বড়াইগ্রাম
বড়াইগ্রামে ধর্ষণ-হত্যার শিকার শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান
নাটোরের বড়াইগ্রামে ধর্ষণের পর নির্মম হত্যার শিকার শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা পাঠিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে পরিবারটিকে এই সহায়তা পাঠান তারেক রহমান। পাশাপাশি এই ঘটনায় ন্যায়বিচার পেতে শিশুর পরিবারটিকে আইনি সহায়তা দেওয়ারও আশ্বাস দেন তিনি। মঙ্গলবার রাতে তারেক রহমানের নির্দেশে নাটোর জেলা বিএনপির সদস্য এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল কাদের মিয়ার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ওই শিশুর বাড়িতে যান।
সেখানে গিয়ে শিশুটির পরিবারকে তারেক রহমানের পাঠানো ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন। এছাড়া, আইনিসহ সব ধরনের সহায়তারও আশ্বাস দেন।
এ সময় নিহত শিশুর মা মোমেনা খাতুন অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আরও পড়ুন: ভুট্টাখেতে শিশুর ঝলসানো বিবস্ত্র লাশ, ধর্ষণ সন্দেহ পুলিশের
প্রসঙ্গত, পয়লা বৈশাখে উপলক্ষে বেড়াতে বের হয়ে ধর্ষণের শিকার হয় প্রবাসী জাহেরুল ইসলামের ৭ বছরের শিশুকন্যা। ধর্ষণের পর তাকে হত্যা করে মুখমণ্ডল অ্যাসিডে ঝলসে দেওয়ার পর পাবনার হরিপুরের একটি ভুট্টা খেতে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেছেন, ‘শিশুটির বাড়ি বড়াইগ্রাম উপজেলায় (নাটোর) হলেও লাশটি উপজেলার সীমান্তবর্তী পাবনার চাটমোহর এলাকায় পাওয়া গেছে। ফলে এই অপরাধটির মামলা চাটমোহর থানায় নেওয়া হবে। তবে দুর্বৃত্তদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে বড়াইগ্রাম থানা পুলিশও যথাযথ দায়িত্ব পালন করবে।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে দুর্বৃত্তদের অনুসন্ধানে পুলিশের তদন্ত দল মাঠে নেমেছে। প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে এই ঘটনা ঘটানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে প্রকৃত কারণ লাশের ময়নাতদন্তের পর জানা যাবে।’
২৫৩ দিন আগে
আগুনে পুড়ল ৪০ বিঘা জমির পানের বরজ
নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে গেছে ৪০ বিঘা পানের বরজ। এ ঘটনায় হতাহতের কোনো খবর পওয়া যায়নি।
আগুনে নিঃস্ব হয়েছেন অন্তত ২০ জন পান চাষি।
আরও পড়ুন: কুমারখালীতে আগুনে পুড়ল দিনমজুরের স্বপ্ন
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ হিসেবে পান চাষিরা বলছেন, উপজেলার বাগডোব গ্রামের নিজাম উদ্দিন তার শুকিয়ে যাওয়া শিমের খেত পরিষ্কার করার জন্য আগুন ধরিয়ে দেন। এক পর্যায়ে বাতাশে সেই আগুন পাশের পানের বরজে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২০ জন চাষির ৪০ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ৪০ বিঘা জমির প্রায় ১৮টি পানের বরজ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
এতে করে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন- আব্দুল লতিব, রাজা মিয়া, আতাহার, হারুন, আবেদ আলী, খতিবসহ ক্ষতিগ্রস্ত কৃষকরা।
ঘটনার পর গ্রাম ছেড়ে পালিয়ে যায় শিম খেতের মালিক নিজাম উদ্দিন।
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, আনুষ্ঠানিকভাবে কেউ অভিযোগ না করলেও এ নিয়ে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে নজরদারি রাখা হয়েছে।
আরও পড়ুন: ঝিনাইদহে কয়েলের আগুনে পুড়ল কৃষকের ৪ মহিষ
চাঁপাইনবাবগঞ্জে আগুনে পুড়ল ৯ দোকান
৫৯৩ দিন আগে
নাটোরে ট্রাকচাপায় নারীর মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের দক্ষিণ বনপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, নাটোর-পাবনা মহাসড়কের দক্ষিণ বনপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাক ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: মেহেরপুরে ট্রাকচাপায় নিহত ২
৬২১ দিন আগে
নাটোরের বড়াইগ্রামে ৩টি বাসে অগ্নিসংযোগ
নাটোরের বড়াইগ্রাম উপজেলা বনপাড়া এলাকায় ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার(২৭ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে পাম্পের পাশে দাঁড়িয়ে থাকা জিএম ট্রাভেলস পরিবহনের ৩টি বাসে আগুন দেওয়া হয়।
এসময় আগুন জ্বলতে দেখে পাম্প কর্মচারি ফায়ার সার্ভিসে খবর দেয়। বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: ঢাকায় ৯টি আসনে নতুন মুখকে মনোনয়ন দিয়েছে আ.লীগ
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতা করেছেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গা-১ আসন: মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদের ওপর হামলার অভিযোগ
৭৫৯ দিন আগে
নাটোরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার পাঁচবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু মো. মিরাজ এলাকার মাসুল আলীর ছেলে।
আরও পড়ুন: নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
