আড়াল
রংপুরে রেস্টুরেন্টের আড়ালে মাদকের ব্যবসা, গ্রেপ্তার ৫
রংপুরে রেস্টুরেন্টের আড়ালে অবৈধ মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এসময় ফেনসিডিল ও ইয়াবা জব্দ করা হয়েছে।
আটকরা হলেন, নগরীর চারতলা মোড় এলাকার এসএম মীর কাশেমের ছেলে এসএম মুঞ্জুর মোর্শেদ লিংকন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার বাগডাঙ্গা এলাকার ইয়াকুব আলীর ছেলে মাসুদ রানা, রংপুর নগরীর আশরতপুর পার্কের মোড় এলাকার মৃত জাহিদুল ইসলামের ছেলে সামিউল আলম অরফে রতন, নগরীর ধর্মদাস মিলনপাড়ার কোরবান আলীর ছেলে মোশাররফ হোসেন এবং নগরীর শালবন এলাকার আব্দুল মালেক ব্যাপারীর ছেলে শিপন মিয়া।
আরও পড়ুন: নাশকতার মামলায় রংপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান।
পুলিশ জানায়, এসএম মুঞ্জুর মোর্শেদ লিংকন চারতলা মোড় এলাকায় অবস্থিত নিজ বাড়ির ছয়তলা ভবনের ছাদে টুইন রুফটপ রেস্টুরেন্ট নামে ব্যবসা শুরু করেন।
ব্যবসার আড়ালেই অধিক লোভের আশায় মাদকের কারবারও শুরু করেন এবং দীর্ঘদিন ধরে মাদকের কারবার করছেন তিনি। এমন তথ্যের ভিত্তিতে ১৪ জানুয়ারি ওই রেস্টুরেন্টে হানা দেয় রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ।
আরও পড়ুন: নন্দীগ্রামে ‘চিরকুট’ লিখে মিটার চুরি, মূলহোতা গ্রেপ্তার
রেস্টুরেন্টে অভিযান পরিচালনার সময় মাদক ক্রয়-বিক্রয়কালে হাতেনাতে গ্রেপ্তার হন ওই ভবনের মালিক এসএম মুঞ্জুর মোর্শেদ লিংকনসহ অন্যরা।
এসময় ১৬৩টি ইয়াবা ও ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, এই রেস্টুরেন্টের সঙ্গে আরও কেউ কিংবা অন্য কোনো রেস্টুরেন্টের যোগসূত্র আছে কি না অথবা এখান থেকে কারা কারা মাদক ক্রয় বিক্রয় করে সেগুলো তথ্য সংগ্রহ করা হচ্ছে।
আরও পড়ুন: খুলনায় স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় ৩ পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৪
১০ মাস আগে
সরকার দুর্যোগ সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচনের দাবি আড়াল করতে চাচ্ছে: তাবিথ আউয়াল
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল বলেন, বিভিন্ন দুর্যোগ ও দুরবস্থা সৃষ্টি করে সরকার নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি আড়াল করতে চাচ্ছে।
তিনি বলেন, বিভিন্ন মার্কেটে একটার পর একটা আগুন লাগছে। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কী হবে? সাধারণ মানুষের কী হবে? ক্রেতা সাধারণের কী হবে? মানুষ আজ খুব অসহায়, কঠিন ও ক্রান্তিকাল অতিক্রম করছে।
রবিবার (১৬ এপ্রিল) দুপুরে উত্তরার দক্ষিণখানের ফায়দাবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিন আহমেদের উদ্যোগে ১২শ’ দুস্থ নারী-পুরুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন:ওসির বিরুদ্ধে করা তাবিথের মামলা খারিজ
দক্ষিণখান ও উত্তরখানের চিত্র তুলে ধরে অভিযোগ করে তিনি বলেন, আমাদের ওয়ার্ড করেছে; কিন্তু ওয়ার্ডের সে সুযোগ-সুবিধা আমরা পাচ্ছি না। আমাদেরকে ঢাকা সিটি করপোরেশন নামে বলা হয়, কিন্তু কোনো সিটি করপোরেশন কর্মকর্তা আমাদের কাছে আসে না।
