অ্যাডিলেড
অ্যাডিলেড ও পার্থে সোলসের জমাজমাট কনসার্ট
দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস ৫০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্টে অংশ নিয়েছে। এরই ধারাবাহিকায় অ্যাডিলেড ও পার্থে দুটি কনসার্টে গান পরিবেশন করে সোলস।
গত ২৩ সেপ্টেম্বর সোলস লাইভ ইন অ্যাডিলেড কনসার্টের আয়োজন করেছিল আড্ডা।
এদিন উডভিলে টাউন হলে সোলস প্রায় দুই ঘন্টা গান শুনিয়ে দর্শকদের মুগ্ধ করে। এর পরদিনই পার্থ শহরের-কারটিন থিয়েটারে প্রয়াসের আয়োজনে সোলস লাইভ ইন পার্থ কনসার্টে গান পরিবেশন করেন ব্যান্ডটি। এদিন সোলস দর্শকের পছন্দের গান গেয়ে শোনান। এই দুটি কনসার্টের মধ্যে দিয়ে সোলসের অস্ট্রেলিয়া সফর শেষ হলো।
সুবর্ণজয়ন্তীতে সোলসের অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গে ব্যান্ডটির প্রধান পার্থ বড়ুয়া বলেন, ‘দুটি শহরে একদিনের ব্যবধানে অনুষ্ঠান করেছি। সত্যি বলতে কী? আমরা শ্রোতাদের গান শোনাতেই এই পরিশ্রম করছি। দর্শকরাও আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে। এবারের অস্ট্রেলিয়া সফরে সোলস ছয়টি কনসার্টে অংশ নিয়েছে। প্রতিটি অনুষ্ঠানে দর্শকরা সোলসের গানগুলো উপভোগ করেছে।’
আরও পড়ুন: ৫০ বছর পূর্তিতে সোলসের পঞ্চম গান ‘হাওয়াই মিঠাই’
১ বছর আগে
ভারত-পাকিস্তানকে হারাতে পারলে তা হবে ‘অঘটন’: সাকিব
দক্ষিণ এশিয়ার ফেভারিট ভারত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, সুপার-১২ এর শেষ দুই ম্যাচে দল দুইটির যেকোনো একটিকেও হারাতে পারলে তা হবে ‘অঘটন’।
বাংলাদেশ এখন পর্যন্ত তাদের প্রথম তিন ম্যাচের দুটিতে জয়লাভ করেছে এবং ভারতও দুটি জয় নিজেদের দখলে নিয়েছে। তবে ভালো রান রেটের কারণে ভারত পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে। পাঁচ পয়েন্ট নিয়ে প্রথম স্থান দখল করেছে দক্ষিণ আফ্রিকা। এখন বুধবারের ম্যাচে জয় সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করতে পারে।
২০১৮ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশ এশিয়া কাপ ও নিদাহাস ট্রফির দুটি ফাইনাল খেলেছে এবং দুটিতেই হেরেছে। দুইবারই বাংলাদেশ জয়ের কাছাকাছি গেলেও ম্যাচ শেষ করতে ব্যর্থ হয়।
তবে প্রতিবেশি দেশের বিপক্ষে আরেকটি লড়াইয়ের আগে বাংলাদেশের অধিনায়ক অতীত নিয়ে মাথা ঘামাচ্ছেন না।
সাকিব বলেন, ‘প্রতিপক্ষ যেই হোক না কেন, আমরা শুধু ভালো ক্রিকেট খেলতে চাই। গত ম্যাচে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। দর্শকরা খুশি হয়েছিল। আশা করি ভারতের বিপক্ষে আমরা এরকম আরেকটি ম্যাচ খেলতে পারব।’
বাংলাদেশ ভারতকে হারাতে পারলে সেমিফাইনালে যাওয়ার দারুণ সুযোগ থাকবে তাদের। বাংলাদেশ হারলেও শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে ভালো সুযোগ থাকবে তাদের।
তিনি আরও বলেন, ‘দুই দলই আমাদের চেয়ে ভালো। তারা কয়েক বছর ধরে ভালো ক্রিকেট খেলছে। আমরা যদি তাদের পরাজিত করতে পারি, তবে এটি একটি ‘অঘটন’ হিসেবে গণ্য হবে এবং আমরা সত্যিই এটি করতে আগ্রহী।’
ভারত বরাবরই বাংলাদেশের কঠিন প্রতিপক্ষ। এখন পর্যন্ত বাংলাদেশ ভারতের বিপক্ষে ১১টি ম্যাচ খেলেছে এবং মাত্র একটিতে জয় পেয়েছে। এই পরিসংখ্যানই এই দুই দলের পার্থক্য প্রমাণের জন্য যথেষ্ট। তারপরও যখন বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে, তখন বাংলাদেশের কাছ থেকে প্রত্যাশা বেড়ে যায়। সমর্থকদের জন্য ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় একটি বিশাল উদযাপন হয়ে দাঁড়াবে। তাই দলও কি একই মনোভাব রাখে? সাকিব বলেন, না!
