জীবিত নবজাতক
ঠাকুরগাঁওয়ে ভুট্টা খেত থেকে জীবিত নবজাতক উদ্ধার
ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের একটি ভুট্টা খেত থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব মহেশালী গ্রাম থেকে উদ্ধার করা নবজাতকটি একটি কন্যাশিশু।
স্থানীয়রা জানান, নবজাতক কন্যা শিশুটি একটি ভুট্টা খেতে পড়ে ছিল। আজ সকাল সাড়ে ১১টার দিকে পাশের মরিচ খেতে কাজ করা এক নারী শিশুটির কান্নার আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনে এগিয়ে গেলে নবজাতকটিকে দেখতে পান তিনি। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন জড়ো হন এবং বিষয়টি প্রশাসনকে জানান।
স্থানীয়দের ধারণা, জন্মের এক দেড় ঘণ্টার মধ্যেই কন্যাশিশুটিকে এখানে ফেলে দেওয়া হয়েছে।
খবর পেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।
তিনি বলেন, ‘শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
আরও পড়ুন: বিএসএমএমইউতে একসঙ্গে চার অপরিণত নবজাতকের জন্ম
উদ্ধার হওয়া নবজাতকটিকে আপাতত ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা ও লালন-পালনের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে নবজাতকটির পরিচয় শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
এদিকে কন্যা শিশুটিকে দত্তক নেওয়ার জন্য ইতোমধ্যে ২০ থেকে ২৫টি দম্পত্তি হাসপাতালে এসেছেন।
৩৮ দিন আগে
চাঁদপুরে বাজারের ব্যাগ থেকে জীবিত নবজাতক উদ্ধার
চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় গোয়াল ঘরের পাশে বাজারের ব্যাগে মিলল এক জীবিত নবজাতক। শনিবার (৩ জুন) দুপুরে ওই নবজাতককে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দিতে ভর্তি করা হয়।
এর আগে শুক্রবার (২ জুন) রাতে ষোলঘর পাকা মসজিদ এলাকার পুলিশ সুপারের বাসভবন সংলগ্ন ঢালী বাড়ির খোকন ঢালীর গোয়াল ঘরের পাশে নবজাতকটিকে জীবিত অবস্থায় পাওয়া যায়।
আরও পড়ুন: নাটোরে গমখেত থেকে নবজাতক উদ্ধার
জানা যায়, রাতে গোয়াল ঘরে গরুকে ঘাস দিতে যান নিজাম ঢালী। ওই সময় কান্নার আওয়াজ শুনতে পেয়ে তাকে রক্তাক্ত ও জীবত অবস্থায় নবজাতকটিকে দেখতে পান। পরে নবজাতকের শরীর পরিষ্কার করে রাতেই প্রাইভেট চেম্বারে শিশু বিশেষজ্ঞ ডাক্তার আজিজুর রহামনকে দেখিয়ে চিকিৎসাসেবা নেন।
হাসপাতালের সুপার ডা. একে এম মাহবুবুবর রহমান ইউএনবিকে জানান, শিশুটিকে আমি দেখেছি। শিশুটি এখন ভালো আছে। আমরা তাকে সব ধরনের চিকিৎসা ও সারাক্ষণ লুক আফটার করছি।
শনিবার দুপুরে খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন ওই নবজাতকে তাদের বাড়ি থেকে এনে নিজামের ছোট ভাইয়ের স্ত্রী সখিনা বেগমের তত্ত্বাবধানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, বর্তমানে ওই নবজাতক পুলিশ হেফাজতে সখিনা বেগমের তত্বাবধানে চাঁদপুর সরকারি হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন।
আরও পড়ুন: ক্লিনিক থেকে চুরি যাওয়ার ২দিন পর নবজাতক উদ্ধার, গ্রেপ্তার ৩
প্লাস্টিকের ব্যাগ থেকে নবজাতক উদ্ধার!
৬৯৭ দিন আগে
চট্টগ্রামে ডাস্টবিনে মিলল জীবিত নবজাতক
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকার ডাস্টবিন থেকে রবিবার এক নবজাতককে (মেয়ে) উদ্ধার করেছে পুলিশ।
১৯২৯ দিন আগে