বড়াইগ্রাম
আগুনে পুড়ল ৪০ বিঘা জমির পানের বরজ
নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে গেছে ৪০ বিঘা পানের বরজ। এ ঘটনায় হতাহতের কোনো খবর পওয়া যায়নি।
আগুনে নিঃস্ব হয়েছেন অন্তত ২০ জন পান চাষি।
আরও পড়ুন: কুমারখালীতে আগুনে পুড়ল দিনমজুরের স্বপ্ন
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ হিসেবে পান চাষিরা বলছেন, উপজেলার বাগডোব গ্রামের নিজাম উদ্দিন তার শুকিয়ে যাওয়া শিমের খেত পরিষ্কার করার জন্য আগুন ধরিয়ে দেন। এক পর্যায়ে বাতাশে সেই আগুন পাশের পানের বরজে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২০ জন চাষির ৪০ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ৪০ বিঘা জমির প্রায় ১৮টি পানের বরজ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
এতে করে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন- আব্দুল লতিব, রাজা মিয়া, আতাহার, হারুন, আবেদ আলী, খতিবসহ ক্ষতিগ্রস্ত কৃষকরা।
ঘটনার পর গ্রাম ছেড়ে পালিয়ে যায় শিম খেতের মালিক নিজাম উদ্দিন।
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, আনুষ্ঠানিকভাবে কেউ অভিযোগ না করলেও এ নিয়ে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে নজরদারি রাখা হয়েছে।
আরও পড়ুন: ঝিনাইদহে কয়েলের আগুনে পুড়ল কৃষকের ৪ মহিষ
চাঁপাইনবাবগঞ্জে আগুনে পুড়ল ৯ দোকান
৩২০ দিন আগে
নাটোরে ট্রাকচাপায় নারীর মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের দক্ষিণ বনপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, নাটোর-পাবনা মহাসড়কের দক্ষিণ বনপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাক ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: মেহেরপুরে ট্রাকচাপায় নিহত ২
৩৪৯ দিন আগে
নাটোরের বড়াইগ্রামে ৩টি বাসে অগ্নিসংযোগ
নাটোরের বড়াইগ্রাম উপজেলা বনপাড়া এলাকায় ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার(২৭ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে পাম্পের পাশে দাঁড়িয়ে থাকা জিএম ট্রাভেলস পরিবহনের ৩টি বাসে আগুন দেওয়া হয়।
এসময় আগুন জ্বলতে দেখে পাম্প কর্মচারি ফায়ার সার্ভিসে খবর দেয়। বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: ঢাকায় ৯টি আসনে নতুন মুখকে মনোনয়ন দিয়েছে আ.লীগ
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতা করেছেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গা-১ আসন: মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদের ওপর হামলার অভিযোগ
৪৮৭ দিন আগে
নাটোরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার পাঁচবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু মো. মিরাজ এলাকার মাসুল আলীর ছেলে।
আরও পড়ুন: নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
স্থানীয়রা জানান, সোমবার সকালে বাড়ির পাশে খেলা গিয়ে নিখোঁজ হয় মিরাজ। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি সংলগ্ন একটি পুকুরে তাকে ভাসতে দেখেন স্বজনরা। পরে স্বজনরা উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুন: দিনাজপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চট্টগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
৫২১ দিন আগে
নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে ৩ বছর বয়সের দুই শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার জোনাইল চৌমুহান গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আনাত ও হুমায়রা মামাতো-ফুপাতো ভাই বোন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
এলাকাবাসী জানায়, শিশু হুমায়রা তার মায়ের সঙ্গে ফরিদপুর থেকে নাটোরের বড়াইগ্রামে জোনাইল চৌমুহান গ্রামের নানা বাড়িতে বেড়াতে এসেছিল। রবিবার সকাল ১০টার দিকে মামাতো ভাই আনাতের সঙ্গে খেলতে খেলতে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের মানুষ খোঁজাখুজি করতে পাশের ডোবায় দু’জনের লাশ ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: ফেনীতে আগুনে ঘুমন্ত ২ শিশুর মৃত্যু, দগ্ধ মা
নাটোরে নৌকা ডুবে ২ শিশুর মৃত্যু
৫২৩ দিন আগে
নাটোরের বড়াইগ্রামে তেলের দোকানের আগুন নিয়ন্ত্রণে
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখড়া বাজারে স্থানীয় একটি জ্বালানি তেল বিক্রির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন ঘটনাস্থলে গিয়ে জানান, দুপুর ১২টার দিকে বাজারের সুজন মন্ডল নামে এক ব্যবসায়ীর তেলের দোকানে গ্যাসের চুলা মেরামত করার সময় সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে যায়। এ সময় দোকানটিতে মজুদ পেট্রোল, ডিজেল, কেরোসিনের ব্যারেলে আগুন ধরে যায়।
আরও পড়ুন: লালবাগে মিষ্টির দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