স্থানীয়রা জানান, সোমবার সকালে বাড়ির পাশে খেলা গিয়ে নিখোঁজ হয় মিরাজ। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি সংলগ্ন একটি পুকুরে তাকে ভাসতে দেখেন স্বজনরা। পরে স্বজনরা উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুন: দিনাজপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চট্টগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
৭৯৩ দিন আগে
নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে ৩ বছর বয়সের দুই শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার জোনাইল চৌমুহান গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আনাত ও হুমায়রা মামাতো-ফুপাতো ভাই বোন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
এলাকাবাসী জানায়, শিশু হুমায়রা তার মায়ের সঙ্গে ফরিদপুর থেকে নাটোরের বড়াইগ্রামে জোনাইল চৌমুহান গ্রামের নানা বাড়িতে বেড়াতে এসেছিল। রবিবার সকাল ১০টার দিকে মামাতো ভাই আনাতের সঙ্গে খেলতে খেলতে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের মানুষ খোঁজাখুজি করতে পাশের ডোবায় দু’জনের লাশ ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: ফেনীতে আগুনে ঘুমন্ত ২ শিশুর মৃত্যু, দগ্ধ মা
নাটোরে নৌকা ডুবে ২ শিশুর মৃত্যু
৭৯৫ দিন আগে
নাটোরের বড়াইগ্রামে তেলের দোকানের আগুন নিয়ন্ত্রণে
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখড়া বাজারে স্থানীয় একটি জ্বালানি তেল বিক্রির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন ঘটনাস্থলে গিয়ে জানান, দুপুর ১২টার দিকে বাজারের সুজন মন্ডল নামে এক ব্যবসায়ীর তেলের দোকানে গ্যাসের চুলা মেরামত করার সময় সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে যায়। এ সময় দোকানটিতে মজুদ পেট্রোল, ডিজেল, কেরোসিনের ব্যারেলে আগুন ধরে যায়।
আরও পড়ুন: লালবাগে মিষ্টির দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
তিনি আরও বলেন, ধীরে ধীরে আগুন দোকানের পেছনে ওই ব্যবসায়ীর তেলের গোডাউনে ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের লেলিহান শিখায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাজারে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতির পরিমাণ নিরুপণ করা হচ্ছে বলে জানান বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকরামুল হাসান।
আরও পড়ুন: পুরান ঢাকার জুতার গুদামে আগুন নিয়ন্ত্রণে
পুরান ঢাকার নাজিরাবাজারে দোকানের আগুন নিয়ন্ত্রণে
৭৯৭ দিন আগে
নাটোরের বড়াইগ্রামে বাসচাপায় ব্যবসায়ী নিহত
নাটোরের বড়াইগ্রামে বাস চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার আহম্মদপুর বাজার সংলগ্ন নাটোর-ঢাকা জাতীয় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন তালুকদার(৫৫)বালিয়া গ্রামের বাসিন্দা ও বিসিআইসির একজন সারের ডিলার ব্যবসায়ী।
আরও পড়ুন: যশোরে ছুরিকাঘাতে নিহত ১
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানিয়েছেন,সকাল ৮টার দিকে আবুল হোসেন মোটরসাইকেলে বালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে আহম্মদপুর বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে রাজশাহীগামী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে নিহত ১
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের ধাক্কায় নিহত নানী-নাতি
৯১২ দিন আগে
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আহত হয়েছে আরও তিনজন। মঙ্গলবার উপজেলার শ্রীরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিপন (৩৫) কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা আজমতপুরের বাসিন্দা।
আরও পড়ুন: জৈন্তাপুরের সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, শিপন তার প্রবাসী শ্বশুরকে সঙ্গে নিয়ে সকালে ঢাকা বিমানবন্দর থেকে মাইক্রোবাসে কুষ্টিয়া যাচ্ছিলেন। পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলা শিরামপুর এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী শিপন নিহত হয়।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
৯৪৭ দিন আগে
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নাটোরে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন। সোমবার সকালে বড়াইগ্রাম উপজেলার হারোয়া এলাকায় আঞ্চলিক সড়কে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শ্রমিক সূর্য (১৮) লালপুর উপজেলার আবদালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিউল আজম জানিয়েছেন, সকালে বড়াইগ্রাম উপজেলার হারোয়া এলাকায় আঞ্চলিক সড়কে মাটিবাহী একটি ট্রাক্টর পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক সূর্য। আহত হয় তার সহযাত্রী ওয়াহাব।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং ট্রাক্টরটি জব্দ করে।
আরও পড়ুন: জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২
নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
১০৩২ দিন আগে