেখ করা হয় যে শাওন ‘সংঘর্ষের সময় মাথায় আঘাতের কারণে’ মারা গিয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী বাংলার মানুষের অধিকার আদায়ে আপোষ করেননি: নৌপ্রতিমন্ত্রী
গত ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের মুক্তারপুরে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির এবং ভোলাও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে বিরোধী দলের তিন নেতাকে হত্যার প্রতিবাদে বিএনপির সমাবেশে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্যসহ ৫০ জন আহত হন।
পুলিশ বিক্ষোভ মিছিল থামাতে গেলে সংঘর্ষের সময় শাওন গুরুতর আহত হন।
পরের দিন তিনি তার আঘাতজনিত কারণে মারা যান।
এসপি মাহফুজুর রহমান আরও জানান, সংঘর্ষের সময় শাওনসহ অন্যরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
তিনি আরও দাবি করেন, ‘একপর্যায়ে শাওন লাঠি আনতে গিয়ে পড়ে যান। সেই মুহুর্তে ধোঁয়া উঠছিল যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যুবদলের অন্য নেতাকর্মীদের ছোড়া ইটের আঘাতে তিনি আহত হয়েছেন ‘
আরও পড়ুন: জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আ.লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে: মোশাররফ