সড়ক দুর্ঘটনায়
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশ নিহত, গ্রেপ্তার ৩
গাইবান্ধা ট্রাকের চাপায় ট্রাফিক পুলিশের এক সদস্য নিহতের ঘটনায় ট্রাক চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন- ট্রাক চালক রংপুরের মাহিগঞ্জ থানার সঙ্গীর টারী গ্রামের আব্দুল আজিজের ছেলে জামাল মিয়া, সহযোগী একই এলাকার ক্ষুদ্র রংপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে মশিউর রহমান (২৯) ও ট্রাক মালিক জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর মরুয়াদহ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আনিছুর রহমান (৪৪)।
আরও পড়ুন: সাঈদীর চিকিৎসককে প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেপ্তার ২
শনিবার (২৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) কালাম হোসেন জানান, রংপুর নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছেন।
এর আগে গত ২৪ আগস্ট গাইবান্ধার জিরো পয়েন্ট এলাকায় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ বিপ্লবের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ট্রাকের ধাক্কায় ট্রাফিক পুলিশের মৃত্যুর কথা স্বীকার করেছে।
পুলিশ দুর্ঘটনায় জড়িত ট্রাকটিও জব্দ করেছে বলে জানান এসপি।
আরও পড়ুন: পাবিপ্রবিতে ২ শ্রমিক নিহতের ঘটনায় পিডিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
পিরোজপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
১ বছর আগে
যশোরে সড়ক দুর্ঘটনায় ৩ কলেজছাত্র নিহত
যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ (২২),দুর্গাপুর গ্রামের নাজির আলীর ছেলে আরমান (২২) ও আলমগীর হোসেনের ছেলে আসিফ (২১)।
তারা সবাই যশোর সদর উপজেলার নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়,শুক্রবার রাত সোয়া ৯টার দিকে যশোর বেনাপোল সড়কের নতুনহাট গাজীর দরগা এলাকায় অজ্ঞাত ট্রাকচাকায় পৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই আসিফ ও আরমান নিহত হয়েছেন এবং সালমান যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাতনামা ট্রাকচাপা দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন নিহত হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ৪, আহত ১৫
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত, আহত ১০
সেপ্টেম্বরে ৪০৭ সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জনের প্রাণহানি: আরএসএফ
২ বছর আগে