জামালপুরের ইসলামপুর উপজেলার চিনারচর পূর্বপাড়ায় শ্যালো মেশিনের সঙ্গে ওড়না পেঁচিয়ে রাশেদা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: কোটা আন্দোলন: ঢাকা কলেজের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
রাশেদা বেগম চিনারচর পূর্বপাড়া গ্রামে মৃত শক্কুর আলীর স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাশেদা বেগম বাড়ির পাশে ফসলের মাঠে কাজ করার সময় অসাবধানতাবশত শ্যালো মেশিনে গলার ওড়না পেঁচিয়ে যায়। এতে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘এ ঘটনায় ইসলামপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
আরও পড়ুন: রাজবাড়ীতে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার