কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪-এর উদ্বোধনী ম্যাচে স্পটলাইটে এসেছেন দুর্দান্ত ঢাকার বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলামের হাত ধরে প্রথম ম্যাচেই এল হ্যাটট্রিক। এদিকে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা।
আরও পড়ুন: বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থাকার সিদ্ধান্ত তামিম নিজেই নিয়েছেন: মাশরাফি
কুমিল্লার ইনিংসের ২০তম ওভারের শেষ তিন বলে কুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ফিরিয়ে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পান শরিফুল ইসলাম।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলের) দশম আসরের সপ্তম হ্যাটট্টিকের রেকর্ড এটি। এর আগেরটিই করেছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরীর।
আরও পড়ুন: ক্রিকেটার নাসির ২ বছরের জন্য নিষিদ্ধ: আইসিসি
বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগে হ্যাটট্রিক করেছেন আন্দ্রে রাসেল, ওয়াহাব রিয়াজ, আলিস ইসলাম, আল আমিন হোসেন ও মোহাম্মদ সামি।
বিপিএল ২০২৪- এর উদ্বোধনী ম্যাচে ঢাকা ৬ উইকেটে ১৪৩ রানে ভিক্টোরিয়ান্সকে আটকে দেয়। এছাড়া ইমরুল কায়েস ৬৬ ও তৌহিদ হৃদয় ৪৭ রান করেন।
আরও পড়ুন: ঢাকার জয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে বিপিএলের নতুন মৌসুম
ঢাকার হয়ে শরিফুল ৩টি ও তাসকিন আহমেদ ২টি উইকেট নেন।
ভিক্টোরিয়ান্স চারটি বিপিএল শিরোপা নিয়ে গর্ব করলেও দুর্দান্ত ঢাকা অভিষেক করছে এবারের আসরে।