মাদারীপুরে একটি ডাকাতি মামলার রায়ে চার আসামিকে ছয় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে মাদারীপুর এর অতিরিক্ত জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ওই জেলার সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের রাজ্জাক খা’র ছেলে রহিম খা(৩৭)। একই রাজৈর উপজেলার রিদয়নন্দী গ্রামের ফরহাদ শেখের ছেলে রিপন শেখ। শরিয়তপুরের গোসাইরহাটের মলংচড়া গ্রামের মাসুম দপ্তরী ও ব্রাহ্মণবাড়িয়ার বান্চারামপুরের লাফান্দি গ্রামের শাহ আলম খানের ছেলে সোহেল খান।
আরও পড়ুন: বান্দরবানে সৎ মাকে হত্যার দায়ে ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড
জানা গেছে আসামি রহিম খা ছাড়া অন্যরা পলাতক রয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৫ সালের ৭ ডিসেম্বর রাতে ডাকাতরা সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার বাবুল শরীফের বাড়ির এক ভাড়াটিয়ার ঘরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ডাকাতদের রামদা সহ হাতেনাতে গ্রেপ্তার করে। এ ব্যাপারে মাদারীপুর থানায় একটি ডাকাতি মামলা করা হয়।