খুলছে
তিন মাস পর খুলছে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন
প্রায় তিন মাস পর মঙ্গলবার (১৫ অক্টোবর) খুলছে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন।
সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ।
আরও পড়ুন: আগামীকাল থেকে শুক্রবারও চলবে মেট্রোরেল
উল্লেখ্য, গত ১৯ জুলাই শিক্ষার্থীদের নেতৃত্বাধীন কোটা সংস্কার আন্দোলন চলাকালে মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রো স্টেশনে ভাঙচুর চালায় অজ্ঞাত ব্যক্তিরা।
দুটি স্টেশনই অনেক বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় এক মাসেরও বেশি সময় ধরে মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। গত ২৫ আগস্ট থেকে মেট্রোরেল চালু হলেও এই দুটি স্টেশন বন্ধ ছিল।
পরে গত ২০ সেপ্টেম্বর কাজীপাড়া মেট্রো স্টেশন পুনরায় চালু করা হয়।
আরও পড়ুন: যান্ত্রিক ত্রুটির কারণে আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল বন্ধ
২ মাস আগে
রবিবার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়, বন্ধ থাকছে ১২ সিটি করপোরেশন ও নরসিংদী পৌরসভায়
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব প্রাথমিক বিদ্যালয় রবিবার থেকে খুলে দেওয়া হবে। তবে ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধই থাকবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, শিশুকল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতাধীন শিক্ষা কেন্দ্রগুলো চালু করা হবে।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কারফিউ চলাকালীন জেলা শিক্ষা কর্মকর্তারা নিজ নিজ জেলার স্থানীয় পরিস্থিতির ভিত্তিতে শ্রেণি কার্যক্রমের সময়সূচি সমন্বয় করতে পারবেন।
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গত ১৭ জুলাই দেশের আটটি সিটি করপোরেশন এলাকার সব সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
আরও পড়ুন: সিটি করপোরেশন এলাকাভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
৪ মাস আগে
রানির জন্য শোক বই খুলছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক বই প্রকাশ করেছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। রবিবার এ শোক বই খোলা হয়।
আরও পড়ুন: এটি বাংলাদেশের জন্য বড় এক বছর: ব্রিটিশ হাইকমিশনার ডিকসন
চলতি সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শোক বই খোলা থাকবে বলে জানা গেছে।
৯৬ বছর বয়সে মারা যাওয়া রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি বিভিন্ন বিশ্বনেতা ও গণ্যমান্য ব্যক্তি শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা রানির গভীর কর্তব্যবোধ, দৃঢ়তা, রসবোধ ও দয়াদ্রতার কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছেন।
আরও পড়ুন: রোহিঙ্গা ইস্যু সমাধানে বিভিন্ন দেশের হস্তক্ষেপ প্রয়োজন: ব্রিটিশ হাইকমিশনার
জলবায়ু কার্যক্রম যুক্তরাজ্যের জন্য অগ্রাধিকার: ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার
২ বছর আগে