গোল
পর্তুগালের জয়ের রাতে ইতিহাস গড়লেন রোনালদো
ইউরোর ব্যর্থতা ঝেড়ে ফেলে নেশন্স লিগ দিয়ে নতুন শুরুর ইঙ্গিত দিয়েছিলন পর্তুগিজ কোচ রবের্ত মার্তিনেস। তার আহ্বানে সাড়া দিয়েই নেশন্স লিগ অভিযান শুরু করল পর্তুগাল।
রাজধানী লিসবনে বৃহস্পতিবার রাতে ‘এ’ লিগের গ্রুপ-১ এর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতে উয়েফা নেশন্স লিগে শুভসূচনা করেছে পর্তুগাল।
ম্যাচের সপ্তম মিনিটে দিয়োগো দালোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৩৪তম মিনিটে পর্তুগালের ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্তিয়ানো রোনালদো। বিরতির আগে দালোর আত্মঘাতী গোলে ব্যবধান কমায় ক্রোয়েশিয়া। তবে দ্বিতীয়ার্ধে আর গোল না হওয়ায় ওই ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে রবের্ত মার্তিনেসের শিষ্যরা।
ম্যাচের ৩৪তম মিনিটের ওই গোলে অনন্য এক ইতিহাস গড়েছেন রোনালদো। ক্লাব ও জাতীয় দলের হয়ে ৯০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা।
গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পাঁচটি ম্যাচ খেলে একটিও গোল না পাওয়ায় সমালোচকদের তোপের মুখে পড়তে হয় রোনালদোকে। অনেকে তার অবসর নেওয়ার সময় হয়েছে বলেও মন্তব্য করেন। তবে ৯০০ ক্যারিয়ার গোলের মাইলফলক ছুঁয়ে সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন তিনি।
আরও পড়ুন: অবসরের বিষয়ে আগে কাউকে কিছু জানাবেন না রোনালদো
গোলটি করে নিজেকে আর ধরে রাখতে পারেননি এই ফরোয়ার্ড। মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে সতীর্থরা এসে তাকে জড়িয়ে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি অভিনন্দন জানান।
৩ মাস আগে
বিপিএল ফুটবল: ব্রাদার্সকে ৭-১ গোলে উড়িয়ে দিল ঢাকা আবাহনী
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল ২০২৩-২৪ এর রানার্সআপ পর্বে ঢাকা আবাহনী লিমিটেড ও ঢাকা মোহামেডান এসসির মধ্যকার রানার্সআপ লড়াই দেশের দুটি ভিন্ন ভেন্যুতে হয়েছে। তবে দিনের খেলা শেষে লড়াইটি উত্তেজনাপূর্ণ পর্যায়ে চলে গেছে।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুক্রবার(১৭ মে) বিকেলে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে ৭-১ গোলে হারিয়ে লিগ রানার্সআপ হয়েছে ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বিকালের আরেক ম্যাচে নিচের সারির রহমতগঞ্জ এমএফএসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে চলতি লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর চেয়ে আধিপত্য হারিয়েছে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান এসসি।
এর আগে গত শনিবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের (বিপিএল) ফুটবলে ঢাকা মোহামেডান এসসিকে ২-১ গোলে হারিয়ে টানা পঞ্চমবারের মতো শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস।
আরও পড়ুন: জয়ের ধারায় ছেদ পড়ল ‘মেসিবিহীন’ ইন্টার মায়ামির
বসুন্ধরা কিংস ১৫ ম্যাচের তিন ম্যাচ বাকি থাকতেই ৪০ পয়েন্ট অর্জন করেছে এবং ঢাকা আবাহনী লিমিটেড ও ঢাকা মোহামেডান এসসি ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট করে নিয়ে রানার্সআপ হওয়ার জন্য লড়াই মাঠে নামছে।
গোপালগঞ্জে সেন্ট ভিনসেন্টের স্ট্রাইকার কর্নেলিয়াস স্টুয়ার্ট ধানমন্ডির দল আবাহনী লিমিটেডের হয়ে হ্যাটট্রিক করেছেন যথাক্রমে ৭০, ৮৬, ৯০ ও ৯০+৪ মিনিটে।
