প্রথমবারের মতো চরকি অরিজিনাল সিনেমায় দেখা যাবে মোশাররফ করিমকে। সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় সিনেমা ‘দাগ’ এ দেখা মিলবে জনপ্রিয় এই অভিনেতার।
সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে/স্থানে শেষ হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ।
আরও পড়ুন: ১৩ ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্টের বিরুদ্ধে শাকিবের আইনি ব্যবস্থা
মোশাররফ করিম ‘দাগ’ প্রসঙ্গে বলেন, ‘দাগ আমরা কেউ রাখতে চাই না। আমরা সবাই দাগ মুছে ফেলতে চাই। আমরা হয়তো অনেক দূর এগিয়েছি, অনেক ধরনের দাগ মুছে ফেলছি। কিন্তু এখনো এমন কিছু দাগ আছে যেগুলো আমরা মুছে ফেলতে পারতাম কিন্তু মুছিনি। সেই মুছতে না পারা দাগগুলোর গল্পই হলো দাগ।’
সঞ্জয় সমাদ্দার বলেন, ‘আমার জন্য খুব অসাধারণ একটা জার্নির গল্প দাগ। গল্পটাকে প্রোপার একটা রূপ দেয়ার জন্য সবাই মিলে চেষ্টা করেছি। আর যে রকম গল্পে আমরা কাজ করেছি এরকম গল্প আগে কখনো নির্মাণ হয়নি। এই গল্পের কেন্দ্রীয় চরিত্রকে তা আসলে গল্প না দেখা পর্যন্ত বলা যাবে না। এই গল্পে হিরো সামাজিক ইস্যু।’