বিবি
৩১ মার্চ থেকে নতুন নোট বিনিময় শুরু করবে বাংলাদেশ ব্যাংক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩১ মার্চ থেকে ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক(বিবি)।
সাপ্তাহিক ছুটির দিন এবং সরকারি ছুটির দিন ছাড়া সাধারণ মানুষ ৯ এপ্রিল পর্যন্ত নতুন নোট বদল করতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ৩১ মার্চ থেকে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন শাখার কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় করা হবে।
আরও পড়ুন: ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিদেশ যাত্রা নিষিদ্ধ, রাষ্ট্রীয় সম্মাননার অযোগ্য: বাংলাদেশ ব্যাংক
এছাড়া ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৮০টি শাখা থেকে বিশেষ ব্যবস্থায় ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিনিময় করা হবে।
একজন ব্যক্তি নতুন নোটের জন্য একাধিকবার টাকা বদল করতে পারবেন না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আরও পড়ুন: হুন্ডি অভিযানে দিনে ২০০ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট বন্ধ করছে বাংলাদেশ ব্যাংক: গভর্নর
৮ মাস আগে
শুক্র-শনিবার খোলা থাকবে ব্যাংক: বিবি
নির্বাচনসংক্রান্ত ব্যয় মেটানোর সুবিধার্থে সীমিত জনবল নিয়ে শুক্রবার (৫ জানুয়ারি) ও শনিবার (৬ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রামসহ মেট্রোপলিটন শহর, জেলা ও উপজেলায় শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক(বিবি)।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন একটি নির্দেশনা জারি করে এবং তা সব তফসিলি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
আরও পড়ুন: ১৫ বছরে বিভিন্ন কেলেঙ্কারিতে ব্যাংক থেকে ৯২ হাজার কোটিরও বেশি টাকা পাচার হয়েছে: সিপিডি
এর আগে বুধবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) শুক্রবার ও শনিবার ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশনা দেয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক আজ সার্কুলার জারি করেছে।
এছাড়া যেসব কর্মকর্তা-কর্মচারীকে নির্বাচনী দায়িত্ব দেয়া হয়েছে, তাদের অফিস ডিউটি থেকে মুক্ত রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: উন্নয়ন সত্ত্বেও আয়বৈষম্য বাড়ছে, মূল্যবোধ হ্রাস পাচ্ছে: ড. খলীকুজ্জমান
১০ মাস আগে
খোলা বাজারে ১৫ টাকা বেশি দামে ডলার বিক্রি
বাংলাদেশ ব্যাংকের (বিবি) নির্ধারিত হারে ডলার কেনার বিষয়ে সতর্ক করার পর ব্যাংকগুলোতে মার্কিন ডলারের সংকট আরও গভীর হচ্ছে।
খোলা বাজারে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত দামের চেয়ে প্রায় ১৫ টাকা বেশিতে অর্থাৎ, প্রতি ডলার ১২৮ টাকায় বিক্রি হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা খোলা বাজারে ডলারের এই রেকর্ড দাম সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তারা জানিয়েছেন, উচ্চ হারে ডলারের লেনদেনের পেছনে থাকা অবৈধ ডলার ব্যবসায়ীদের সন্ধান করছে বাংলাদেশ ব্যাংক।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক ইউএনবিকে বলেন, অতিরিক্ত দামে ডলার কিনতে ব্যাংকগুলোকে কঠোরভাবে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।
তিনি বলেন, ব্যাংক রেট উপেক্ষা করে ব্যাংক ডলার কিনলে কেন্দ্রীয় ব্যাংক কঠোর শাস্তি দেবে।
আরও পড়ুন: অক্টোবরে রেমিট্যান্স এসেছে ১.৯৭ বিলিয়ন ডলার
