সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আরও পড়ুন: মেহেরপুর সীমান্তে ৩৬ কেজি গাঁজা জব্দ, আটক ১
জব্দ করা পণ্যগুলোর আনুমানিক ৫৩ লাখ ৭১ হাজার ৭৫০ টাকা।
জব্দ হওয়া ভারতীয় পণ্যগুলো মধ্যে রয়েছে- ভারতীয় ১০৮টি শাড়ি, ১৬টি লেহেঙ্গা, ৫ হাজার ৪১০টি স্কিন সাইন ক্রিম, ৩৭৪ মিটার মকমলের থান কাপড়, ৮টি গরুসহ চিনি, রসুন ও পাথর উত্তোলনকারী নৌকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
আটক ভারতীয় পণ্য কাস্টমসে জমা করে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানান বিজিবির অধিনায়ক।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৫১৭ বোতল ফেনসিডিল জব্দ