ডাকাতি মামলা
মাদারীপুরে ডাকাতি মামলা ৪ আসামিকে ৬ বছর করে কারাদণ্ড
মাদারীপুরে একটি ডাকাতি মামলার রায়ে চার আসামিকে ছয় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে মাদারীপুর এর অতিরিক্ত জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ওই জেলার সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের রাজ্জাক খা’র ছেলে রহিম খা(৩৭)। একই রাজৈর উপজেলার রিদয়নন্দী গ্রামের ফরহাদ শেখের ছেলে রিপন শেখ। শরিয়তপুরের গোসাইরহাটের মলংচড়া গ্রামের মাসুম দপ্তরী ও ব্রাহ্মণবাড়িয়ার বান্চারামপুরের লাফান্দি গ্রামের শাহ আলম খানের ছেলে সোহেল খান।
আরও পড়ুন: বান্দরবানে সৎ মাকে হত্যার দায়ে ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড
জানা গেছে আসামি রহিম খা ছাড়া অন্যরা পলাতক রয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৫ সালের ৭ ডিসেম্বর রাতে ডাকাতরা সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার বাবুল শরীফের বাড়ির এক ভাড়াটিয়ার ঘরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ডাকাতদের রামদা সহ হাতেনাতে গ্রেপ্তার করে। এ ব্যাপারে মাদারীপুর থানায় একটি ডাকাতি মামলা করা হয়।
আরও পড়ুন: লালমনিরহাটে জেএমবির ৩ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
হালদা নদীতে বিষ প্রয়োগে মাছ শিকার, ১ জনের কারাদণ্ড
১ বছর আগে
ডাকাতি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
মেঘনা নদীতে ডাকাতি মামলায় চাঁদপুরের হাইমচর উপজেলার সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ানম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নীলকমল ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করে নৌ-পুলিশ।
গ্রেপ্তার সালাহউদ্দিন ওই ইউনিয়নের কামাল সরদারের ছেলে এবং একই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ৪নং নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
আরও পড়ুন: চাঁদাবাজি মামলায় খুলনায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই কারাগারে
পুলিশও মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালে ২ জুলাইয়ে ট্রলার মালিক সাদ্দামের অভিযোগের ভিত্তিতে মতলব উত্তরের মোহনপুর নৌ-থানায় একটি ডাকাতি মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তারকৃত আসামি সোহাগ বেপারীকে পুলিশের জিজ্ঞাসাবাদে করলে তিনি ডাকাতির ঘটনায় সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন অন্যতম আসামি বলে স্বাকারোক্তি দেন।
আরও পড়ুন: আ’লীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন: ছেলেসহ ইউপি চেয়ারম্যান আটক
নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাবুল বালা ও ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, গ্রেপ্তার সালাহউদ্দিন সরদারের বিরুদ্ধে মতলব উত্তরে একটি ডাকাতি মামলা রয়েছে। ওই মামলার অন্যতম আসামি সোহাগ বেপারীর স্বীকারোক্তিতে শনিবার (১৭ সেপ্টেম্বর) ৪নং আসামি হিসেবে সালাহউদ্দীনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ইউপি নির্বাচনের সহিংসতা: মানিকগঞ্জে আ’লীগ নেতার ছেলে গ্রেপ্তার
ওসি জানান, আইনগত প্রক্রিয়া শেষে শনিবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়।
২ বছর আগে