আবাহনীর হয়ে ১০ ও ৬৪ মিনিটে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়াশিংটন ব্রান্দাও এবং ৯০+২ মিনিটে বাকি গোলটি করেন স্থানীয় মিডফিল্ডার মেরাজ হোসেন অপি।
গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়নের হয়ে ৭৯ মিনিটে পেনাল্টি থেকে সান্ত্বনাসূচক গোলটি করেন উজবেক ডিফেন্ডার নদিরবেক মাভলোনভ।
ম্যাচের ৫০ মিনিটে গাম্বিয়ান ডিফেন্ডার পেপে মুসা ফায়ে সরাসরি লাল কার্ড পাওয়ায় ১০ জনের দলে আটকে যায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব।
ময়মনসিংহে ঢাকা মোহামেডান এসসির হয়ে জোড়া গোল করেন মালির স্ট্রাইকার কাম ক্যাপ্টেন সৌলেমানে দিয়াবাতে।
৯০+৫ মিনিট এবং ৬ মিনিটে মোহামেডান এসসির হয়ে অন্য গোলটি করেন জাফর ইকবাল।
রহমতগঞ্জ এমএফএসের হয়ে ৪২ ও ৬৫ মিনিটে জোড়া গোল করেন ঘানার স্ট্রাইকার স্যামুয়েল কোনি এবং ৩৪ মিনিটে আর্নেস্ট বোয়াটেং বাকি গোলটি করেন।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার বিকালে লিগ পর্বের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী লিমিটেড ও স্বাগতিক শেখ রাসেল কেসির মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
১১ মিনিটের মাথায় গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড শন পল এবং ৭৩ মিনিটে শেখ রাসেল কেসির হয়ে সমতা ফেরান নাইজেরিয়ান ডিফেন্ডার গানিয়ু আতান্দা।
আরও পড়ুন: প্রিমিয়ার লিগে ‘ভিএআর’ বাদ দেওয়ার প্রস্তাব
৭ মাস আগে
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ: কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত বাংলাদেশ
বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় নমপেনের ৩০ হাজার দর্শকপূর্ণ অলিম্পিক স্টেডিয়ামে একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফিফার প্রথম পর্বের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক কম্বোডিয়ান জাতীয় দলকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
কম্বোডিয়ান টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছে।
দিনের সফলতার পর সফরকারী বাংলাদেশ (ফিফা র্যাঙ্কিং ১৯২) তাদের ৬টি ম্যাচের পাঁচটিতে জিতে উচ্চ র্যাঙ্কিং কম্বোডিয়ার (র্যাঙ্কিং ১৭৬) বিরুদ্ধে তাদের অপরাজিত থাকার ধারা বজায় রেখেছে।
২০০৭ সালের আগস্টে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুই দলের মধ্যে বাকি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
আরও পড়ুন: বিপিএল ফুটবল: ফোর্টিস এফসিকে হারিয়ে তৃতীয় স্থানে পুলিশ এফসি
দিনের খেলায় ফয়সাল আহমেদ ফাহিমের লম্বা ক্রসকে কাজে লাগিয়ে ২৪তম মিনিটে বিপদ অঞ্চল থেকে রান প্লেসিং শটে বাংলাদেশের পক্ষে ম্যাচজয়ী গোলটি করেন প্রিমিয়ার লিগের দল ফোর্টিস এফসির মিডফিল্ডার মজিবুর রহমান জনি (১-০)।
বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো প্রতিপক্ষ দলের অন্তত তিনটি ভালো প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বারের নিচে তার তেজ প্রদর্শন করেন।
দিনের ম্যাচে কম্বোডিয়া দল পরাজয় স্বীকার করলেও, তারা তাদের আক্রমণাত্মক ফুটবলের মাধ্যমে বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে এবং গোল করা ছাড়া সবকিছুই করে।
বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ফিনল্যান্ড-ভিত্তিক ডিফেন্ডার তারিক কাজী চূড়ান্ত হুইসেলের মাত্র কয়েক মিনিটে মার্চিং অর্ডার পেয়েছিলেন।
