দিল্লিতে ইংল্যান্ডের বিপক্ষে রবিবার (১৫ অক্টোবর) আইসিসি বিশ্বকাপের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান।
আফগান দলের জন্য শক্ত ভিত্তি হলেন- রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৫৮ রানের বেশি তুলে ফেলেছে আফগানরা। এছাড়া আফগানিস্তান তাদের ইনিংসের দশম ওভারে বিনা উইকেটে ৭৯ রান তোলে।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: নিউজিল্যান্ডকে ২৪৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ
রহমানউল্লাহ ৩১ বলে ৪৬ রান করেন। ডানহাতি এই ব্যাটসম্যান ছয়টি চার ও দুটি ছক্কাও হাঁকিয়েছেন। এ ছাড়া ইকরাম আলিখিল পাঁচ বল খেলে পাঁচ রানে ব্যাট করছেন এবং হাশমতউল্লাহ শাহিদি ২৮ বল খেলে ১২ রানে ব্যাট করছেন।
বাংলাদেশ ও ভারতের বিপক্ষে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরেছে আফগানিস্তান। অন্যদিকে ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে গেলেও বাংলাদেশের বিপক্ষে জয় নিশ্চিত করে।
আফগানিস্তান একাদশ-
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), রশিদ খান, মুজিব-উল-হক, নাভিন-উল-হক, ফজলহাক ফারুকি।
ইংল্যান্ড একাদশ-
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ, রিস টপলি।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: পাকিস্তানকে উড়িয়ে ভারতের জয়ের ধারা অব্যাহত
আইসিসি বিশ্বকাপ ২০২৩: ভারতের বিধ্বংসী বোলিংয়ে ১৯১ রানে পাকিস্তান অলআউট