অর্ধ কোটি টাকা
সিলেট সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আরও পড়ুন: মেহেরপুর সীমান্তে ৩৬ কেজি গাঁজা জব্দ, আটক ১
জব্দ করা পণ্যগুলোর আনুমানিক ৫৩ লাখ ৭১ হাজার ৭৫০ টাকা।
জব্দ হওয়া ভারতীয় পণ্যগুলো মধ্যে রয়েছে- ভারতীয় ১০৮টি শাড়ি, ১৬টি লেহেঙ্গা, ৫ হাজার ৪১০টি স্কিন সাইন ক্রিম, ৩৭৪ মিটার মকমলের থান কাপড়, ৮টি গরুসহ চিনি, রসুন ও পাথর উত্তোলনকারী নৌকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
আটক ভারতীয় পণ্য কাস্টমসে জমা করে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানান বিজিবির অধিনায়ক।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৫১৭ বোতল ফেনসিডিল জব্দ
১ মাস আগে
ভারতে পাচারকালে অর্ধ কোটি টাকার ৪টি স্বর্ণের বার জব্দ
সাতক্ষীরা-খুলনা মহসড়কের বিনেরপোতা এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে আটকের সময় তার কাছ থেকে অর্ধ কোটি টাকা মূল্যের চারটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আটক শামিমুল ইসলাম (৪০) কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের গ্যাড়াখালি গ্রামের সাজেদুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: শার্শার গোগা সীমান্ত থেকে ১৫টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
বিজিবি জানায়, সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা আহম্মেদের নেতৃত্বে বিজিবির একটি চৌকসদল সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনোরপোতা ব্রিজ সংলগ্ন এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে একটি ডিসকভার মোটর সাইকলেসহ শামিমুল ইসলামকে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশি চালিয়ে কোমরে বাধা কাপড়ের প্যাকেট থেকে চার পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়।
সাতক্ষীরাস্থ বিজিবি-৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা আহম্মেদ আটক চোরাকারবারী শামিমুলের উদ্ধৃতি দিয়ে জানান, ওই স্বর্ণ সে বাহক হিসেবে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে নিয়ে যাচ্ছিল।
তিনি আরও জানান, জব্দ করা স্বর্ণের বারের ওজন ৫০৬ গ্রাম। যার আনুমানিক মূল্য ৪৩ লাখ ৫১ হাজার ৬০০ টাকা। এ সময় তার দুই লাখ টাকা মূল্যের ডিসকভার মোটর সাইকেলটি জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণ সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে এবং আটক চোরাকারবারীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এ ঘটনায় বিজিবির হাবিলদার দেলোয়ার হোসেন বাদি হয়ে শামিমুল ইসলামের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন।
তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
আরও পড়ুন: মহেশপুরে একজন আটক, ৪টি স্বর্ণের বার জব্দ
বেনাপোল সীমান্তে ১০ স্বর্ণের বার জব্দ, আটক ১
২ বছর আগে