এর আগে, নমপেনে বাংলাদেশ গত সোমবার প্রস্তুতি ম্যাচে তৃতীয় র্যাঙ্কড কম্বোডিয়ান প্রিমিয়ার লিগের দল টিফি আর্মি এফসিকে ১-০ গোলে পরাজিত করে, আবাহনী মিডিয়ার মোহাম্মদ সোহেল রানার একটি গোলে একটি ভালো অনুশীলন করেছে।
আরও পড়ুন: ফেডারেশন কাপ: ১৪ বছর পর আবাহনীকে হারিয়ে মোহামেডানের শিরোপা জয়
এছাড়া, বাংলাদেশ দল বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ২১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত নির্ধারিত আট জাতি ১৪তম সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে শুক্রবার (১৬ জুন) কম্বোডিয়া থেকে সরাসরি ভারতের উদ্দেশ্যে উড়বে।
এর আগে বাংলাদেশ (সাফ) চ্যাম্পিয়নশিপ-২০২৩-এর বি গ্রুপে শীর্ষ বাছাই এবং আমন্ত্রিত লেবানন, দুইবারের চ্যাম্পিয়ন মালদ্বীপ এবং ভুটানের সঙ্গে ড্র করেছে এবং গ্রুপ এ দলে রয়েছে আটবারের চ্যাম্পিয়ন ভারত, আমন্ত্রিত কুয়েত, নেপাল এবং পাকিস্তান।
২০০৩ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ পরের দিন (২২ জুন) একই ভেন্যুতে বিকাল সাড়ে ৩টায় ফেভারিট এবং চূড়ান্ত বাছাই করা লেবাননের বিপক্ষে তাদের অভিযান শুরু করবে।
গত পাঁচটি আসরে গ্রুপ পর্বের বাধা অতিক্রম না করা বাংলাদেশ ২৫ জুন মালদ্বীপের সঙ্গে বিকাল সাড়ে ৩টায় এবং ২৮ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় ভুটানের সঙ্গে তাদের বাকি গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে।
রাউন্ড-রবিন লিগের ম্যাচের পর, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলবে ১ জুলাই এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই।
আরও পড়ুন: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল
১ বছর আগে
কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২: ইরানের বিরুদ্ধে দুর্দান্ত জয়ে শক্তিশালী বার্তা ইংল্যান্ডের
কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ এর দ্বিতীয় ম্যাচে ইরানকে পরাজিত করে ইংল্যান্ড অন্যান্য দলের কাছে একটি শক্তিশালী বার্তা দিয়েছে। একতরফাভাবে মাত্র ১০ মিনিটের মাথায় ইরানের দুর্দশা শুরু হয় যখন গোলরক্ষক আলিরেজা বেইরানভান্ড এবং সেন্টার ব্যাক মাজিদ হোসেইনির মধ্যে হেডের সংঘর্ষে বেইরানভান্দকে আঘাত করে।
প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছিল। যখন জুড বেলিংহামের হেডার ৩৫ মিনিটের মাথায় ইংল্যান্ডের হয়ে গোলের সূচনা করেছিল। বুকায়ো সাকা এবং রাহিম স্টার্লিং এর গোলে ৪৫ মিনিট আগেই ইরানের জন্য খেলা শেষ হয়ে গিয়েছিল।
দ্বিতীয়ার্ধের প্রথমের মতোই শুরু হয়েছিল যখন বুকায়ো সাকা ৬২তম মিনিটে তার সংখ্যা দ্বিগুণ করেছিলেন। ৬৫তম মিনিটে মেহেদি তারেমি ইরানকে আশার আলো দেখান, কিন্তু ৭১তম মিনিটে মার্কাস রাশফোর্ড দ্রুত ফিরে ৫-১ ব্যবধান তৈরি করে।
আরও পড়ুন: স্বাগতিক দেশ কাতার ইকুয়েডরের মুখোমুখি হয়ে বিশ্বকাপের সূচনা
বদলি জ্যাক গ্রিলিশের ৮৯তম মিনিটের গোলটি ইংল্যান্ডের জন্য কেকের উপরে চেরি ছিল। যদিও ইরান খেলার শেষ গোলটি করেছিল। মেহেদি তারেমির ৯০+১০তম মিনিটের পেনাল্টি। খেলার চূড়ান্ত ফলাফল দাঁড়ায় ৬-২ গোল।
ফলাফল
ইংল্যান্ড এখন বি গ্রুপে এগিয়ে আছে এবং ইরান ৪ গোলের ব্যবধানে নীচে রয়েছে। এনার ভ্যালেন্সিয়া, বুকায়ো সাকা এবং মেহেদি তারেমি সবাই গোল্ডেন বুটের জন্য দু’টি গোল বেঁধেছে।
প্রধান ভূমিকায় যারা-
বুকায়ো সাকা: তার প্রথম বিশ্বকাপে আর্সেনালের তরুণ উইঙ্গার থেকে দু’টি গোল
জুড বেলিংহাম: তার হেডার ইংল্যান্ডের জন্য বন্ধদ্বার খুলে দিয়েছে।
