নবদম্পতি
ময়মনসিংহে নবদম্পতির লাশ উদ্ধার
ময়মনসিংহ সদরের চুড়খাই এলাকার নিজ বসত ঘর থেকে এক নবদম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সদর উপজেলার চুড়খাই কান্দাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশের ধারণা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মৃতরা হলেন- চুরখাই কান্দাপাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে জুলহাস উদ্দিন(২৬) ও তার স্ত্রী অঞ্জনা খাতুন(২৪)।
অঞ্জনা গৌরীপুর উপজেলার খোদাবক্সপুর গ্রামের সুরুজ আলীর মেয়ে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ কামাল আকন্দ জানান, বিগত ৮ থেকে ৯ মাস আগে বিয়ে হয় জুলহাস ও অঞ্জনার। বর্তমানে অঞ্জনা ৪ মাসের গর্ভবতী। তাদের দু'জনের এটি দ্বিতীয় বিয়ে। গত রাতে তারা খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালে ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় বাড়ির অন্য সদস্যদের।
আরও পড়ুন: কিশোরগঞ্জে নিখোঁজের ৪৩ ঘণ্টা পর যুব ইউনিয়ন নেতার ভাসমান লাশ উদ্ধার
পরে আধাপাকা ঘরের উপরের চালের টিন খুলে দরজা খুলে দুজনের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় স্বামীর লাশ এবং খাটের উপর থেকে স্ত্রীর লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
তবে কেন বা কী কারণে তারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নওগাঁয় বাগান থেকে প্রেমিক যুগলের লাশ উদ্ধার
১ বছর আগে
চুয়াডাঙ্গায় কুকুরকে বাঁচাতে নবদম্পতির মোটরসাইকেল দুর্ঘটনা, স্বামী নিহত
চুয়াডাঙ্গায় বিয়ের চতুর্থ দিন মোটরসাইকেলে নিজ স্ত্রী ও শ্যালকের স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়ে কুকুরকে বাঁচাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামীর। গুরুতর আহত হয়েছেন স্ত্রী।
নিহত শামীম (২২) সদরের বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামের মৃত শফির ছেলে, শামিমের স্ত্রী সোনিয়া খাতুন (১৮) এবং তার শ্যালকের স্ত্রী শেফালী খাতুন (২০)।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শামীম মোটরসাইকেল নিয়ে বলদিয়া গ্রাম থেকে হিজলগাড়ী বাজারের দিকে আসছিলেন। এ সময় হিজলগাড়ী-বলদিয়া সড়কের কেরুর কৃষি খামারের কাছে কুকুরের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগলে শামীম, সোনিয়া এবং শেফালী গুরুতর আহত হন। এ সময় পথচারীরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর শামীমকে মৃত ঘোষণা করা হয়। সোনিয়ার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া আহত শেফালী খাতুন শঙ্কামুক্ত।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, এক দম্পত্তি ঘোরাঘুরির সময় কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই স্বামীর মৃত্যু হয়ে।
তিনি আরও বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থার বিষয়টি প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: সিলেটে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
১ বছর আগে
কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নবদম্পতির মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুধবার দিবাগত রাতে এক নবদম্পতির মৃত্যু হয়েছে।
দম্পতি ইসমাইল (২০) ও তার স্ত্রী কাজল আক্তার (১৮) উপজেলার আটি বাজার সুমন হাউজিং এলাকার বাসিন্দা।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর অর-রশিদ বলেন, এই দম্পতি ভাড়া বাসায় থাকতেন।
তিনি আরও বলেন, দিবাগত রাত ১২টার দিকে ভেজা হাতে একটি সুইচ স্পর্শ করলে কাজল বিদ্যুৎস্পৃষ্ট হন।
ওসি বলেন, তার স্বামী ইসমাইল স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে দুজনই গুরুতর আহত হন।দম্পতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
আরও পড়ুন: মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ বোনের মৃত্যু
২ বছর আগে