অন্যদিকে, খোলা বাজারে লাগামহীনভাবে বাড়ছে মার্কিন ডলারের দাম। তিন দিনের বিপরীতে খোলা বাজারে ডলারের দাম বেড়েছে তিন টাকা। শনিবার খোলা বাজারে প্রতি মার্কিন ডলার বিক্রি হচ্ছে ১২৭ টাকায়।
এর আগে বুধবার (৮ নভেম্বর) খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ১২৪ টাকায়।
মানি এক্সচেঞ্জারদের জন্য বাংলাদেশ ব্যাংক ডলারের ক্রয়মূল্য নির্ধারণ করেছে ১১৩ টাকা ৭৫ পয়সা এবং বিক্রয়মূল্য ১১৫ টাকা ২৫ পয়সা। তবে, এই দামে কোনো মানি এক্সচেঞ্জে ডলার লেনদেন হয় না।
মানি এক্সচেঞ্জগুলোতে ডলারের লেনদেন না হলেও; মতিঝিল, দিলকুশা, পল্টন, ফকিরাপুল এলাকার বিভিন্ন দোকান ও রেস্তোরাঁ থেকে শনিবার ক্রেতারা প্রতি ডলার ১২৮ টাকা দরে কিনেছেন।
এ বিষয়ে বাংলাদেশ মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব হেলাল সিকদার বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত হারে ডলার লেনদেন হচ্ছে না।
তিনি আরও বলেন, ‘গ্রাহক আসে এবং ডলার না পেয়ে ফিরে যায়। তারা অবৈধ ব্যবসায়ীদের কাছ থেকে চড়া দামে ডলার কিনতে বাধ্য হয়।’
আরও পড়ুন: এক মার্কিন ডলার ১২০ টাকা: মানিচেঞ্জাররা বলছেন হাত খালি, নেটওয়ার্কে বিক্রি হচ্ছে ডলার
বাংলদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২১.১৫ বিলিয়ন ডলার, যা বলছেন অর্থনীতিবিদরা
১ বছর আগে
চিংড়ি-মাছ রপ্তানিতে নগদ সহায়তা দিতে বিবি’র নতুন নীতিমালা জারি
হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছের পণ্য রপ্তানিতে নগদ সহায়তা (প্রণোদনা) দিতে নতুন নির্দেশিকা জারি করেছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।
বুধবার (২৫ অক্টোবর) এই নীতিমালা জারি করে বিবি।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে নগদ সহায়তার আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠানের সার্টিফিকেট জমা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ আজ এ নির্দেশনা জারি করে তা অবিলম্বে বাস্তবায়নের জন্য বৈদেশিক মুদ্রা লেনদেনের সকল অনুমোদিত ডিলারদের কাছে পাঠিয়েছে।
আরও পড়ুন: নতুন টাকা ছাপবেন না: বিবিকে ড. ওয়াহিদউদ্দিনের পরামর্শ
বিজ্ঞপ্তিতে বলা হয়, হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানি খাতে নগদ সহায়তার জন্য আবেদনকারী প্রতিষ্ঠানকে গভীর সমুদ্র থেকে উৎপাদিত হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানির জন্য বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) সদস্য অথবা বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের (বিএমএফএ) সদস্য হতে হবে।
এছাড়া এখন থেকে হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানির বিপরীতে নগদ সহায়তার জন্য আবেদন পত্রের সঙ্গে বিএফএফইএ ও বিএমএফএ সার্টিফিকেট জমা দিতে হবে।
সংশ্লিষ্ট রপ্তানিকারক কোম্পানি মৎস্য অধিদপ্তর কর্তৃক যথাযথভাবে লাইসেন্সপ্রাপ্ত একটি মাছ রপ্তানিকারক কোম্পানি হতে হবে।
নির্দেশনা জারির তারিখ থেকে পাঠানো পণ্যের ক্ষেত্রে এটি কার্যকর হবে।
আরও পড়ুন: মুদ্রাস্ফীতি মোকাবিলায় ঋণের সুদের হার বাড়াল বিবি
১ বছর আগে
মুদ্রাস্ফীতি মোকাবিলায় ঋণের সুদের হার বাড়াল বিবি
মুদ্রাস্ফীতির ক্রমবর্ধমান প্রবণতা নিয়ন্ত্রণে ঋণের সুদের হার ৫০ পয়েন্ট বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
ব্যাংকগুলোর ঋণের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১০ দশমিক ২০ শতাংশ থেকে ১০ দশমিক ৭০ শতাংশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