হ্যারি কেন: কোনও গোল হয়নি, কিন্তু ইংলিশ অধিনায়কের দু’টি অ্যাসিস্ট নিশ্চিত করেছে যে তার দল মোটামুটি ব্যবধানে জয়ী হয়েছে।
মেহেদি তারেমি: মন্দের ভালো হিসেবে ইরানী পারফরম্যান্সে একমাত্র উজ্জ্বল আলো। খেলায় দু’টি গোল করেন তারেমি।
আরও পড়ুন: ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২২ লাইভ স্ট্রীমিং: কাতার বনাম ইকুয়েডর
ইরানের বিরুদ্ধে ইংল্যান্ডের দুর্দান্ত জয় ছিল কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ এর জন্য তাদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের প্রতি একটি শক্তিশালী বার্তা। এছাড়া, ইউএসএ এবং ওয়েলসকে তাদের গ্রুপ পর্বের ম্যাচে ইংলিশ দলের মুখোমুখি হলে আরও প্রস্তুত হতে হবে।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ-২০২২: আর মাত্র কয়েক ঘন্টা পর শুরু
২ বছর আগে
আ.লীগ ফাঁকা মাঠে গোল দিয়ে চায়: বিএনপি
বিরোধী দলগুলোর অংশগ্রহণ ছাড়াই আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় বলে অভিযোগ করেছে বিএনপি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তিনি (শেখ হাসিনা) চান না বিরোধী দল নির্বাচনে আসুক। তারা ফাঁকা মাঠে গোল করতে এবং ওয়াকওভার পেতে অভ্যস্ত হয়ে গেছে। আমরা বলেছি জনগণ আর এ ধরনের নির্বাচন মেনে নেবে না।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার চায় সব দল অংশগ্রহণ করুক-প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ মন্তব্যের জবাবে শুক্রবার বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন।
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য হাস্যকর: মির্জা ফখরুল
তিনি বলেন, আমরা তো একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বিএনপি নির্বাচনে অংশ নিতে চায় তবে তা হতে হবে প্রকৃত নির্বাচন, ওটা তামাশা হওয়ার জন্য হলে হবে না।
ফখরুল বলেন, যারা নির্বাচনের আগের রাতে ভোট করে ফেলে, ১৫৪ জনকে বিনা ভোটে নির্বাচিত করে, বিরোধী দলের প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণে বাধা দেয় এবং মাঠ ফাঁকা করতে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে তাদের অধীনে একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না।
বিএনপি নেতা বলেন, ‘এটা মেনে নেয়া যায় না যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে নির্বাচন হবে…এভাবেই সামরিক স্বৈরশাসকরা ক্ষমতাকে দীর্ঘায়িত করে কারণ তারা জনগণের কাছে যেতে এবং তাদের কাছে ভোট চাইতে ভয় পায়। এটাই তো বাস্তবতা।’
তিনি বলেন, শেখ হাসিনা দেশের মানুষকে ধোঁকা দিয়ে, ভয় দেখিয়ে এবং মিথ্যার আশ্রয় নিয়ে ক্ষমতায় টিকে আছেন।
ফখরুল বলেন, ‘সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে বিএনপির ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। বরং, তারা (আ.লীগ) শঙ্কিত যে, সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। এটাই হচ্ছে মূল কথা। এজন্য তারা নানা কৌশল ও প্রতারণার মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করছে। তাই মানুষ এখন ভোট দিতে যায় না।’
আরও পড়ুন: অচিরেই দেশব্যাপী সরকার পতন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে: মির্জা ফখরুল
আওয়ামী লীগের সঙ্গে আলোচনার সুযোগ নেই
তিনি অভিযোগ করেন, বিশ্বের অন্যান্য স্বৈরাচারী সরকারের মতো আওয়ামী লীগও ক্ষমতা আঁকড়ে ধরার জন্য নির্বাচনকে প্রহসন ও খেলায় পরিণত করেছে।
