অরিজিনাল
দীপ্ত প্লের অরিজিনাল ফিল্ম ‘অপলাপ’ এর প্রিমিয়ার শো
মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে হয়ে গেল ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লের ওয়েব ফিল্ম ‘অপলাপ’র প্রিমিয়ার শো।
প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন- দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, সিইও ফুয়াদ চৌধুরী, হেড অব ডিজিটাল মিডিয়া মোহাম্মদ আবু নাসিম, অপলাপের এক্সিকিউটিভ প্রোডিউসার এহসানুজ্জামান, অপলাপের পরিচালক মোহাম্মদ আলী মুন্না, রচয়িতা নাজিম উদ দৌলা, অভিনয় শিল্পী ইমতিয়াজ বর্ষণ, জিয়াউল রোশান, নিপুন আক্তার, প্রিয়ন্তী উর্বী, দীপ্ত টিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রোযজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ইভেন্টস ডিজাইনিং কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা এবং অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা।
আরও পড়ুন: ক্যানবেরা মাতালো সোলস
২৯ আগস্ট থেকে ওটিটি প্ল্যাটর্ফম দীপ্ত প্লেতে মুক্তি পেয়েছে অরিজিনাল ওয়েব ফিল্ম ‘অপলাপ‘। সাইকিয়াট্রিস্ট অর্ক রহমানকে গ্রেপ্তার করা হলো স্ত্রী সুমিকে খুনের অপরাধে। পুলিশের জিজ্ঞাসায় অকপটে খুনের দায় স্বীকার করে নিল অর্ক। মামলা চলে গেল আদালতে। অর্কর পার্সোনাল সেক্রেটারি বর্ষার বিশ্বাস যে অর্ক খুনটা করেনি। সাহায্যের আশায় বর্ষা গিয়ে শরণাপন্ন হলো অর্কের বাল্যবন্ধু ডিবি অফিসার এডিসি সাইফ হাসানের।
সাইফ কি পারবে বন্ধুকে বাঁচাতে? পারবে কি সত্যটা বের করতে?
নাজিম উদ দৌলার রচনায় ও মোহাম্মদ আলী মুন্না পরিচালনায় অপলাপ ফিল্মে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, জিয়াউল রোশান, নিপুন আক্তার, প্রিয়ন্তী উর্বী।
আরও পড়ুন: এমআর নাইন: পর্দায় অবহেলিত ‘মাসুদ রানা’
বিশ্বব্যাপী মুক্তির দিন বাংলাদেশে 'জাওয়ান’
১ বছর আগে
প্রথমবার চরকি অরিজিনাল সিনেমায় মোশাররফ করিম
প্রথমবারের মতো চরকি অরিজিনাল সিনেমায় দেখা যাবে মোশাররফ করিমকে। সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় সিনেমা ‘দাগ’ এ দেখা মিলবে জনপ্রিয় এই অভিনেতার।
সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে/স্থানে শেষ হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ।
আরও পড়ুন: ১৩ ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্টের বিরুদ্ধে শাকিবের আইনি ব্যবস্থা
মোশাররফ করিম ‘দাগ’ প্রসঙ্গে বলেন, ‘দাগ আমরা কেউ রাখতে চাই না। আমরা সবাই দাগ মুছে ফেলতে চাই। আমরা হয়তো অনেক দূর এগিয়েছি, অনেক ধরনের দাগ মুছে ফেলছি। কিন্তু এখনো এমন কিছু দাগ আছে যেগুলো আমরা মুছে ফেলতে পারতাম কিন্তু মুছিনি। সেই মুছতে না পারা দাগগুলোর গল্পই হলো দাগ।’
সঞ্জয় সমাদ্দার বলেন, ‘আমার জন্য খুব অসাধারণ একটা জার্নির গল্প দাগ। গল্পটাকে প্রোপার একটা রূপ দেয়ার জন্য সবাই মিলে চেষ্টা করেছি। আর যে রকম গল্পে আমরা কাজ করেছি এরকম গল্প আগে কখনো নির্মাণ হয়নি। এই গল্পের কেন্দ্রীয় চরিত্রকে তা আসলে গল্প না দেখা পর্যন্ত বলা যাবে না। এই গল্পে হিরো সামাজিক ইস্যু।’
২ বছর আগে