যে পদ্ধতির ভিত্তিতে এখন ঋণের সুদের হার নির্ধারণ করা হচ্ছে, তা 'স্মার্ট' বা ট্রেজারি বিলের ছয় মাসের চলমান গড় হার নামে পরিচিত। কেন্দ্রীয় ব্যাংক প্রতি মাসের শুরুতে এই হার জানিয়ে দেয়।
আরও পড়ুন: এমএফএস’র ২১৭২৫ অ্যাকাউন্ট স্থগিত করেছে বিএফআইইউ
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক সাংবাদিকদের বলেন, ব্যাংকগুলো এখন রেফারেন্স লেন্ডিং রেটের সঙ্গে সাড়ে ৩ শতাংশ যোগ করতে পারবে, যা ৭ দশমিক ২০ শতাংশের স্মার্ট রেট নামেও পরিচিত।
প্রি-শিপমেন্ট রফতানি ঋণের ক্ষেত্রে ব্যাংকগুলো স্মার্টের সঙ্গে আড়াই শতাংশ যোগ করতে পারে, যা আগে ছিল ২ শতাংশ।
মুদ্রাস্ফীতি মোকাবিলায় পলিসি রেট (রেপো রেট) ৭৫ বেসিস পয়েন্ট বাড়ানোর পর ঋণের হার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
আরও পড়ুন: বৈদেশিক মুদ্রার পরিসংখ্যান মিলছে না: অর্থনীতিবিদ জাহিদ হোসেন
নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলো সেপ্টেম্বরের 'স্মার্ট' রেটের সঙ্গে সর্বোচ্চ সাড়ে ৩ শতাংশ হারে মার্জিন বা সুদ যোগ করে অক্টোবর মাসে ঋণ দিতে পারবে।
চলতি মাসে বড় ঋণের ক্ষেত্রে ব্যাংক থেকে সর্বোচ্চ ১০ দশমিক ৭০ শতাংশ সুদ নেওয়া যাবে। প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণের সুদের হার হবে ৯ দশমিক ৭০ শতাংশ। কৃষি ও পল্লী ঋণের ক্ষেত্রে আগের মতোই সর্বোচ্চ সুদ নেওয়া যাবে ৯ দশমিক ২০ শতাংশ।
আরও পড়ুন: বাংলাদেশের রিজার্ভ-সামষ্টিক অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করছে আইএমএফ
১ বছর আগে
নতুন টাকা ছাপবেন না: বিবিকে ড. ওয়াহিদউদ্দিনের পরামর্শ
ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংককে নতুন টাকা ছাপিয়ে রাষ্ট্রকে ঋণ না দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
বৃহস্পতিবার গভর্নর আবদুর রউফ তালুকদার ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ও মার্কিন ডলারের দামের ওঠানামা নিয়ন্ত্রণের উপায় খুঁজতে ড. ওয়াহিদউদ্দিনের সঙ্গে আলোচনাকালে তিনি এ পরামর্শ দেন।
বাংলাদেশ ব্যাংকের (বিবি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক সাংবাদিকদের বলেন, ওয়াহিদউদ্দিন বর্তমান মুদ্রানীতির যথাযথ বাস্তবায়ন এবং নতুন টাকা ছাপিয়ে সরকারকে ঋণ না দেওয়ার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন: মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ নিলেও আগস্টে খাদ্যমূল্যস্ফীতি বেড়েছে ১২ দশমিক ৫৪ শতাংশ: বিবিএস
মুখপাত্র বলেছেন, গভর্নর দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অন্যান্য সিনিয়র এবং অভিজ্ঞ অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলবেন।
তিনি বলেন,‘দেশের অর্থনৈতিক সংকট নিরসনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আমরা অর্থনীতির বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী মুদ্রানীতি প্রণয়ন করা হবে।’
বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও বাংলাদেশ অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও অন্যান্য দেশের তুলনায় মূল্যস্ফীতি ভালোভাবে নিয়ন্ত্রণে রেখেছে বলে উল্লেখ করেন তিনি।
মুখপাত্র বলেন, কেন্দ্রীয় ব্যাংক আমদানি নিয়ন্ত্রণ, রপ্তানি বৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির মতো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে সবকিছু নিয়ন্ত্রণে রাখার সর্বাত্মক চেষ্টা করছে।
তিনি বলেন, উন্নত দেশগুলোতে মূল্যস্ফীতি ও সুদের হার বেড়ে যাওয়ায় বাংলাদেশও এর প্রভাব পড়েছে।