এ অবস্থায় বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপি নেতা।
তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে সংলাপ করছি যারা এই সরকারকে মানে না। যারা মনে করে এই সরকার দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ দাবি মেনে নিয়ে ক্ষমতা ছাড়া না হওয়া পর্যন্ত বিএনপির সঙ্গে সংলাপের কোনো প্রশ্নই উঠে না।
আরও পড়ুন: প্রস্তাবিত বাজেট লুটেরা বান্ধব: মির্জা ফখরুল
২ বছর আগে
সাফ মহিলা চ্যাম্পস: চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে সোমবার নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ
সাত জাতি ষষ্ঠ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের নতুন চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে স্বাগতিক নেপালের বিপক্ষে খেলবে হাই ফ্লাইং বাংলাদেশ।
সোমবার (১৯ সেপ্টেম্বর) নেপালের রাজধানীর দশরথ স্টেডিয়ামে (রঙ্গশালা) আঞ্চলিক নারী ফুটবলের ষষ্ঠ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৫টা ১৫ মিনিটে শুরু হবে ।
বাংলাদেশ ও নেপাল উভয় দল চলমান ম্যাচে এখনও পর্যন্ত কোনও গোলে না হারিয়ে অপরাজিত রয়েছে যথাক্রমে চার এবং তিনটি ম্যাচে ২০ এবং ১১ গোল করে।
পড়ুন: সাফ মহিলা চ্যাম্পিয়নস: পাকিস্তানকে ৬-০ গোলে হারাল বাংলাদেশ
২০১৬ সালের ফাইনালিস্ট বাংলাদেশ গত শুক্রবার প্রথম সেমিফাইনালে ভুটানকে 8-0 গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল। এবং শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে চারবারের ফাইনালিস্ট নেপাল নিজেদের ফাইনাল আসন নির্ধারণ করে।
তবে হিমালয়ের দেশ নেপালের বিপক্ষে বাংলাদেশের অতীতের রেকর্ড মোটেও ভালো ছিল না। কারণ, এর আগের তিনটি ম্যাচেই নেপালের কাছে হেরেছে বাংলাদেশ।
যাইহোক, ২০১০ সালে কক্সবাজারে উদ্বোধনী সাফ-এ ভারতের বিরুদ্ধে ছয় গোলে হারানো এবং ২০১৪ সালে ইসলামাবাদ সাফ-তে প্রতিবেশী ভারতের বিরুদ্ধে পাঁচ গোলে পরাজিত হওয়া টাইগাররা চলমান সাক্ষাতে ছন্দ পেয়েছিল। গত সপ্তাহে দশটি ম্যাচের পর তাদের প্রথম গ্রুপের তৃতীয় এবং শেষ ম্যাচে ৩-০ গোলের বিশাল ব্যবধানে ভারতের বিরুদ্ধে জয় পায় বাংলাদেশ।
আরও পড়ুন: সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ভারতের বিপক্ষে প্রথম জয়, সেমিফাইনালে বাংলাদেশ
এর আগে, ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় ছাড়াও বাংলাদেশ প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে পরাজিত করে এবং দ্বিতীয় ম্যাচে ৬-০ গোলে পাকিস্তানকে পরাজিত করে টানা তিন ম্যাচ থেকে পূর্ণ নয় পয়েন্ট অর্জন করে গ্রুপ এ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
তাছাড়া সাফ মহিলাদের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ চলমান আসরে টানা চারটি ম্যাচ জিতেছে। যেখানে বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন পাকিস্তান ও ভুটানের বিপক্ষে দু’টি হ্যাটট্রিক সমন্বিত চার ম্যাচে আট গোল করে গোলদাতার তালিকায় আধিপত্য বিস্তার করেছে।
ভুটানের বিপক্ষে শেষ ম্যাচে চোট পাওয়া বাংলাদেশের ফরোয়ার্ড সিরাজ জাহান স্বপ্নার সোমবারের ফাইনালে খেলা এখনও অনিশ্চিত ।
এদিকে বাংলাদেশ দল রবিবার সকালে দলের হোটেলে জিম সেশন ও যোগ ব্যায়াম করে এবং সকালে ম্যাচ ভেন্যুতে ফাইনালের আগে সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়।
আরও পড়ুন: সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
২ বছর আগে