ময়মনসিংহ সদরের চুড়খাই এলাকার নিজ বসত ঘর থেকে এক নবদম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সদর উপজেলার চুড়খাই কান্দাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশের ধারণা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মৃতরা হলেন- চুরখাই কান্দাপাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে জুলহাস উদ্দিন(২৬) ও তার স্ত্রী অঞ্জনা খাতুন(২৪)।
অঞ্জনা গৌরীপুর উপজেলার খোদাবক্সপুর গ্রামের সুরুজ আলীর মেয়ে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ কামাল আকন্দ জানান, বিগত ৮ থেকে ৯ মাস আগে বিয়ে হয় জুলহাস ও অঞ্জনার। বর্তমানে অঞ্জনা ৪ মাসের গর্ভবতী। তাদের দু'জনের এটি দ্বিতীয় বিয়ে। গত রাতে তারা খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালে ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় বাড়ির অন্য সদস্যদের।
আরও পড়ুন: কিশোরগঞ্জে নিখোঁজের ৪৩ ঘণ্টা পর যুব ইউনিয়ন নেতার ভাসমান লাশ উদ্ধার
পরে আধাপাকা ঘরের উপরের চালের টিন খুলে দরজা খুলে দুজনের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় স্বামীর লাশ এবং খাটের উপর থেকে স্ত্রীর লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
তবে কেন বা কী কারণে তারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।