১৫ অক্টোবর
এইচএসসি’র ফল প্রকাশ ১৫ অক্টোবর
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১৫ অক্টোবর প্রকাশ করা হবে।
সোমবার (৭ অক্টোবর) বিকালে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার ইউএনবিকে ফোনে এ তথ্য জানান।
আরও পড়ুন: এইচএসসি-সমমানের বাকি সব পরীক্ষা বাতিল
তিনি বলেন, ওই দিন সকাল ১১টায় স্ব স্ব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানেরা এই ফল প্রকাশ করবেন।
তিনি আরও বলেন, ‘অন্যান্য সময়ে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করতেন। তবে এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তা করছেন না বলেও জানান তিনি।’
তিনি বলেন, এবার স্ব স্ব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানেরাই ফল প্রকাশ করবেন।
চলতি বছরের ৩০ জুন সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৯ হাজার ৪৬৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী ২ হাজার ২৭৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।
আট দিনের পরীক্ষা শেষে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সৃষ্ট পরিস্থিতির কারণে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়।
এরপর আরও তিনবার পরীক্ষা স্থগিত করে সরকার।
অবশেষে সব পরীক্ষা স্থগিত করে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচি প্রকাশ করা হয়। সে অনুযায়ী গত ৮ সেপ্টেম্বরের মধ্যে লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল।
গত ২৪ আগস্ট এইচএসসির বাকি সব পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। সেদিন সচিবালয়ে কিছু শিক্ষার্থীর বিক্ষোভ ও দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: এইচএসসির ফল প্রকাশ শিগগিরই: শিক্ষা মন্ত্রণালয়
২ মাস আগে
আইসিসি বিশ্বকাপ ২০২৩: ইংল্যান্ডের বিপক্ষে দারুণ শুরু আফগানিস্তানের
দিল্লিতে ইংল্যান্ডের বিপক্ষে রবিবার (১৫ অক্টোবর) আইসিসি বিশ্বকাপের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান।
আফগান দলের জন্য শক্ত ভিত্তি হলেন- রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৫৮ রানের বেশি তুলে ফেলেছে আফগানরা। এছাড়া আফগানিস্তান তাদের ইনিংসের দশম ওভারে বিনা উইকেটে ৭৯ রান তোলে।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: নিউজিল্যান্ডকে ২৪৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ
রহমানউল্লাহ ৩১ বলে ৪৬ রান করেন। ডানহাতি এই ব্যাটসম্যান ছয়টি চার ও দুটি ছক্কাও হাঁকিয়েছেন। এ ছাড়া ইকরাম আলিখিল পাঁচ বল খেলে পাঁচ রানে ব্যাট করছেন এবং হাশমতউল্লাহ শাহিদি ২৮ বল খেলে ১২ রানে ব্যাট করছেন।
বাংলাদেশ ও ভারতের বিপক্ষে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরেছে আফগানিস্তান। অন্যদিকে ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে গেলেও বাংলাদেশের বিপক্ষে জয় নিশ্চিত করে।
আফগানিস্তান একাদশ-
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), রশিদ খান, মুজিব-উল-হক, নাভিন-উল-হক, ফজলহাক ফারুকি।
ইংল্যান্ড একাদশ-
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ, রিস টপলি।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: পাকিস্তানকে উড়িয়ে ভারতের জয়ের ধারা অব্যাহত
আইসিসি বিশ্বকাপ ২০২৩: ভারতের বিধ্বংসী বোলিংয়ে ১৯১ রানে পাকিস্তান অলআউট
১ বছর আগে