তিনি আরও বলেন, ধীরে ধীরে আগুন দোকানের পেছনে ওই ব্যবসায়ীর তেলের গোডাউনে ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের লেলিহান শিখায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাজারে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতির পরিমাণ নিরুপণ করা হচ্ছে বলে জানান বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকরামুল হাসান।
আরও পড়ুন: পুরান ঢাকার জুতার গুদামে আগুন নিয়ন্ত্রণে
পুরান ঢাকার নাজিরাবাজারে দোকানের আগুন নিয়ন্ত্রণে
৫২৫ দিন আগে
নাটোরের বড়াইগ্রামে বাসচাপায় ব্যবসায়ী নিহত
নাটোরের বড়াইগ্রামে বাস চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার আহম্মদপুর বাজার সংলগ্ন নাটোর-ঢাকা জাতীয় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন তালুকদার(৫৫)বালিয়া গ্রামের বাসিন্দা ও বিসিআইসির একজন সারের ডিলার ব্যবসায়ী।
আরও পড়ুন: যশোরে ছুরিকাঘাতে নিহত ১
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানিয়েছেন,সকাল ৮টার দিকে আবুল হোসেন মোটরসাইকেলে বালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে আহম্মদপুর বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে রাজশাহীগামী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে নিহত ১
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের ধাক্কায় নিহত নানী-নাতি
৬৪০ দিন আগে
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আহত হয়েছে আরও তিনজন। মঙ্গলবার উপজেলার শ্রীরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিপন (৩৫) কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা আজমতপুরের বাসিন্দা।
আরও পড়ুন: জৈন্তাপুরের সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, শিপন তার প্রবাসী শ্বশুরকে সঙ্গে নিয়ে সকালে ঢাকা বিমানবন্দর থেকে মাইক্রোবাসে কুষ্টিয়া যাচ্ছিলেন। পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলা শিরামপুর এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী শিপন নিহত হয়।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
৬৭৫ দিন আগে
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নাটোরে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন। সোমবার সকালে বড়াইগ্রাম উপজেলার হারোয়া এলাকায় আঞ্চলিক সড়কে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শ্রমিক সূর্য (১৮) লালপুর উপজেলার আবদালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিউল আজম জানিয়েছেন, সকালে বড়াইগ্রাম উপজেলার হারোয়া এলাকায় আঞ্চলিক সড়কে মাটিবাহী একটি ট্রাক্টর পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক সূর্য। আহত হয় তার সহযাত্রী ওয়াহাব।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং ট্রাক্টরটি জব্দ করে।
আরও পড়ুন: জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২
নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
৭৬০ দিন আগে
বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কয়েনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন-মাইক্রোবাস চালক মনিরুজ্জামান ও যাত্রী আল মাহবুব। দুজনই চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসিন্দা।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ২টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েনবাজার এলাকায় চুয়াডাঙ্গা থেকে রাজশাহীগামী মাইক্রোবাসের সাথে পাকসী থেকে বনপাড়ামুখী বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে বনপাড়ার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
লাশ দুটি বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পড়ুন: ঈদের ছুটিতে সড়কে ৩৭৬ জনের প্রাণহানি: আরএসএফ
বাংলাদেশে সড়ক দুর্ঘটনা পরিস্থিতি
সারাদেশে গত এপ্রিলে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় ৫৪৩ জন নিহত এবং ৬১২ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে নারী ৬৭ এবং শিশু ৮১ জন রয়েছে।
সম্প্রতি রোড সেফটি ফাউন্ডেশন (আরএসএফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংগঠনটি ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
সবচেয়ে বেশি ১৮৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ২০৬ জন, যা মোট নিহতের ৩৭.৯৩ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৪.২৬ শতাংশ। দুর্ঘটনায় ১১৬ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২১.৩৬ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৮৭ জন, অর্থাৎ ১৬ শতাংশ।
এ সময়ে ৬টি নৌদুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে এবং ৬ জন নিখোঁজ রয়েছে। ২১টি রেলপথ দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে।
পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী নিহত
১০৪৫ দিন আগে