রাজধানীর মহাখালীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৩ বছর বয়সী আরও একজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।
বৃহস্পতিবার বিকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, নিহত রফিকুল ইসলাম (৬৩) মিরপুর-১ এর শাহ আলী বাগ এলাকার শফিউদ্দিনের ছেলে। এর আগে আগুন থেকে বাঁচতে গিয়ে পড়ে মারা যান হাসনা হেনা (২৭)।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ১৪ তলা ভবনের ১৩ তলার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
আরও পড়ুন: মহাখালীতে বহুতল ভবনে আগুন
এ পর্যন্ত ওই ভবন থেকে আটজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী ও বিজিবির সদস্যরা আগুন নিয়ন্ত্রণে অভিযানে অংশ নিয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
বহুতল ভবনটির আগুন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডের কারণে মহাখালীর আমতলী থেকে গুলশান-১ পর্যন্ত সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া মহাখালী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।