আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,তার দল শুধুমাত্র অন্য দলের পাল্টাপাল্টি হিসেবে কর্মসূচি দেয়ায় বিশ্বাস করে না।
তিনি বলেন,‘ঘোষিত সূচি অনুযায়ী তার দলের কর্মসূচি অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ তার জাতীয় কাউন্সিলকে সামনে রেখে বিভিন্ন প্রস্তুতি সভা ও ধারাবাহিক কর্মসূচি পালন করছে।’
রবিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জাতীয় কাউন্সিলের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি যদি অরাজকতা ও সহিংসতা শুরু করে; তাহলে দেশের মানুষ যোগ্য জবাব দেবে।
আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় এলে গোটা দেশ গ্রাস করবে: কাদের
তিনি আরও বলেন, বিএনপি এখনো জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তির বড় পৃষ্ঠপোষক।
বিএনপির এমপিরা সংসদ থেকে পদত্যাগ করতে প্রস্তুত বলে মির্জা ফখরুলের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, তারা পদত্যাগ করলে কি সংসদ অচল হয়ে যাবে!
তিনি বলেন,এটা বিএনপির আহ্বান,সরকারের নয়।
বৈঠকে ড. আব্দুর রাজ্জাক, মো. ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও দীপু মনিসহ আওয়ামী লীগের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিএনপি নেতারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচারে লিপ্ত: ওবায়দুল কাদের