তাবিথ আউয়াল বলেন, আমরা যখন সরকারের অব্যবস্থাপনার প্রতিবাদ করতে যাই, তখন আমাদের দমন, পীড়ন, হত্যা ও নিপীড়ন করে দমিয়ে রাখা হয়। আমরা যখন আমাদের ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলনে যাই, ঠিক সেই মুহূর্তে একটার পর একটা দুর্যোগ ও দুরবস্থা আমাদের ওপর চাপিয়ে দেয় এ আওয়ামী অবৈধ সরকার।
তিনি বলেন, চাল-ডালের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ-গ্যাসের দাম বেড়েই চলছে। এ কারণে মানুষ খুব অসহায় ও বিপদাপন্ন হয়ে পড়েছে। মানুষ এখন আওয়ামী দুঃশাসনের অবসান চায়। এর থেকে মুক্তি পেতে আমাদের রাজপথে নেমে আসতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে তীব্র গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী দুঃশাসনের পতন নিশ্চিত করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, মার্কেটে যাতে আগুন না লাগে, তার দায়িত্ব সরকারের এবং আগুন লাগলে তা কিভাবে নিভাতে হবে তার দায়িত্বও কিন্তু সরকারের। কিন্তু আওয়ামী সরকার প্রত্যেকটি দায়িত্বে ব্যর্থ হয়েছে।
মঈন খান বলেন, এদেশের দরিদ্র যারা ক্ষুদ্র ব্যবসায়ী, আপনারা দেখেছেন পরপর নিউমার্কেট, বঙ্গবাজারসহ বিভিন্ন জায়গায় দেখেছেন, একের পর এক আগুন লাগছে। এ আগুনের রহস্য কি?
তিনি বলেন, আওয়ামী সরকার তাদের ক্ষমতাকে অন্যায়ভাবে অগণতান্ত্রিকভাবে দীর্ঘায়িত করতে চায়, সেজন্য তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে।
তদন্তের আগে কাউকে দোষারোপ করা উচিত নয় মন্তব্য করে মঈন খান বলেন, যেহেতু সরকারের দায়িত্ব রয়েছে, কেন আগুন লেগেছে? কিভাবে আগুন লেগেছে? কে লাগিয়েছে?
তিনি বলেন, সরকার তদন্তের আগে কাউকে দোষারোপ করলে, আমরা তার তীব্র প্রতিবাদ করবো। কাউকে উদ্দেশ্যমূলকভাবে দোষারোপ করে এইবার আওয়ামী সরকার পার পাবে না।
মঈন খান বলেন, আওয়ামী সরকার এখন ৭২-৭৫ এর স্টাইলে দেশ চালাচ্ছেন। তাদের সকল অন্যায়, নির্যাতন, অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এছাড়া দেশে সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ গণআন্দোলনের বিকল্প নাই।
অনুষ্ঠানে দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মোতালেব হোসেন রতনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য এবিএমএ রাজ্জাক, স্থানীয় সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ইলোরা পারভীনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসঙ্গঠনের নেতারা।
আরও পড়ুন: নির্বাচন কমিশনের পদক্ষেপের অপেক্ষায় আছি: তাবিথ আউয়াল
বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলা
১ বছর আগে
আড়ালে নওশাবা-প্রীতম
মনপুরা দ্বীপের স্থানীয় এক মসজিদের মুয়াজ্জিন সিদ্দিক। ভোর রাতে নিজের ঘরের মেঝেতে আবিষ্কার করেন এক নারীর মরদেহ। বিষয়টি যদি গ্রামে জানাজানি হয় তাহলে কী হতে পারে তা নিয়ে ভেবে হয়রান সিদ্দিক। কিন্তু পুলিশ মরদেহ খুঁজে না পেলে ঘটনা অন্য দিকে বাঁক নেয়।
এমন এক গল্পে নির্মিত হয়েছে চরকি ফ্লিক ‘আড়াল’। এটি পরিচালনা করেছেন নাজমুল নবীন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান, কাজী নওশাবা, সুমন আনোয়ার, গ্রিহী। ‘আড়াল’ ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে ২৭ অক্টোবর।
আরও পড়ুন: ফ্লোরিডা ফিল্ম ফেস্টে বাংলাদেশের ‘ড্রিম রান’
২ বছর আগে