পাল্টাপাল্টি কর্মসূচি
বিএনপির সমাবেশের পাল্টাপাল্টি কর্মসূচি দেয় নি আ.লীগ: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,তার দল শুধুমাত্র অন্য দলের পাল্টাপাল্টি হিসেবে কর্মসূচি দেয়ায় বিশ্বাস করে না।
তিনি বলেন,‘ঘোষিত সূচি অনুযায়ী তার দলের কর্মসূচি অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ তার জাতীয় কাউন্সিলকে সামনে রেখে বিভিন্ন প্রস্তুতি সভা ও ধারাবাহিক কর্মসূচি পালন করছে।’
রবিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জাতীয় কাউন্সিলের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি যদি অরাজকতা ও সহিংসতা শুরু করে; তাহলে দেশের মানুষ যোগ্য জবাব দেবে।
আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় এলে গোটা দেশ গ্রাস করবে: কাদের
তিনি আরও বলেন, বিএনপি এখনো জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তির বড় পৃষ্ঠপোষক।
বিএনপির এমপিরা সংসদ থেকে পদত্যাগ করতে প্রস্তুত বলে মির্জা ফখরুলের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, তারা পদত্যাগ করলে কি সংসদ অচল হয়ে যাবে!
তিনি বলেন,এটা বিএনপির আহ্বান,সরকারের নয়।
বৈঠকে ড. আব্দুর রাজ্জাক, মো. ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও দীপু মনিসহ আওয়ামী লীগের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিএনপি নেতারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচারে লিপ্ত: ওবায়দুল কাদের
নির্বাচনই সরকারকে ক্ষমতাচ্যুত করার একমাত্র পথ: কাদের
২ বছর আগে
নুসরাত হত্যা: বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি
ফেনীর আলোচিত নুসরাত হত্যা নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে বাদী ও বিবাদী পক্ষ।
রবিবার সকালে সোনাগাজীর ইসলামিয়া দাখিল মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির পরিবারের পক্ষে ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমানি এবং দুপুরে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির পরিবার পরিজনরা মানববন্ধন, বিক্ষোভ, সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে।
আরও পড়ুন: নুসরাত হত্যা: ওসি মোয়াজ্জেমের জামিন শুনানি ৩ মাস মুলতবি
নুসরাত হত্যার ৩য় বাষির্কী, সামাজিক অপপ্রচারে আতংকিত পরিবার
সংবাদ সম্মেলনে নুসরাতের ভাই নোমান বলেন, নুসরাত হত্যার ঘটনা ভিন্নভাবে উপস্থাপন করতে মরিয়া হয়ে উঠেছে একটি পক্ষ। তারা সোশ্যাল মিডিয়াসহ নানাভাবে তাদের জড়িয়ে হয়রানি ও গুজব ছড়াচ্ছে। অথচ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সকল তথ্য প্রমাণ সহকারে আদালত মামলার রায় ঘোষণা করেন। এই রায়কে তারা প্রশ্নবিদ্ধ করছে। তাই এ নিয়ে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান নোমান।
অন্যদিকে দুপুরের দিকে প্রেসক্লাব প্রাঙ্গনে নুসরাত হত্যা মামলা পুনঃতদন্তের দাবিতে মামলায় মৃত্যুণ্ডপ্রাপ্ত ১৬ আসামির পরিবার ও তাদের স্বজনরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে ও মানববন্ধন করেছে।
মানববন্ধনে তারা জানায়, নুসরাত জাহান রাফি আত্মহত্যা করেছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ একটি মহল ঘটনাটিকে হত্যার নাটক সাজিয়ে ১৬ জনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাদের ফাঁসিয়েছে। তাই মামলার আসামিদের বিরুদ্ধে ফাঁসির রায় বাতিল করে ঘটনা পুনঃতদন্তের দাবি তোলেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ এপ্রিল মাদরাসা থেকে নুসরাত জাহান রাফিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ১০ এপ্রিল রাতে নুসরাত মারা যান।
ঘটনায় তার বড় ভাই মাহমুদুল হাসান নোমান ৮ এপ্রিল সোনাগাজী থানায় হত্যাচেষ্টা মামলা করেন। পরে সেটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
ওই মামলায় একই বছরের ২৪ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেয়।
আরও পড়ুন: আলোচিত নুসরাত হত্যার দুই বছর
নুসরাত হত্যাকাণ্ডের ২ বছর, আসামিদের দ্রুত ফাঁসি কার্যকর চায় পরিবার
২ বছর আগে