আরও পড়ুন: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পদক্ষেপের আশ্বাস অর্থমন্ত্রীর
১ বছর আগে
ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্মচারী ও গ্রাহকদের ডেঙ্গু থেকে রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।
ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে এবং ব্যাংক প্রাঙ্গণ ও এর আশপাশ নিয়মিত পরিষ্কার রাখার জন্য রবিবার (১৩ আগস্ট) ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছে ব্যাংকিং নিয়ন্ত্রণ ও নীতি বিভাগ (বিআরপিডি)।
আরও পড়ুন: ৩৫ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা নিয়ে নতুন কৃষি ঋণ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের সুরক্ষার জন্য ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে এবং ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, প্রশিক্ষণ কেন্দ্র, এটিএম বুথ, কল সেন্টার এবং এর আশেপাশ নিয়মিত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছে।
অফিস ভবন ছাড়াও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসিক ভবনের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতেও প্রয়োজনীয় উদ্যোগ নেবে ব্যাংক।
আরও পড়ুন: ব্যাংক পরিচালক হতে পারবেন এক পরিবারের সর্বোচ্চ ৩ জন: বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশের মাথাপিছু ঋণ ৯৫ হাজার টাকা: বাংলাদেশ ব্যাংক
১ বছর আগে
বাংলাদেশি মালিকানাধীন শিপিং এবং এয়ারলাইন কোম্পানিগুলো বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্ট খুলতে পারে: বিবি
বাংলাদেশি মালিকানাধীন শিপিং কোম্পানি ও এয়ারলাইন্সের নামে বৈদেশিক মুদ্রায় হিসাব খোলার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।
এসব শিপিং ও এয়ারলাইন কোম্পানিগুলো বিদেশে তাদের সেবা সম্প্রসারণ করছে, বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এসব হিসাব থেকে কোম্পানিগুলো প্রয়োজনীয় খরচ মেটাতে পারবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিবির প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশি শিপিং কোম্পানি ও এয়ারলাইন্সের বৈদেশিক কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে। এ বিবেচনায় বিদেশ থেকে আয় হিসেবে যে অর্থ আসবে তার ৭৫ শতাংশ বৈদেশিক মুদ্রা হিসেবে জমা করা যাবে।
আরও পড়ুন: এলসি খোলার সংকট শিগগিরই স্বাভাবিক হবে: বিবি গভর্নর
অবশিষ্ট পরিমাণ টাকা নগদ করা হবে। জাহাজ এবং বিমানের পরিচালন ব্যয় বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্ট স্ট্যাটাস সহ করা যেতে পারে।
কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে বাংলাদেশি শিপিং কোম্পানি এবং এয়ারলাইন্স যারা বিদেশি কোম্পানিকে জাহাজ, কন্টেইনার বা বিমান ভাড়া দেয় তারাও বৈদেশিক মুদ্রায় অ্যাকাউন্ট খুলতে পারে। এক্ষেত্রে প্রাপ্ত বৈদেশিক মুদ্রার ৫০ শতাংশ এই হিসাবে জমা করা যেতে পারে। যা জাহাজ, কন্টেইনার বা বিমানের প্রয়োজনীয় ব্যয় মেটাতে ব্যবহার করা যেতে পারে।
বিবি কর্মকর্তারা বলছেন, এখন এজেন্টের ওপর নির্ভর করে বিদেশে ব্যবসা করছে শিপিং ও এয়ারক্রাফট কোম্পানিগুলো। নতুন নির্দেশিকা সেই নির্ভরতা কমিয়ে দেবে।
বৈদেশিক মুদ্রার হিসাব শিথিল করার কারণে স্থানীয় শিপিং ও এয়ারলাইন কোম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারিত হবে।
আরও পড়ুন: এমএফএসের দৈনিক লেনদেন ৩২০০ কোটি টাকা ছাড়িয়েছে: বিবি
বিদেশি বিনিয়োগ প্রতিবেদন দ্রুত পাঠাতে ব্যাংকগুলোকে বিবি’র নির্দেশ