মঙ্গলবার অ্যাডিলেডে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাকিব জানান, ‘আমি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে যেমন বলেছি, আমরা প্রতিটি দলকে একইভাবে নিই। আমরা একই পদ্ধতিতে প্রতিটি দলের সঙ্গে লড়াই করব। প্রতিপক্ষ কারা তা নিয়ে আমরা বেশি ভাবতে চাই না’
অ্যাডিলেডে ভারতের পাশাপাশি প্রতিপক্ষ হয়ে ওঠে আবহাওয়া। খারাপ আবহাওয়ার কারণে টাইগারদের মঙ্গলবার তাদের অনুশীলন পর্ব বাতিল করতে হয়েছে। একই অবস্থা মূল খেলাতেও হতে পারে। অ্যাডিলেডের ঠান্ডা আবহাওয়াও টাইগারদের ভয়ের কারণ হতে পারে। তবে সাকিব বলেছেন যে এটা এমন কিছু নয় যে এতে উদ্বিগ্ন হতে হবে।
তিনি আরও বলেন, ‘পরিস্থিতির সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে এবং আমি মনে করি এটিই সেরা ও একমাত্র উপায়।’
ম্যাচটি শুরু হবে বুধবার দুপুর ২টায় (বাংলাদেশ সময়) এবং এই বিশ্বকাপে এটাই বাংলাদেশের প্রথম দিবারাত্রির ম্যাচ হতে যাচ্ছে।
২ বছর আগে
২০২২ আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ আয়োজক ৭ শহর ভ্রমণ
পুরো একটি বছর পার করে আবারো বসতে যাচ্ছে আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপের আসর। তাও আবার মন্ত্রমুগ্ধ কর দ্বীপ দেশ অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার ৭টি সুন্দর শহরে (সিডনি, মেলবোর্ন, অ্যাডিলেড, জীলং, হোবার্ট, পার্থ এবং ব্রিসবেন) আয়োজিত হবে বিশ্বনন্দিত ক্রিকেট উৎসবের ৮ম আসর। শুধু স্টেডিয়াম-ই নয়, ভ্রমণপিপাসু ক্রিকেটপ্রেমিদের জন্য অনেক চমক নিয়ে অপেক্ষা করছে ওশেনিয়া মহাদেশের এই বৃহত্তম দেশটি। সূর্যস্নাত সৈকত এবং মনোরম বন থেকে শুরু করে বিদেশি বন্যপ্রাণী ক্রিকেট ভক্তদের সফরটিকে নিমেষেই পরিপূর্ণ করে তুলতে পারে। শহরগুলোর নান্দনিকতা এবং প্রাণবন্ত সংস্কৃতি প্রতিটি ভ্রমণকারির উপলব্ধ অভিজ্ঞতা চিরস্মরণীয় করে রাখতে পারে। সেই সূত্রে, অস্ট্রেলিয়ামুখী পরিব্রাজকদের উদ্দেশ্যেই ২০২২ আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ আয়োজক অস্ট্রেলিয়ার ৭টি শহরের বিস্তারিত নিয়ে এবারের নিবন্ধ।
২০২২ আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ আয়োজক ৭টি শহর