১৫ অক্টোবর এক মিনিটের জন্য শব্দহীন থাকবে রাজধানী ঢাকা
শব্দদূষণ বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ঢাকা শহরকে শব্দহীন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার শব্দদূষণ রোধকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: ঢাকার বাতাসের মান শুক্রবার সকালে ‘মধ্যম’ পর্যায়ে
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচি সফল করার জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, সব ধরনের পরিবহন ও নির্মাণ সমিতি, বিআরটিএ, মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, পুলিশ বিভাগ, স্কাউটসহ সব প্রকার গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহায়তা নেওয়া হবে।
ঢাকা শহরের ১০টি শব্দদূষণপূর্ণ স্থানে ১৫ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত শব্দদূষণ নিয়ন্ত্রণ বিষয়ে বিশেষ ক্যাম্পেইন চালানো হবে।
শব্দ সৃষ্টিকারীদের মাঝে সচেতনতামূলক স্টিকার বিতরণ করা হবে। পরে ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত শব্দহীন থাকবে ঢাকা শহর।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, শব্দহীন থাকা যে কত শান্তির তা জনগণকে বোঝানোর চেষ্টা করা হবে। মানুষের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সকলে একসাথে কাজ করে শব্দদূষণ রোধ করতেই হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পদূনি) মো. মিজানূর রহমান, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ফাহমিদা খানম প্রমুখ।
আরও পড়ুন: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: এক মাসে ১০ লাখ যান চলাচল, প্রত্যাশার চেয়ে ৫০% বেশি
টানা দ্বিতীয় দিনের মতো ঢাকার বাতাসের মান ‘মধ্যম’ পর্যায়ে
১ বছর আগে
ব্রুনাইয়ের সুলতান আসছেন ১৫ অক্টোবর: মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মঙ্গলবার বলেছেন, ব্রুনাই সুলতান হাজী হাসানাল বলকিয়াহ’র বাংলাদেশে রাষ্ট্রীয় সফর নির্ধারিত হয়েছে ১৫ থেকে ১৭ অক্টোবর।
আব্দুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, সফরটি ১৪ থেকে ১৬ অক্টোবর নির্ধারিত ছিল।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুলতানকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
যেসব দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে সেগুলোর একটি হচ্ছে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে ফ্লাইট চালু। বাংলাদেশ থেকে জনবল নিয়োগের বিষয়ে দ্বিতীয় সমঝোতা স্মারক সই হবে।
ব্রুনাইয়ের সঙ্গে জ্বালানি সহযোগিতার বিষয়ে এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, বাংলাদেশ এ বিষয়ে আলোচনা করছে এবং উপলব্ধ সব বিকল্প অনুসন্ধান করছে।
আরও পড়ুন: মিয়ানমারের পরিস্থিতি ও রোহিঙ্গাদের নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই যুদ্ধ অবশ্যই বন্ধ হতে হবে। আমরা কোনো যুদ্ধ চাই না। যদি যুদ্ধ বন্ধের কোনো ইঙ্গিত পাওয়া যায়, আমরা খুব খুশি হব। আমরা আমাদের নিজস্ব অবস্থান শেয়ার করলে যুক্তরাজ্যও তাদের অবস্থান জানায় (সোমবার মোমেন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোন কথোপকথনের সময়)।’
তিনি বলেন, ‘আমাদের নির্দিষ্ট কিছু নীতি আছে। আমরা জাতিসংঘের ভূমিকায় বিশ্বাস করি। আমরা আমাদের সিদ্ধান্ত বিচক্ষণভাবে নেব (কোনো রেজুলেশনে ভোট দেয়ার সময়)। আমরা আমাদের স্বার্থের সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নিই।’