১ বছর আগে
মুদ্রাস্ফীতি ও বিনিময় হার নিয়ন্ত্রণে সতর্কতামূলক মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংকের
বাংলাদেশ ব্যাংক (বিবি) রবিবার মুদ্রাস্ফীতি এবং বিনিময় হারের ওপর চাপ কমানোর লক্ষ্যে চলতি ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য একটি সামঞ্জস্যপূর্ণ সতর্কতামূলক মুদ্রানীতি ঘোষণা করেছে।
চাহিদার হার ও মুদ্রাস্ফীতি রোধে কেন্দ্রীয় ব্যাংক নীতিগত সুদের হার ০ দশমিক ২৫ শতাংশ এবং ভোক্তাদের ঋণের হার ১২ শতাংশে উন্নীত করেছে।
নতুন মুদ্রানীতি কাঙ্খিত ৬ দশমিক ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি প্রবৃদ্ধি) সমর্থন করার জন্য টার্ন লোনের (শিল্প ঋণ) ওপর ৯ শতাংশ সুদের হার জারি রাখে। যা অর্থনীতির উৎপাদনশীল ও কর্মসংস্থানের সুযোগে তহবিলের প্রয়োজনীয় প্রবাহ নিশ্চিত করে।
রবিবার বিকালে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে গভর্নর আবদুর রউফ তালুকদার নতুন 'মনিটারি পলিসি স্টেটমেন্ট (এমপিএস)' প্রকাশ করেন। ২০২২ সালের ১২ জুলাই গভর্নর হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম মুদ্রানীতি ঘোষণা।
নীতি ঘোষণা করার সময় গভর্নর বলেছিলেন যে মুদ্রা বাজার প্রবাহ এবং সুদের হার নিয়ন্ত্রণ করে মুদ্রাস্ফীতি রোধ করার লক্ষ্যে মুদ্রানীতি তৈরি করা হয়েছে।
তিনি বলেন, ভবিষ্যতে কেন্দ্রীয় ব্যাংক এনপিএল (নন-পারফর্মিং লোন) কমাতে এবং ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে কাজ করবে।
কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ভারসাম্য বজায় রাখতে এবং কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জনের জন্য মুদ্রানীতি প্রণয়ন করে।
আরও পড়ুন: জানুয়ারি থেকে বৈদেশিক মুদ্রার সংকট থাকবে না: বাংলাদেশ ব্যাংকের গভর্নর
দেশের আর্থিক ব্যবস্থাপনায় মুদ্রানীতি খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে দেশীয় ঋণ, অর্থ সরবরাহ, দেশীয় সম্পদ, বিদেশি সম্পদ কতটা বাড়বে বা কমবে তার একটি পরিকল্পনা পেশ করা হয়েছে।
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, কাজী সাঈদুর রহমান, আবু ফারাহ মো. নাসের, একেএম সাজেদুর রহমান খান, বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস, প্রধান অর্থনীতিবিদ ড. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেসবাউল হকসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চলতি অর্থবছর ২০২২-২৩-এর দ্বিতীয়ার্ধে বেসরকারি খাতে ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা ১৪ দশমিক ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আগের অর্থবছরে এটি ছিল ১৪ দশমিক ৮ শতাংশ।
তবে বাজেট ঘাটতির কারণে সরকারি খাতে ঋণের পরিমাণ কমেনি বরং ৩৭ দশমিক ৭০ শতাংশ বেড়েছে।
মূল্যস্ফীতির চাপ কমাতে এবং সেইসঙ্গে বিনিয়োগ ও কর্মসংস্থানের জন্য ঋণ সরবরাহ নিশ্চিত করতে রেপো রেট বা পলিসি রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫ দশমিক ৭৫ শতাংশ থেকে ৬ শতাংশ করা হয়েছে।
এর অর্থ হলো ব্যাংকগুলো জরুরি প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা নিলে তাদের অতিরিক্ত সুদ দিতে হবে।
এছাড়া, রিভার্স রেপোও ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪ শতাংশ থেকে ৪.২৫ শতাংশ করা হয়েছে। এখন কেন্দ্রীয় ব্যাংকে টাকা রাখলে ব্যাংকগুলো আগের চেয়ে বেশি সুদ পাবে।
এছাড়া অর্থ সরবরাহের লক্ষ্যমাত্রা ১২ দশমিক ১০ শতাংশ থেকে কমিয়ে ১১ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে।
চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মূল্যস্ফীতি ৫ দশমিক ৬ শতাংশে রাখতে হবে। কিন্তু গত নভেম্বর শেষে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৮৫ শতাংশে।
বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণ নেবে সরকার। সরকার ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘাটতি মেটাতে এক দশমিক ৬ লাখ কোটি টাকার ব্যাংক ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা নিচ্ছে।
চলতি অর্থবছরে ঋণ নেয়ার লক্ষ্যমাত্রার চেয়ে এই সংখ্যা ২৯ হাজার ৮৮২ কোটি টাকা বেশি। চলতি অর্থবছরের বাজেটে ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা ছিল ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা।
আরও পড়ুন: ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনায় বসেছে আইএমএফ দল
প্রবাসীরা ১০ হাজার ডলারের বেশি কাছে রাখতে পারবেন না: বাংলাদেশ ব্যাংক
১ বছর আগে
টাকা অ্যাকাউন্ট খোলার জন্য তথ্যচিত্রের আনুষ্ঠানিকতা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক (বিবি) অনাবাসিক বিনিয়োগকারীদের টাকা অ্যাকাউন্ট (এনআইটিএ) খোলার জন্য তথ্যচিত্রের আনুষ্ঠানিকতা সহজ করেছে।
ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট (এফইআইডি) রবিবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং নির্দেশটি অবিলম্বে কার্যকর করার জন্য বাংলাদেশের সমস্ত অনুমোদিত ডিলারদের (এডি) কাছে পাঠিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বাণিজ্যিক ব্যাংকগুলো এনআইটিএ খোলার জন্য নথির বিভিন্ন সেট ব্যবহার করছে, যা আবেদনকারীদের মধ্যে অস্পষ্টতা তৈরি করতে পারে।
বিজ্ঞপ্তি অনুসারে, এনআরবি-র নামে এনআইটিএ খোলার ক্ষেত্রে অভিন্নতা আনতে আবেদনকারীদের কাছ থেকে নির্দিষ্ট নথি এবং তথ্য নেয়ার পরামর্শ দেয়া হয় অনুমোদিত ডিলারদের।
ডকুমেন্টেশন সহজ করার জন্য বাংলাদেশ ব্যাংক এনআইটিএ খোলার জন্য নথি নির্দিষ্ট করেছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, নথিগুলোর জন্য আবেদনকারীর বৈধ পাসপোর্টের কপি, আবেদনকারীর ছবি, আবেদনকারীর ঠিকানার প্রমাণ, আবেদনকারীর আয়ের নির্ভরযোগ্য উৎস, মনোনীত ব্যক্তিবা নমিনির পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি ও নমিনির ছবি প্রয়োজন।
আরও পড়ুন: এনবিএফআই ৮ বছরের আগে গাড়ি পরিবর্তন করতে পারবে না: বাংলাদেশ ব্যাংক
অনাবাসী বিদেশি নাগরিক বা প্রতিষ্ঠানের নামে এনআইটিএ খোলার জন্য, অনুমোদিত ডিলারদের বিদ্যমান নিয়ম ও প্রবিধানগুলো মেনে চলার জন্য দেশে এবং বিদেশে তাদের শাখাগুলোতে সমন্বিত নথির সেট ঠিক করতে এবং বিতরণ করতে বলা হয়।
ব্যাংকগুলোকে সমস্ত এডি শাখা এবং সেন্ট্রাল প্রসেসিং সেন্টারগুলোকে (সিপিসি) নির্দেশাবলীর সতর্কতা মেনে চলার জন্য পরামর্শ দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে৷
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিজ্ঞাপনগুলোকে ফরেন এক্সচেঞ্জ লেনদেন ২০১৮-এর নির্দেশিকা ও অর্থ পাচার এবং সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করার জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর আগে জারি করা নির্দেশাবলী অনুসরণ করতে হবে।
আরও পড়ুন: চাল, গম আমদানি: ব্যাংকগুলোকে ন্যূনতম এলসি মার্জিন রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক
রমজানের পণ্য আমদানি এলসির অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক
১ বছর আগে