গফরগাঁও
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা ও ছেলের
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিরিনা খাতুন ও তার ছেলে ইশতিয়াক আহমেদ শিমুল নামে দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুর দিকে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ ২ জনের মৃত্যু
নিহতরা হলেন- হলেন চারিপাড়া গ্রামের হেলাল উদ্দিন মাস্টারের স্ত্রী শিরিনা খাতুন এবং তার মেডিকেল পড়ুয়া ছেলে ইশতিয়াক আহমেদ।
স্থানীয়রা জানায়, জলমটর দিয়ে পানি উঠানোর জন্য পুকুরে নামেন শিমুল। এসময় ছেঁড়া তারে শিমুল বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে বাঁচাতে মা শিরিন আক্তার এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় ঘটনাস্থলেই মারা যান মা ও ছেলে।
বারবারিয়া ইউনিয়নের বিট অফিসার উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম বলেন, আমরা এখনো ঘটনাস্থলে কাজ করছি। কোনো অভিযোগ না থাকলে লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশার চালক নিহত
পাখি ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
৬ মাস আগে
ময়মনসিংহে কিশোরকে গলা কেটে হত্যার অভিযোগ
ময়মনসিংহের গফরগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে খুর দিয়ে গলা কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের রায়হর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কিশোর মুস্তাকিম (১৭) ইউনিয়নের চরশাখচুড়া গ্রামের সূর্যত আলীর ছেলে। তিনি একজন অটোরিকশা চালক ও মাইক অপারেটর ছিলেন।
অভিযুক্ত সজল মিয়া (২০) চৌকা গ্রামের মুর্শেদ আলীর ছেলে।
আরও পড়ুন: নোয়াখালীতে তরুণকে গলা কেটে হত্যা
ঘটনার পর গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা নাজনীন ও পাগলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মুস্তাকিম আনসার নগর মাদরাসার ওয়াজ মাহফিলে মাইক অপারেটিয়ের কাজ করতে যায়। কাজের ফাকে রাতে মাহফিলের সামনে মেলায় যায়। মেলার মধ্যে মুস্তাকিমের সঙ্গে তুচ্ছ ঘটনায় সজল মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সজলের সঙ্গে থাকা খুর দিয়ে মুস্তাকিমের গলায়, কাধে ও হাতে আঘাত করে।
এ সময় দুজনের ঝগড়া মেটাতে গিয়ে তারা মিয়া (১৯) ও বাবুল (২০) খুরের আঘাতে আহত হন। স্থানীয়রা মুস্তাকিমকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, ধারণা করা হচ্ছে পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনও মামলা হয়নি বলেও জানান ওসি।
আরও পড়ুন: নাটোরে স্বাস্থ্যকর্মীকে গলা কেটে হত্যা
১০ মাস আগে
ময়মনসিংহে ২ ভোট কেন্দ্রে আগুন
ময়মনসিংহের নান্দাইল ও গফরগাঁও উপজেলার দুইটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এদিকে দুইটি ভোটেকেন্দ্রে আগুনের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে গফরগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নান্দাইল সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন দেওয়া হয়।
আরও পড়ুন: রামুর বৌদ্ধ বিহারে আগুন
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান, ভোরে বিদ্যালয়ের একটি কক্ষে আগুনের সূত্রপাত ঘটে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ততক্ষণে পুড়ে যায় কক্ষের বেশ কিছু আসবাবপত্র।
আরও পড়ুন: চট্টগ্রামে ৩ ভোট কেন্দ্রে আগুন
অপরদিকে জেলার নান্দাইল উপজেলার ৮ নম্বর সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার দিবাগত গভীর রাতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। ওই বিদ্যালয়েও ভোট কেন্দ্র রয়েছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সুপার মাছুম আহামদ ভূঞা জানান, প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। দুইটি ভোটেকেন্দ্রে আগুনের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: গাজীপুরের কালিয়াকৈরে ভোটকেন্দ্রে আগুন
১১ মাস আগে
ময়মনসিংহে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা!
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শিলাসী এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মহাখালীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
নিহত যুবকের নাম আল আমিন (২৬)। তিনি উপজেলার দত্তের বাজার ইউনিয়নের কন্যা মণ্ডল গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।
জিআরপি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা ১২টার দিকে ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেন গফরগাঁও স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি শিলাসী এলাকা অতিক্রম করার সময় আলামিন নামের ওই যুবক ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে জিআরপি ফাঁড়ি পুলিশ এসে লাশ উদ্ধার করে।
গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। নিহত ব্যক্তি কি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্নহত্যা করেছে না ট্রেনে কাঁটা পড়েছে তা তদন্ত ছাড়া বলা যাবে না।
আরও পড়ুন: ফেসবুকে 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন' স্ট্যাটাস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা
বরিশালে নার্সিং কলেজ ছাত্রীর ‘আত্মহত্যা’
১ বছর আগে
গফরগাঁওয়ে ট্রাক উল্টে হেলপার নিহত
ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুবোঝাই ট্রাক উল্টে হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোর সোয়া ৬টায় উপজেলার পাগলা থানার দিঘীরপাড় এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত অপু মিয়া (২১) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ছোট আলকদী এলাকার আব্দুর রহমানের ছেলে।
আরও পড়ুন: বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গরুবাহী ট্রাক উল্টে নিহত ২
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হোসেনপুর-গফরগাঁও আঞ্চলিক সড়কের পাশে দিঘীরপাড় এলাকায় ট্রাক থেকে বালু আনলোড করার সময় ট্রাকটি উল্টে যায়।
এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই হেলপার অপু মারা যান।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
সীতাকুণ্ডে মহাসড়কে ট্রাক উল্টে কিশোরীর মৃত্যু
১ বছর আগে
ময়মনসিংহে জিপিএ-৫ না পাওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা!
ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় সন্তুষ্টজনক ফলাফল (জিপিএ-৫) না পাওয়ায় সোমবার বিকালে এক পরীক্ষার্থী স্যাভলন খেয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত প্রমা দত্ত নিঝুম (১৬) বাঁশিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নির্মল চন্দ্রের মেয়ে এবং সে স্থানীয় খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার প্রকাশিত এসএসসির ফলাফলে প্রমা দত্ত নিঝুম বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৬৭ পায়। কাঙ্খিত ফলাফল না হওয়ায় সে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। পরে বিকালের দিকে পরিবারের সদস্যদের অগোচরে ঘরে থাকা স্যাভলন খেয়ে মারাত্নক অসুস্থ হয়ে যায়।
আরও পড়ুন: সিলেটে এসএসসিতে ফেল করায় ছাত্রীর আত্মহত্যার অভিযোগ
পরে পরিবারের লোকজন খোঁজ পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
গফরগাঁও পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলফাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
তিনি আরও জানান, এখনও এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।
আরও পড়ুন: কেরানীগঞ্জে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা
প্রাইভেট না পড়ায় ফেল করানোর অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা
২ বছর আগে
মানবতাবিরোধী অপরাধ: গফরগাঁওয়ের ৩ জনের আমৃত্যু, ৫ জনের ২০ বছর করে দণ্ড
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের গফরগাঁওয়ের নয়জনের মধ্যে আটজনকে দণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাকি একজন খালাস পেয়েছেন।
৩ বছর আগে
ময়মনসিংহ হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
ময়মনসিংহ, ২২ আগস্ট (ইউএনবি)- ময়মনসিংহের গফরগাঁওয়ে বুধবার দিবাগত রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এখলাস উদ্দিন (৩২) নামে এক যুবক নিহতের কথা জানিয়েছে পুলিশ।
৫ বছর আগে