অ্যাডিলেড
সংস্কৃতি, খাবার, উৎসব এবং বিনোদনে ভরপুর অ্যাডিলেড মানেই ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন উৎসবের আমেজ আর নতুন নতুন সব মজার অভিজ্ঞতা।
অভ্যন্তরীণ-শহরের মুল দর্শনীয় স্থানগুলো সব পায়ে হাটা দূরত্বে। ঝকঝকে শহরতলি থেকে ২০ মিনিট এগোলেই দৃশ্যমান হতে শুরু করবে সৈকত ও পাহাড়ের প্রাকৃতিক বিস্ময়গুলো। স্টেডিয়াম ওভালের দক্ষিণে হাল্কা ম্যারাথন করলেই পৌছে যাওয়া যাবে অপূর্ব রিভারব্যাঙ্ক ব্রিজ এবং নতুন পুনর্নির্মিত ফেস্টিভাল সেন্টারে। অ্যাডিলেড বোটানিক গার্ডেন এবং ন্যাশনাল ওয়াইন সেন্টার পেরনোর সময় চোখে পড়বে উত্তর টেরেসের সাংস্কৃতিক বুলেভার্ড বরাবর দক্ষিণ অস্ট্রেলিয়ার আর্ট গ্যালারি, স্টেট লাইব্রেরি এবং দক্ষিণ অস্ট্রেলিয়ান যাদুঘর।
অ্যাডিলেড সেন্ট্রাল মার্কেট দক্ষিণ গোলার্ধের মধ্যে বৃহত্তম। শহরের রাস্তাগুলো ভোজনশালায় ভরা। ইতালীয়-অনুপ্রাণিত অস্টেরিয়া ওগি এবং ফুগাজি থেকে শুরু করে আফ্রিকোলায় খাবারের পসড়া, শোবোশোর গুঞ্জন এবং ফিশব্যাঙ্কে পরিশ্রুত সামুদ্রিক খাবার। রান্ডেল, হাট, এবং গাউজার রাস্তাগুলো রাতের খাবারের জন্য নির্ধারিত।
অ্যাডিলেড ভিত্তিক দর্শনার্থীদের জন্য ডে-ট্রিপ এবং সাপ্তাহিক ছুটির সুযোগ প্রচুর। ক্যাঙ্গারু দ্বীপের প্রাকৃতিক নৈসর্গে প্রাচীন পৃথিবীর খোঁজে হারিয়ে যেতে সাদরে আমন্ত্রণ জানায় ফ্লিন্ডার রেঞ্জ এবং আউটব্যাক। আর এখানকার নিখুঁত সৈকত এবং ফ্লিন্ডার চেজ ন্যাশনাল পার্কের মধ্যে কোনটা আগে দেখবেন, তা নিয়ে পর্যটকরা প্রায়ই দ্বিধায় পড়ে যান।
পড়ুন: আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ ২০২২: বাংলাদেশ দলের সোয়াট (SWOT) বিশ্লেষণ
ব্রিসবেন
ভূরিভোজন করানোর দিক থেকে এই শহরের রেস্তোরাঁগুলোও পিছিয়ে নেই। তবে তার আগে অবশ্যই আউটডোর কার্যক্রমগুলো শেষ করে নিতে হবে। কারণ সেগুলো নিরতিশয় রোমাঞ্চকর। অ্যাবসেইলিং, স্টোরি ব্রিজে আরোহণ, হেলিকপ্টারে দ্বীপ ভ্রমণ বা নৌকায় করে পিকনিক করতে যেয়ে বেশ হাপিয়ে উঠতে হবে। ব্রিসবেনের ৫-তারকা বিলাসবহুল হোটেল বা আকাশক্ষত তারার নিচে ক্যাম্পিং নিমেষেই ভুলিয়ে দিতে পারে সেই ক্লান্তি।
২ বছর আগে