বিরোধী দলগুলোর অংশগ্রহণ ছাড়াই আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় বলে অভিযোগ করেছে বিএনপি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তিনি (শেখ হাসিনা) চান না বিরোধী দল নির্বাচনে আসুক। তারা ফাঁকা মাঠে গোল করতে এবং ওয়াকওভার পেতে অভ্যস্ত হয়ে গেছে। আমরা বলেছি জনগণ আর এ ধরনের নির্বাচন মেনে নেবে না।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার চায় সব দল অংশগ্রহণ করুক-প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ মন্তব্যের জবাবে শুক্রবার বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন।
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য হাস্যকর: মির্জা ফখরুল
তিনি বলেন, আমরা তো একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বিএনপি নির্বাচনে অংশ নিতে চায় তবে তা হতে হবে প্রকৃত নির্বাচন, ওটা তামাশা হওয়ার জন্য হলে হবে না।
ফখরুল বলেন, যারা নির্বাচনের আগের রাতে ভোট করে ফেলে, ১৫৪ জনকে বিনা ভোটে নির্বাচিত করে, বিরোধী দলের প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণে বাধা দেয় এবং মাঠ ফাঁকা করতে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে তাদের অধীনে একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না।
বিএনপি নেতা বলেন, ‘এটা মেনে নেয়া যায় না যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে নির্বাচন হবে…এভাবেই সামরিক স্বৈরশাসকরা ক্ষমতাকে দীর্ঘায়িত করে কারণ তারা জনগণের কাছে যেতে এবং তাদের কাছে ভোট চাইতে ভয় পায়। এটাই তো বাস্তবতা।’
তিনি বলেন, শেখ হাসিনা দেশের মানুষকে ধোঁকা দিয়ে, ভয় দেখিয়ে এবং মিথ্যার আশ্রয় নিয়ে ক্ষমতায় টিকে আছেন।
ফখরুল বলেন, ‘সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে বিএনপির ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। বরং, তারা (আ.লীগ) শঙ্কিত যে, সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। এটাই হচ্ছে মূল কথা। এজন্য তারা নানা কৌশল ও প্রতারণার মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করছে। তাই মানুষ এখন ভোট দিতে যায় না।’
আরও পড়ুন: অচিরেই দেশব্যাপী সরকার পতন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে: মির্জা ফখরুল
আওয়ামী লীগের সঙ্গে আলোচনার সুযোগ নেই
তিনি অভিযোগ করেন, বিশ্বের অন্যান্য স্বৈরাচারী সরকারের মতো আওয়ামী লীগও ক্ষমতা আঁকড়ে ধরার জন্য নির্বাচনকে প্রহসন ও খেলায় পরিণত করেছে।
এ অবস্থায় বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপি নেতা।
তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে সংলাপ করছি যারা এই সরকারকে মানে না। যারা মনে করে এই সরকার দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ দাবি মেনে নিয়ে ক্ষমতা ছাড়া না হওয়া পর্যন্ত বিএনপির সঙ্গে সংলাপের কোনো প্রশ্নই উঠে না।