পেঁচিয়ে
শ্যালো মেশিনের সঙ্গে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
জামালপুরের ইসলামপুর উপজেলার চিনারচর পূর্বপাড়ায় শ্যালো মেশিনের সঙ্গে ওড়না পেঁচিয়ে রাশেদা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: কোটা আন্দোলন: ঢাকা কলেজের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
রাশেদা বেগম চিনারচর পূর্বপাড়া গ্রামে মৃত শক্কুর আলীর স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাশেদা বেগম বাড়ির পাশে ফসলের মাঠে কাজ করার সময় অসাবধানতাবশত শ্যালো মেশিনে গলার ওড়না পেঁচিয়ে যায়। এতে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘এ ঘটনায় ইসলামপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
আরও পড়ুন: রাজবাড়ীতে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
মানিকগঞ্জে পিকনিকের ট্রলার ডুবিতে নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার
৪ মাস আগে
কাশির জন্য গলায় পেঁচিয়ে রাখা কাপড়ই হলো তার কাল!
গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে গলায় থাকা কাপড় পেঁচিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার ভোরে ব্রহ্মপুত্র নদের জোগারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জেলাল উদ্দিন (৩৫) ওই উপজেলার উড়িয়া ইউনিয়নের মধ্য উড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, জেলাল উদ্দিন রবিবার ভোরে গরুর ঘাস কাটার জন্য ব্রহ্মপুত্র নদের কালাসোনার চরের উদ্দেশ্যে বাড়ি থেকে ইঞ্জিনচালিত ছোট নৌকা নিয়ে একাই বের হয়ে যান।
আরও পড়ুন: গাইবান্ধায় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালাল আসামি
কয়েকদিন থেকে শ্বাসকষ্টের সমস্যা থাকায় তিনি গলায় একটি কাপড় জড়িয়ে ছিলেন। পথে অসাবধানতাবশত নৌকার ইঞ্জিনের চাকার সঙ্গে গলায় জড়ানো কাপড়ের প্যাঁচ লেগে যায়। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই জেলাল উদ্দিনের মৃত্যু হয়।
সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় লোকজন নদীর ধারে নৌকায় ভাসমান অবস্থায় তাকে দেখতে পেয়ে তাৎক্ষণিক নিহতের পরিবারকে খবর দেয়। পরবর্তীতে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।
অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি স্বীকার করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, ব্রহ্মপুত্র নদে ঘাস কাটতে গিয়ে জেলাল উদ্দিনের মৃত্যু হয়েছে।
নিহতের বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
আরও পড়ুন: গাইবান্ধায় হাতকড়াসহ পালানো সেই আসামি ৫ দিন পর গ্রেপ্তার
গাইবান্ধায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
২ বছর আগে