ব্রুনাই দারুসসালাম সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহ বাংলাদেশে অবস্থানকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।
সফরকালে সুলতান সাভারে অবস্থিত জাতীয় শহীদ স্মৃতিসৌধও পরিদর্শন করবেন।
ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনা ইউএনবিকে বলেন, ‘বাংলাদেশে এটিই ব্রুনাইয়ের কোনো সুলতানের প্রথম রাষ্ট্রীয় সফর হতে যাচ্ছে।’
তিনি বলেন, তিন দিনের এই সফর বিশেষ তাৎপর্য বহন করে।
সফরকালে সুলতান ওয়াদ্দৌলাহ অন্যান্য ব্যস্ততার পাশাপাশি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।
সফরকালে পররাষ্ট্রমন্ত্রী মোমেনও তার সঙ্গে সাক্ষাৎ করবেন।
আরও পড়ুন: উন্নয়ন প্রকল্পে অর্থের তুলনায় কাজ উন্নত হয় না: পররাষ্ট্রমন্ত্রী
বৈশ্বিক খাদ্য সংকটে বাংলাদেশের ক্ষতি হবে না: পররাষ্ট্রমন্ত্রী
২ বছর আগে
১৫ অক্টোবর থেকে নতুন পণ্য বিক্রিতে যেতে পারে ইভ্যালি
ইভ্যালির সহ-প্রতিষ্ঠাতা এবং ই-কমার্স প্ল্যাটফর্মের প্রাক্তন চেয়ারম্যান শামীমা নাসরিন ১৫ অক্টোবর থেকে পণ্য বিক্রির জন্য একটি নতুন প্রচার শুরু করার ইঙ্গিত দিয়েছেন।
সম্প্রতি তিনি বলেন, ‘যদি আমরা ব্যবসা শুরু করতে পারি, আমরা এগিয়ে যেতে পারব। আমরা প্রথম দিন থেকেই লাভে পণ্য বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি।’
শামীমা বলেন, ইভ্যালি এক বছর নিরবচ্ছিন্নভাবে ব্যবসা চালাতে পারলে ঋণ পরিশোধ করা সম্ভব হবে।
তিনি গ্রাহকদের ইভ্যালিতে বিশ্বাস রাখার আহ্বান জানান।
আরও পড়ুন: ইভ্যালির সিইও রাসেলের জামিন মঞ্জুর
শামীমা বলেন, ‘আমাদের অপারেশন পরিচালনার জন্য হাইকোর্ট কর্তৃক নিযুক্ত দুইজন স্বতন্ত্র পরিচালক আছেন।’
যেকোনো শর্তে রাসেলের জামিন চাইবেন বলে জানিয়ে তিনি বলেন, ইভ্যালির জন্য এগিয়ে যাওয়া প্রয়োজন।
ইভ্যালি বিনিয়োগকারীদের কাছ থেকে কত টাকা পেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের গ্রেপ্তারের পর অনেক বিনিয়োগকারী আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। এখন আবার ব্যবসা শুরু করলে নতুন বিনিয়োগকারী আসবে।’
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শামীমা বলেন, ইভ্যালির ৪৫ লাখ ক্রেতা ও ৩০ হাজার বিক্রেতা (ব্যবসায়িক সহযোগী) তাদের দৈনন্দিন প্রয়োজনে নিয়মিত পণ্য ক্রয় করলে দেশি-বিদেশি বিনিয়োগ আনা সহজ হবে।
তিনি বলেন, জামিনে মুক্তির পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে হলফনামার মাধ্যমে চার শতাধিক বিক্রেতা ইভ্যালিকে নতুন পণ্যে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ক্রেতা-বিক্রেতাদের স্বার্থ রক্ষায় সরকারের নিবিড় তত্ত্বাবধানে ইভ্যালি পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করেছে হাইকোর্ট।
ইভ্যালির সাবেক চেয়ারম্যান বলেন, ই-ক্যাবের মোহাম্মদ সাহাব উদ্দিন শিপন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. কাজী কামরুন নাহার বোর্ডে রয়েছেন।
শামীমা বলেন, ‘আমরা ক্যাশ অন ডেলিভারি, পিক অ্যান্ড পে এবং ডেলিভারির আগে নগদ পণ্য বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। ইভ্যালি লাভ ছাড়া একটি পণ্যও বিক্রি করবে না।’
আরও পড়ুন: নতুন করে ইভ্যালি চালু করতে আদালতে আবেদন
চট্টগ্রামে ইভ্যালির সাবেক সিইও ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা
২ বছর আগে